1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যানচেস্টার হামলার পিছনে আইএস!

২৩ মে ২০১৭

সোমবার রাতে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট৷ পুলিশ এদিকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷

ম্যানচেস্টার
ছবি: Reuters/D. Staples

সোমবার ব্রিটেনের ম্যানচেস্টার শহরে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে৷ পুলিশ ২৩ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ তবে সেই ব্যক্তি সরাসরি হামলার সঙ্গে জড়িত নয় বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে ইসলামিক স্টেট তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে৷ অবিশ্বাসীদের শাস্তি দিতে ও মুসলিমদের উপর হামলার প্রতিশোধ নিতেই তারা এই কাজ করেছে বলে জানিয়েছে৷ 

সোমবার রাতে ম্যানচেস্টার অ্যারেনায় চলছিল জনপ্রিয় মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডি-র লাইভ কনসার্ট৷ অনুষ্ঠান শেষ হবার ঠিক আগে স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ হলের বাইরের একটি অংশে জোরালো বিস্ফোরণ ঘটে৷ সে সময় অনেক দর্শক প্রায় ২১,০০০ আসনের কনসার্ট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন৷ তাদের মধ্যে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি ছিল৷

পুলিশ, সন্ত্রাস দমন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করছে, যদিও কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এর দায় স্বীকার করে নি৷ ঘটনাস্থলে একটি সন্দেহজনক বস্তুকে নিষ্ক্রিয় করতে পুলিশ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে৷ পরে অবশ্য জানা যায় সেটি আসলে পোশাকের একটি অংশ ছিল৷ পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে৷ কাছের একটি রেল স্টেশন বন্ধ রাখা হয়েছে৷

প্রধানমন্ত্রী টেরেসা মে ও বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন এই হামলার নিন্দা করে নিজেদের নির্বাচনি প্রচার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ উল্লেখ্য, আগামী ৮ই জুন ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন৷

হতাহতদের মধ্যে কমবয়সি মানুষ থাকায় আরও বেশি মাত্রায় শোক ও দুঃখের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷

বিস্ফোরণের পর ম্যানচেস্টার শহরের অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে #RoomforManchester হ্যাশট্যাগের সাহায্যে আটকে পড়া দর্শকদের আশ্রয় দিতে আহ্বান জানিয়েছেন৷ ট্যাক্সি কোম্পানিগুলি টুইটারে বিনামূল্যে দর্শকদের গন্তব্যে পৌঁছে দেবার ঘোষণা করে৷

নিখোঁজ দর্শকদের সন্ধান করতে আত্মীয়স্বজনরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন৷

২৩ বছর বয়সি গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডি নিজের কনসার্টে এমন ভয়ংকর ঘটনায় বিহ্বল হয়ে পড়েছেন৷ তিনি চরম দুঃখ প্রকাশ করে এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি তাঁর অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না৷

 

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ