1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ার্দিওলা এলেন বায়ার্নে

১৭ জানুয়ারি ২০১৩

এটা যে একটা চমকপ্রদ ‘কু’, তাতে ভাষ্যকারদের কোনো সন্দেহ নেই৷ এফসি বার্সেলোনাকে চার বছর ধরে ড্রিম টিম করে তুলেছেন যিনি, খোদ লিওনেল মেসি যার তাঁবে খেলেন, সেই গুয়ার্দিওলা এবার জার্মানিতে৷

Former Barcelona soccer coach Pep Guardiola speaks at Mexico Siglo XXI, an event organized by the Telmex Foundation in Mexico City, Friday, Sept. 21, 2012. (Foto:Alexandre Meneghini/AP/dapd)
ছবি: dapd

পেপ গুয়ার্দিওলা বায়ার্নের হেড কোচ হচ্ছেন আগামী সিজন থেকে৷ অর্থাৎ তাঁর হাতে আছে ছ'মাস৷ কি করার জন্য? জার্মান শেখার জন্য৷ গুয়ার্দিওলা নাকি তা-ই করবেন৷ ইটালিয়ান কোচ জোভান্নি ট্রাপাটোনি এর আগে ঐ বায়ার্নে এসেই আজব কায়দার জার্মান বলার ইতিহাস সৃষ্টি করে গেছেন৷ কিন্তু জার্মান না জেনে বুন্ডেসলিগায় কোচ হিসেবে কাজ করাটা যে দুরূহ, সেটা আন্তর্জাতিক ফুটবল মহলে সবাই জানেন৷

পেপ গুয়ার্দিওলা বায়ার্নের হেড কোচ হচ্ছেন আগামী সিজন থেকেছবি: AP

মঙ্গলবারেও গুয়ার্দিওলা লন্ডনে বসে আভাস দিচ্ছিলেন, তিনি নাকি ইংল্যান্ডে আসতে পারেন৷ চেলসির মালিক রোমান আব্রামোভিচ নাকি তাঁকে মাল্টিমিলিয়ন পাউন্ডের অফার দিয়েছিলেন৷ কিন্তু গত জুনে বার্সা ছাড়া যাবৎ গুয়ার্দিওলা নিউ ইয়র্কে তাঁর অ্যাপার্টমেন্টে থেকে ভালো ছেলের মতো কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনো করে গেছেন৷ ওদিকে অফারের পর অফার এসেছে৷

আসবে নাই বা কেন৷ ২০০৯ আর ২০১১ সালে বার্সা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, গুয়ার্দিওলা যখন তাদের কোচ৷ গুয়ার্দিওলা প্লেয়ার অথবা কোচ থাকাকালীন বার্সেলোনা স্প্যানিশ লিগ জিতেছে মোট ন'বার, স্পেনের কিংস কাপ চারবার৷

ওদিকে বায়ার্ন পর পর দু'টো মরশুমে কোনো খেতাবই জিতেনি, স্বদেশেও না, বিদেশেও না৷ ৬৭ বছর বয়সি ইয়ুপ হাইনকেস আবার ফিরে এসে হাল না ধরলে, বায়ার্ন চলতি মরশুমেও পয়েন্টের তালিকার শীর্ষে থাকতে পারতো কিনা বলা শক্ত৷

কিন্তু শুক্রবার যখন ক্লাবের প্রেসিডেন্ট কার্ল-হাইঞ্জ রুমেনিগে একটি সাংবাদিক সম্মেলনে পেপ গুয়ার্দিওলাকে বায়ার্নের আগামী কোচ হিসেবে পেশ করবেন, তখন সেটা হবে ইউরোপীয় পর্যায়ে স্পেন থেকে ইংল্যান্ড হয়ে ইটালি অবধি সব ক'টা বড় ক্লাবের প্রতি বায়ার্নের যুদ্ধ ঘোষণার সামিল: ‘‘এবার আমরা আসছি৷ পেপকে কোচ করে৷ বার্সেলোনার কথা মনে আছে তো?''

২০০৯ আর ২০১১ সালে বার্সা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, গুয়ার্দিওলা যখন তাদের কোচছবি: AP

রুমেনিগে ইতিমধ্যেই বলে ফেলেছেন: ‘‘পেপ গুয়ার্দিওলা হলেন বিশ্বের সফলতম কোচদের মধ্যে একজন৷ আমারা নিশ্চিত যে তিনি এফসি বায়ার্ন ও জার্মান ফুটবলকে নতুন আকর্ষণীয়তা প্রদান করবেন৷''

বায়ার্ন তথা জার্মানিতে গুয়ার্দিওলার প্রথম সমস্যা হবে ভাষা৷ দ্বিতীয়ত, বায়ার্নের কর্মকর্তা তথা ফ্যানরা শুধু একটাই ভাষা বোঝেন: সেটা হল সাফল্য৷ গুয়ার্দিওলার চুক্তি ২০১৬ সাল অবধি বটে, কিন্তু সাফল্য দেখানোর জন্য তিনি অতোটা সময় পাবেন না৷ অপরদিকে বায়ার্নের এক প্রাক্তন কোচ অটমার হিটসফেল্ড আস্থার সঙ্গে বলেছেন, বায়ার্নের সঙ্গে গুয়ার্দিওলার মনোবৃত্তি বেশ ভালো খাপ খাবে৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ