1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমর্থকদের অভিনব প্রতিবাদ

২৯ মার্চ ২০১৪

একের পর এক হারে হতাশায় ডুবছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ আর স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন ডেভিড ময়েস৷ ম্যানইউ ভক্তরা তার পদত্যাগ চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন৷

FC Everton Trainer David Moyes
ছবি: Getty Images

ব্রিটিশ ফুটবলের সবচেয়ে সফল ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন গত মৌসুমে অবসর নেন৷ তাঁর স্থলাভিষিক্ত হয়ে ছয় বছরের জন্য ক্লাবের দায়িত্ব নেন ডেভিড ময়েস৷ কিন্তু ম্যান ইউ এর ক্রমাগত হারের কারণে ভক্তদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি৷

অল্প কিছু সমর্থক ওল্ড ট্র্যাফোর্ড গ্রাউন্ডে ময়েসের প্রতি সমর্থন জানিয়ে একটা ব্যানার টাঙিয়েছে, ‘দ্য চোজেন ওয়ান'৷ অন্যদিকে, ম্যান ইউ-র অন্ধ সমর্থক একটি গ্রুপ অর্থ সংগ্রহ করছে একটি বিমান ভাড়া করার জন্য, যে বিমানে একটি বার্তা লেখা থাকবে, আর তা হল, ‘চোজেন রঙ, ময়েস আউট'৷ অর্থাৎ ‘ভুল নির্বাচন, ময়েসকে সরিয়ে দেয়া হোক'৷ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাশটন ভিলার বিপক্ষে লড়বে রেড ডেভিলরা৷ সেই ম্যাচে এই অভিনব প্রতিবাদের হুমকি দিয়েছেন ম্যান ইউ ভক্তরা৷

স্যার অ্যালেক্স ফার্গুসনছবি: Getty Images/Shaun Botterill/ALLSPORT

তবে অ্যাশটন ভিলার ম্যানেজার পল ল্যামবার্ট বলেছেন, ‘‘ময়েস ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন৷ তাঁর বিরুদ্ধে যা করা হচ্ছে তা মাত্রাতিরিক্ত৷ আমার মনে হয় ময়েসের ম্যান ইউ-র সাথে থাকাই উচিত৷ এটা একটা বড় দায়িত্বের বোঝা, যেটা সামলাতে যে কারো অনেক সময় লাগবে৷ একটি বিমান ভাড়া করে তাঁকে সরিয়ে দেয়ার হুমকি একটু বেশি বাড়াবাড়ি৷''

মঙ্গলবার ম্যানচেস্টার সিটির কাছে নিজেদের মাঠে ম্যান ইউ এর ৩-০ গোলে হার এই মৌসুমে লিগে টানা দশম পরাজয়, যা দলটিকে পৌঁছে দিয়েছে সপ্তম স্থানে৷ মঙ্গলবারের ম্যাচের পর ম্যান ইউ এর ডিফেন্ডার রিও ফার্দিনান্দ বলেন, ‘‘আমরা চাই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী লড়াইটা লড়তে৷''

তবে শুধু ময়েসকে দোষ দেয়া যায় না৷ ম্যান ইউ এর অনেক খেলোয়াড় ইনজুরির কারণে ম্যাচ থেকে বাইরে রয়েছেন৷ ফার্দিনান্দও গত ম্যাচে পিঠে ব্যথা নিয়েই মাঠে নেমেছিলেন৷ অ্যাশটন ভিলার বিপক্ষে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন কিনা তাও অনিশ্চিত৷ এমনকি স্ট্রাইকার রবিন ভ্যানপার্সি গোড়ালিতে ইনজুরির কারণে মে মাসের আগে মাঠে নামতে পারবে না৷ এই মৌসুমে হোম গ্রাউন্ডে ১৫টি ম্যাচের মধ্যে ৬টি জয় পেয়েছে এবং ৬টিতে হেরেছে ম্যান ইউ৷ অন্যদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ২৯টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে অ্যাশটন ভিলা৷

এদিকে শনিবার এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি৷

এপিবি/এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ