সোমবার রাতে ব্রিটেনের ম্যানচেস্টার শহরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট৷ পুলিশ এদিকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷
বিজ্ঞাপন
সোমবার ব্রিটেনের ম্যানচেস্টার শহরে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে৷ পুলিশ ২৩ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ তবে সেই ব্যক্তি সরাসরি হামলার সঙ্গে জড়িত নয় বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে ইসলামিক স্টেট তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে৷ অবিশ্বাসীদের শাস্তি দিতে ও মুসলিমদের উপর হামলার প্রতিশোধ নিতেই তারা এই কাজ করেছে বলে জানিয়েছে৷
সোমবার রাতে ম্যানচেস্টার অ্যারেনায় চলছিল জনপ্রিয় মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডি-র লাইভ কনসার্ট৷ অনুষ্ঠান শেষ হবার ঠিক আগে স্থানীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ হলের বাইরের একটি অংশে জোরালো বিস্ফোরণ ঘটে৷ সে সময় অনেক দর্শক প্রায় ২১,০০০ আসনের কনসার্ট হল ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন৷ তাদের মধ্যে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি ছিল৷
পুলিশ, সন্ত্রাস দমন বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলি এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করছে, যদিও কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এর দায় স্বীকার করে নি৷ ঘটনাস্থলে একটি সন্দেহজনক বস্তুকে নিষ্ক্রিয় করতে পুলিশ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে৷ পরে অবশ্য জানা যায় সেটি আসলে পোশাকের একটি অংশ ছিল৷ পুলিশ সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে৷ কাছের একটি রেল স্টেশন বন্ধ রাখা হয়েছে৷
প্রধানমন্ত্রী টেরেসা মে ও বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন এই হামলার নিন্দা করে নিজেদের নির্বাচনি প্রচার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ উল্লেখ্য, আগামী ৮ই জুন ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধানমন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন৷
হতাহতদের মধ্যে কমবয়সি মানুষ থাকায় আরও বেশি মাত্রায় শোক ও দুঃখের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷
বিস্ফোরণের পর ম্যানচেস্টার শহরের অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে #RoomforManchester হ্যাশট্যাগের সাহায্যে আটকে পড়া দর্শকদের আশ্রয় দিতে আহ্বান জানিয়েছেন৷ ট্যাক্সি কোম্পানিগুলি টুইটারে বিনামূল্যে দর্শকদের গন্তব্যে পৌঁছে দেবার ঘোষণা করে৷
নিখোঁজ দর্শকদের সন্ধান করতে আত্মীয়স্বজনরাও সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন৷
২৩ বছর বয়সি গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডি নিজের কনসার্টে এমন ভয়ংকর ঘটনায় বিহ্বল হয়ে পড়েছেন৷ তিনি চরম দুঃখ প্রকাশ করে এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি তাঁর অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না৷
ছবিতে ম্যানচেস্টার বিস্ফোরণ
ব্রিটেনের ম্যানচেস্টার শহরে ২২ শে মে রাতে অ্যারিয়ানা গ্র্যান্ডি-র কনসার্টে ২১ হাজার ছেলেমেয়ে জড়ো হয়েছিল৷ কনসার্ট শেষ হওয়ার ঠিক আগে বিস্ফোরণ হলে কমপক্ষে ২২ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়৷ কী হয়েছিল সেখানে? দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/C. Furlong
কনসার্ট অ্যারেনায় বিস্ফোরণ
রাত তখন সাড়ে দশটা৷ ম্যানচেস্টার অ্যারেনায় জনপ্রিয় মার্কিন পপ গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডি-র লাইভ কনসার্টের ঠিক শেষ পর্যায়ে পুরো এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণে৷ বিস্ফোরণের ধাক্কায় অনেকেই মাটিতে পড়ে যায়৷ অ্যারেনায় প্রবেশমুখের চারিদিকে ছড়িয়ে পড়ে কাঁচের টুকরো৷
ছবি: picture-alliance/abaca
আতঙ্কে হুড়োহুড়ি
বিস্ফোরণের পর কনসার্ট এলাকা ছাড়তে হুড়োহুড়ি পড়ে যায়৷ গ্র্যান্ডি-র ভক্তদের মধ্যে বেশিরভাগই অল্পবয়সি ছেলেমেয়ে৷ তাই তাদের নিয়ে যেতে ভেন্যুর বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকরা৷ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আহত অন্তত ৫০ জন৷ যাদের আঘাত গুরুতর নয়, তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়, বাকিদের পাঠানো হয় হাসপাতালে৷
অ্যারিয়ানা গ্র্যান্ডির পুরোনো ছবি এটি৷ এই মার্কিন গায়িকার বয়স মাত্র ২৩ বছর৷ ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছেন তিনি, যার নাম ‘ডেঞ্জারাস ওমেন ট্যুর’৷ তাঁর পরবর্তী কনসার্ট ছিল লন্ডনে, আগামী ২৫ মে৷ ম্যানচেস্টার বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর গ্র্যান্ডি টুইট করেন, ‘‘আমি ভেঙে পড়েছি৷ আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখপ্রকাশ করছি৷ আমি ভাষা হারিয়ে ফেলেছি৷’’
ছবি: GettyImages/Samir Hussein
সবাই আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে
বিস্ফোরণের পরপরই আহত বা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সক্রিয় হয়ে ওঠেন৷ ভেন্যুর আশেপাশের হোটেলগুলো এমন অনেকেরই থাকার ব্যবস্থা করেছিল, যারা তাদের বাবা-মা কে খুঁজে পায়নি৷ এছাড়া #RoomforManchester হ্যাশট্যাগের সাহায্যে আটকে পড়া দর্শকদের আশ্রয় দেয়ার আহ্বান জানানো হয়৷ ট্যাক্সি কোম্পানিগুলি টুইটারে বিনামূল্যে দর্শকদের গন্তব্যে পৌঁছে দেবার ঘোষণা দেয়৷
এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে ধারণা করছে পুলিশ৷ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ প্রধানমন্ত্রী টেরেসা মে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানান, ‘‘পুলিশের কাছে কেন এটা সন্ত্রাসী হামলা মনে হচ্ছে, সে সম্পর্কে সব তথ্য জোগাড় করার আহ্বান জানিয়েছি৷’’