1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলআর্জেন্টিনা

ম্যারাডোনা চিকিৎসায় সহযোগিতা করতেন না, বললেন ডাক্তাররা

২৫ এপ্রিল ২০২৫

২০২০ সালে বুয়েনস আইরেসের কাছে নিজের বাড়িতে মাত্র ৬০ বছর বয়েসে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান ডিয়েগো ম্যারাডোনা।

বুয়েনস আইরেসে ম্যারাডোনার ম্যুরাল এবং আর্জেন্টিনার ফুটল পাগল সমর্থকদের ছবি।
ফুটবল-বিশ্বে ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলারের মধ্যে একজন। ছবি: Agustin Marcarian/REUTERS

ফুটবল মাঠের রাজা হলেও রোগী হিসেবে 'অসহযোগী' এবং 'উচ্চ ঝুঁকিপূর্ণ' ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মৃত্যুর আগে তার চিকিৎসাকারী ডাক্তাররা সাক্ষ্য দিতে গিয়ে বৃহস্পতিবার একথা জানান।

দীর্ঘদিন কোকেন এবং মদে আসক্তির সঙ্গে লড়াই করেন তিনি। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচারের পর তার চিকিৎসা চলছিল।

তাকে চিকিৎসারত সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে খুনের সম্ভবনায় আট থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সাক্ষীদের বয়ান

তার মারা যাওয়ার আগে ৩ নভেম্বর ক্লিনিকে ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সেই ক্লিনিকের কার্ডিওলজি বিভাগের প্রধান সেবাস্টিয়ান নানি আদালতকে জানান এই প্রাক্তন ফুটবলার  'উচ্চ ঝুঁকিপূর্ণ' রোগী ছিলেন। মাদক প্রত্যাহারের কারণে তার অতিরিক্ত সেবার প্রয়োজনীয়তা ছিল।

তিনি আরো জানান, নিউরোসার্জেন লিওপোল্ডো লুক এবং মনোবিদ অগাস্টিনা কোসাচভ ম্যারাডোনাকে হাসপাতালের বাইরে রেখে পরিচর্যা করার কথা বলেন। হাসপাতাল এর সঙ্গে একমত ছিল না।

মামলা চলাকালীন ম্যারাডোনার স্ত্রী এবং আরেক ডাক্তারও ফুটবলারকে হাসপাতাল ছেড়ে অন্যত্র চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বাড়িতে না রেখে তাকে নেশামুক্তি কেন্দ্রে রাখা হল না কেন সেই নিয়েও প্রশ্ন ওঠে।

নানি জানান, "হাসপাতাল থেকে ছাড়া পাবার পর ম্যারাডোনার একশ শতাংশ দায়িত্ব বর্তায় লুকের উপর।" শেষ চার বছরে লুক ছিলেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক। কোসাচভের দেওয়া ওষুধ শেষ দিন পর্যন্ত খেয়েছেন এই ফুটবলার।

লুক এবং কোসাচভ ছাড়াও মনোবিদ কার্লোস ডায়াজ, ডাক্তার ন্যান্সি ফ্লোরিনি এবং পেদ্রো দি স্পাইনা, নার্সিং সার্ভিসের কর্ণধার মারিয়ানো পেরনি এবং নার্স রিকার্ড আলমিরনের বিরুদ্ধেও মামলা চলছে।

'সিটি স্ক্যানের জন্য রাজি করাতে বেগ পেতে হয়'

এছাড়াও এদিন আদালতে সাক্ষ্য দেন নিউরোসার্জেন রোডলফো বেনভেনুটি। মৃত্যুর আগে হাসপাতালে থাকাকালীন ম্যারাডোনার সঙ্গে কথা হয়েছিল তার।

বেনভেনুটি জানান, ম্যারাডোনা রোগী হিসেবে চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করতেন না। তিনি বলেন,  "মারাদোনা চিকিৎসার ক্ষেত্রে প্রতিবাদী ছিলেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের আগে সিটি স্ক্যানের জন্য রাজি করাতে বেগ পেতে হয়।"  

সাক্ষীরা বলেন, ডাক্তার লুকের সঙ্গে হাসপাতালের বচসা হয়। লুক সার্জারি রিপোর্টে মিথ্যা বলে লিড সার্জেন হিসেবে তার নাম দাখিল করেন।  

বেনভেনুটি বলেন, যখন ম্যারাডোনার চিকিৎসা বাড়িতে হবে স্থির হয় তখন তার সঙ্গে ফুটবল তারকার বাড়ির লোকের কথা হয়। তিনি আরো জানান প্রয়োজনে লুক ম্যারাডোনাকে চিকিৎসার জন্য রাজি করাবেন এমন কথাও স্থির হয়।

ম্যারাডোনা বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে অনড় ছিলেন বলেও জানান বেনভেনুটি।

তিনি বলেন প্রতিদিন ক্লিনিক থেকে তার বাড়িতে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। তবে ম্যারাডোনার একগুঁয়েমির কারণে তা সপ্তাহে একদিনে এসে দাঁড়ায়।

আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।

এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ