1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যানচেস্টার ইউনাইটেড-এর নতুন কোচ ময়েস

১২ মে ২০১৩

ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে, স্যার অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থান পূরণ করবেন ডেভিড ময়েস৷ গত বুধবার অবসর গ্রহণ করা ফার্গুসন নিজেই তাঁর স্থানে ময়েসকে সুপারিশ করেছেন৷

ছবি: Getty Images

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের ক্লাবটি জানায়, ম্যানচেস্টারের নতুন ম্যানেজার হিসেবে ফার্গুসনের জায়গাটি নিচ্ছেন ডেভিড ময়েস৷

চলতি মৌসুমের শেষ অবধি অবশ্য ময়েস এভারটনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন৷ এরপর পহেলা জুলাই ছয় বছর মেয়াদি চুক্তিতে ম্যানচেষ্টারে কাজ শুরু করবেন তিনি৷

এর আগে গত সপ্তাহে ৭১ বছর বয়সি স্কটসম্যান অ্যালেক্স ফার্গুসন জানান, ১৯শে মে চলতি মৌসুমে ইউনাইটেডের শেষ খেলার পর বিদায় নেবেন তিনি৷ তবে ম্যানেজার হিসেবে বিদায় নিলেও ম্যান ইউ-এর ডিরেক্টর পদে থাকবেন তিনি৷ সেই সঙ্গে ক্লাবের ‘অ্যাম্বাস্যাডার' হিসেবেও কাজ করবেন ফার্গুসন৷

ময়েসের নাম প্রস্তাব করেছেন ফার্গুসনছবি: PAUL ELLIS/AFP/Getty Images

ইতোমধ্যে ময়েসের প্রতি নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন ফার্গুসন৷ ময়েসকে তিনি বিবেচনা করেন ‘কাজের প্রতি নৈতিক বোধসম্পন্ন এক মহৎ ব্যক্তি হিসেবে'৷ ফার্গুসন বলেন, আমরা সর্বসম্মতিক্রমে ময়েসকে বাছাই করেছি৷

এদিকে, ম্যানচেষ্টার ইউনাইটেড-এর ম্যানেজার পদটি সাদরে গ্রহণ করেছেন ময়েস৷ এক বিবৃতিতে বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘ম্যানচেস্টার ইউনাইটেড-এর ম্যানেজারের পদের জন্য আমন্ত্রণ পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার৷ আমি আনন্দিত যে স্যার অ্যালেক্স আমাকে এই পদের জন্য উপযুক্ত মনে করেছেন৷ ফুটবল ক্লাব এবং অন্যান্য ক্ষেত্রে তিনি যা কিছু করেছেন, সেসবের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে৷''

ময়েস অবশ্য স্বীকার করেছেন, এখন অবধি ম্যান ইউ'র যোগ্যতম ম্যানেজারের সফলতা অনুসরণ করা অত্যন্ত কঠিন হবে৷ একইসঙ্গে আবার এরকম সুযোগ সবসময় আসে না৷ তাই আগামী মৌসুম থেকে ম্যানচেস্টার ইউনাইটেড-এর দায়িত্ব নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তিনি৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ