ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড করলেন কেনিয়ার কেলভিন কিপটাম। শিকাগোতে এই বিশ্বরেকর্ড করেছেন তিনি।
ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড কেলভিন কিপটামের। ছবি: KAMIL KRZACZYNSKI/AFP/Getty Images
বিজ্ঞাপন
আগের রেকর্ডও কেনিয়ার কাছেই ছিল। অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের দখলে ছিল এই রেকর্ড। শিকাগোতে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন শেষ করে নতুন বিশ্বরেকর্ড করলেন কেলভিন।
দ্বিতীয় পর্বে গতি বেশি
কেলভিন জানিয়েছেন, তিনি রেকর্ডের কথা মাথায় রেখে দৌড় শুরু করেননি। পরের দিকে তিনি বুঝতে পারেন, গতি বাড়াতে পারলে তিনি রেকর্ডের কাছে থাকবেন।
জার্মানির রাজধানীতে রোববার মেয়েদের ম্যারাথনে বিশ্বরেকর্ড করেন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা৷ পুরুষ ম্যারাথন জিতেছেন কেনিয়ার ৩৮ বছর বয়সি এলিয়ুড কিপচগে৷
ছবি: Markus Schreiber/AP/picture alliance
বিশ্বরেকর্ড
ইথিওপিয়ার টিগিস্ট আসেফা রোববার বার্লিনে অনুষ্ঠিত মেয়েদের ম্যারাথনে বিশ্বরেকর্ড করেছেন৷ সময় নেন দুই ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ড৷ আগের রেকর্ডটি ছিল দুই ঘণ্টা ১৪ মিনিট ০৪ সেকেন্ড৷ ২০১৯ সালে শিকাগোতে এই রেকর্ডটি করেছিলেন কেনিয়ার ব্রিগিড কোসগেই৷
ছবি: Markus Schreiber/AP/picture alliance
প্রতিক্রিয়া
ম্যারাথন শেষে ২৯ বছর বয়সি আসেফা বলেন, ‘‘আমি ম্যারাথনের বিশ্বরেকর্ড ভাঙতে চেয়েছিলাম৷ কিন্তু এটা যে দুই ঘণ্টা ১২ মিনিটের কম সময়ে হয়ে যাবে তা ভাবিনি৷ আমি খুব খুশি৷’’
ছবি: Markus Schreiber/AP Photo/picture alliance
চতুর্থ নারী হলেন আসেফা
বার্লিনে মেয়েদের ম্যারাথনের বিশ্বরেকর্ড গড়া চতুর্থ নারী হলেন আসেফা৷ ২০০১ সালে জাপানের নাওকো তাকাহাশি শেষবার বার্লিনে বিশ্বরেকর্ড করেছিলেন৷
ছবি: Markus Schreiber/AP/picture alliance
আসেফার পরে যারা
আসেফার চেয়ে প্রায় ছয় মিনিট পরে ম্যারাথন শেষ করেন কেনিয়ার শিলা চেপকিরুই৷ আর তাঞ্জানিয়ার ম্যাগডালেনা শাওরি তৃতীয় হয়েছেন৷ তিনি আসেফার চেয়ে প্রায় সাত মিনিট পেছনে ছিলেন৷
ছবি: Andreas Gora/dpa/picture alliance
৩৮ বছর বয়সে কেরামতি
কেনিয়ার ৩৮ বছর বয়সি এলিয়ুড কিপচগে পুরুষদের ম্যারাথন জিতেছেন৷ সময় নিয়েছেন দুই ঘণ্টা দুই মিনিট ৪২ সেকেন্ড৷ গতবছর বার্লিনে তিনি দুই ঘণ্টা এক মিনিট ০৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করে বিশ্বরেকর্ড করেছিলেন, যা এখনও টিকে আছে৷
ছবি: Andreas Gora/dpa/picture alliance
পাঁচবার সেরা
এ নিয়ে পঞ্চমবার বার্লিন ম্যারাথনে সেরা হলেন কিপচগে৷ দৌ়ড় শেষে তিনি বলেন, ‘‘আমি আবার বিশ্বরেকর্ড করতে চেয়েছিলাম৷ এটা যে হয়নি তা নিয়েই এখন আমাকে সন্তুষ্ট থাকতে হবে৷’’
ছবি: Markus Schreiber/AP/picture alliance
অলিম্পিকেও সেরা
শেষ দুটি অলিম্পিকে সোনা জিতেছেন কিপচগে৷ আগামী বছরের প্যারিস অলিম্পিকেও তিনি সাফল্য ধরে রাখার আশা করছেন৷
ছবি: Naomi Baker/Getty Images
7 ছবি1 | 7
তিনি জানিয়েছেন, ''আমি খুব খুশি। এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। ম্যারাথনে বিশ্বরেকর্ডের কথা ভেবে দৌড় শুরু করিনি।''
শেষপর্বে কেলভিন গতি বাড়ান। তার ফলে তার পক্ষে বিশ্বরেকর্ড করা সম্ভব হয়েছে।