ম্যারাথনে বিশ্বরেকর্ডধারী কেলভিনের দুর্ঘটনায় মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৪
কেনিয়ার প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে কেলভিনের মৃত্যুর কথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, কেলভিনরা গাড়ি করে পশ্চিম কেনিয়ার এলডোরেটে যাচ্ছিলেন। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ কম্যান্ডার পিটার মুলিঙ্গে জানিয়েছেন, ‘‘স্থানীয় সময় বেলা এগারোটা নাগাদ এই দুর্ঘটনা হয়। গাড়িতে তিনজন ছিলেন। কেলভিন ও তার কোচের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তৃতীয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’
কেলভিন গত অক্টোবরে পুরুষদের ম্যারাথনে বিশ্বরেকর্ড করেছিলেন। ২৪ বছর বয়সি এই অ্যাথলিট দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন। এর আগের রেকর্ড ছিল কিপচোগের। তিনি ২০২২ সালে দুই ঘণ্টা এক মিনিট নয় সেকেন্ডে ম্য়ারাথন শেষ করেছিলেন।
এই বছর প্যারিসে সামার অলিম্পিকে কিপটাম ও কিপচোগে দুজনেরই দৌড়ানোর কথা ছিল। মনে করা হচ্ছিল, কেলভিনই প্রথম দুই ঘণ্টার কম সময়ে ম্য়ারাথন শেষ করতে পারবেন।
শোকবার্তা
বস্টন ও লন্ডন ম্যারাথনের পক্ষ থেকে কেলভিনের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।
কেনিয়ার ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘‘কেনিয়া তার এক বিশেষ রত্নকে হারালো। শোকপ্রকাশের কোনো ভাষা নেই।’’ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, ‘‘কেলভিন কিপটাম ছিলেন তারকা। তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ।’’
বিশ্ব অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো বলেছেন, ‘‘আমরা শোকার্ত। কেলভিন ও তার কোচের মৃত্যুতে ক্রীড়াজগতে ভয়ংকর ক্ষতি হলো।’’
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স, এসআইডি)