1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেলই চ্যান্সেলর থাকছেন!

২৪ সেপ্টেম্বর ২০১৭

এক্সিট পোলের প্রাথমিক ফলাফল অনুযায়ী সম্ভবত চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হতে চলেছেন আঙ্গেলা ম্যার্কেল৷ তবে জোট গড়তে তাঁকে একাধিক দলের সমর্থন আদায় করতে হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

Deutschland Bundestagswahl Merkel
ছবি: picture-alliance/Photoshot/B. Roessler

সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ পর্ব শেষ হবার পর এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার প্রথমিক ফলাফল প্রকাশিত হয়েছে৷ সেই তালিকায় প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করেছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির৷ তবে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে এবারেও জোট গঠন করতে হবে৷ কিন্তু ম্যার্কেল-শিবিরের সবচেয়ে সম্ভাব্য সহযোগী উদারপন্থি এফডিপি দল যথেষ্ট আসন না পাওয়ায় সবুজ দলকেও সেই জোটে শামিল করার চেষ্টা করা হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে ম্যার্কেল-এর নেতৃত্বে তিন দলের জোট সরকার গঠিত হতে পারে৷

পূর্বাভাষ অনুযায়ী নির্বাচনি ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করেছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল৷ ম্যার্কেল-এর প্রতিদ্বন্দ্বী মার্টিন শুলৎস দলের জন্য ভোটারদের যথেষ্ট আস্থা অর্জন করতে পারেননি৷ তবে আসনের বিচারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে এসপিডি প্রধান বিরোধী দলের ভূমিকা পেতে পারে৷

অঙ্কের বিচারে দুই বড় দলের মহাজোট সরকার সম্ভব হলেও এসপিডি খুব সম্ভবত সেই পথ বেছে নেবে না৷ দুই দলই ফেডারেল জার্মানির ইতিহাসে অন্যতম খারাপ ফলাফল করেছে৷

যে দলকে ঘিরে সবচেয়ে বেশি উৎকণ্ঠা ছিল, সেই চরম দক্ষিণপন্থি এএফডি দল ৫ শতাংশের বেড়া পেরিয়ে জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ-এ প্রবেশ করতে চলেছে৷ তবে ম্যার্কেল আবার চ্যান্সেলর হলে এবং এসপিডি দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার ফলে এএফডি তৃতীয় বৃহত্তম শক্তি হয়েও প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে না৷

আগামী ২৪শে অক্টোবর নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা৷ সেদিনই স্পিকার নির্বাচন করা হবে৷ এরপর কোয়ালিশন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হলে সেই জোটের সংসদ সদস্যরা আঙ্গেলা ম্যার্কেল-কে নির্বাচিত করবেন৷

এসবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ