1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান্ডেলার গ্রেপ্তারে সিআইএ!

১৬ মে ২০১৬

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র একজন এজেন্টের তথ্যের ভিত্তিতে ১৯৬২ সালে নেলসন ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ সিআইএ-র ঐ এজেন্ট এই তথ্য জানিয়েছেন বলে দাবি লন্ডনের একটি পত্রিকার৷

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নেলসন ম্যান্ডেলা
ছবি: Reuters

‘দি সানডে টাইমস' পত্রিকার প্রতিবেদনে সিআইএ-র সাবেক এজেন্ট ডোনাল্ড রিকার্ডের মন্তব্য প্রকাশ করা হয়েছে৷ ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক জন ইরভিনকে রিকার্ড জানান, তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়েছিল৷ তিনি দক্ষিণ আফ্রিকার সরকারকে ম্যান্ডেলা কীভাবে, কখন ও কোথায় যাবেন সেই তথ্য দিয়েছিলেন৷ এর ভিত্তিতে ১৯৬২ সালে ডারবান শহরের একটি সড়ক থেকে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয়৷ সেই সময় ম্যান্ডেলা নিজের গাড়ি চালাচ্ছিলেন৷ তবে কোথা থেকে এসব তথ্য পেয়েছিলেন সেটি প্রকাশ করেননি রিকার্ড৷

সেবার গ্রেপ্তারের পর ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলাছবি: picture-alliance/dpa

চলতি বছরের শুরুতে নিজের একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে যুক্তরাষ্ট্রে রিকার্ড এর সাক্ষাৎকার নিয়েছিলেন পরিচালক ইরভিন৷ পরবর্তীতে ইরভিন ম্যান্ডেলা হত্যায় সিআইএ-র সংশ্লিষ্টতা সংক্রান্ত তথ্য সঠিক কিনা, তা যাচাই করতে অনুরোধ করেছিলেন জেমস স্যান্ডার্সকে, যিনি সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির লেখক৷

সিআইএ-র সাবেক এজেন্ট রিকার্ড জানান, ম্যান্ডেলা ‘‘সোভিয়েত ইউনিয়নের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন৷'' তিনি বলেন, ‘‘তিনি (ম্যান্ডেলা) দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ বাঁধিয়ে দিতে পারতেন, যুক্তরাষ্ট্রের তখন তাতে সম্পৃক্ত হতে হতো এবং পরিস্থিতি তখন নরকের মতো হতে পারতো৷ কিন্তু এই পরিস্থিতি থামাতে হতো, অর্থাৎ ম্যান্ডেলাকে থামাতে হতো৷ এবং আমি সেটা থামিয়েছি৷''

১৯৭৮ সাল পর্যন্ত সিআইএ-র এজেন্ট হিসেবে কাজ করেন রিকার্ড৷ মারা যান চলতি বছরের মার্চ মাসে - ইরভিনের সঙ্গে কথা বলার সপ্তাহ দুয়েক পর৷

এদিকে, ম্যান্ডেলা হত্যায় নিজেদের সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছে সিআইএ৷

ব্রিটিশ পরিচালক ইরভিনের নির্মাণ করা চলচ্চিত্রটির নাম ‘ম্যান্ডেলাস গান'৷ গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ম্যান্ডেলার জীবন নিয়ে মুভিটি তৈরি করা হয়েছে৷ ১৯৬২ সালে গ্রেপ্তার হওয়ার পর ২৭ বছর জেলে ছিলেন ম্যান্ডেলা৷ ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি৷ ২০১৩ সালে ৯৫ বছর বয়সে তিনি মারা যান৷

ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর মুখপাত্র জিজি কোডওয়া ম্যান্ডেলা হত্যায় সিআইএ-র সংশ্লিষ্ট থাকার বিষয় প্রকাশকে ‘মারাত্মক অভিযোগ' বলে আখ্যায়িত করেন৷ তবে এমন তথ্য নতুন নয় বলেও মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, দি সানডে টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ