1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যারাথনে বিশ্বরেকর্ড কেলভিন কিপটামের

৯ অক্টোবর ২০২৩

ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড করলেন কেনিয়ার কেলভিন কিপটাম। শিকাগোতে এই বিশ্বরেকর্ড করেছেন তিনি।

ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড কেলভিন কিপটামের।
ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড কেলভিন কিপটামের। ছবি: KAMIL KRZACZYNSKI/AFP/Getty Images

আগের রেকর্ডও কেনিয়ার কাছেই ছিল। অলিম্পিক  চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের দখলে ছিল এই রেকর্ড। শিকাগোতে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন শেষ করে নতুন বিশ্বরেকর্ড করলেন কেলভিন।

দ্বিতীয় পর্বে গতি বেশি

কেলভিন জানিয়েছেন, তিনি রেকর্ডের কথা মাথায় রেখে দৌড় শুরু করেননি। পরের দিকে তিনি বুঝতে পারেন, গতি বাড়াতে পারলে তিনি রেকর্ডের কাছে থাকবেন। 

তিনি জানিয়েছেন, ''আমি খুব খুশি। এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। ম্যারাথনে বিশ্বরেকর্ডের কথা ভেবে দৌড় শুরু করিনি।''

শেষপর্বে কেলভিন গতি বাড়ান। তার ফলে তার পক্ষে বিশ্বরেকর্ড করা সম্ভব হয়েছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ