1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আড়িপাতার অভিযোগের তদন্ত

৬ জুন ২০১৪

এনএসএ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মোবাইল টেলিফোনে আড়ি পেতে এসেছে – এমন সন্দেহের ভিত্তিতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির ফেডারেল প্রসিকিউটার৷ ফলে জার্মান-মার্কিন সম্পর্কের উপর চাপ পড়তে পারে৷

Bundeskanzlerin Merkel NSA Überwachung Obama
প্রতীকী ছবিছবি: imago/Robert Michael

বিষয়টা এতদিন প্রায় ধামাচাপা ছিল৷ এবার জার্মানির ফেডারেল প্রসিকিউটার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে চলেছেন৷ ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মোবাইল টেলিফোনে আড়িপাতার বিষয়টি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ বিষয়টিকে কেন্দ্র করে জার্মান-মার্কিন সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে৷ ওয়াশিংটন থেকে বিস্তারিত কিছু জানা যায়নি৷ প্রেসিডেন্ট বারাক ওবামা শুধু বলেছেন, বন্ধু দেশের শীর্ষ নেতাদের উপর গুপ্তচরবৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে৷

কিন্তু বিষয়টি এবার আর সরকারি পর্যায়ে সীমাবদ্ধ রইলো না, জার্মানির বিচার বিভাগের হাতে চলে গেল৷ অর্থাৎ তদন্ত সংক্রান্ত খুঁটিনাটি কোনো না কোনো সময়ে প্রকাশ্যে এসে পড়বে৷ এমনকি তদন্তের স্বার্থে মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে থাকা এডওয়ার্ড স্নোডেনকে জেরা করা হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তে পারে – এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ জার্মান সংসদ বুন্ডেসটাগ-এর এক কমিটিও এনএসএ কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত রয়েছে৷ তারাও এডওয়ার্ড স্নোডেনকে জেরা করতে চায়৷

সরকারি কৌঁসুলির এই সিদ্ধান্তের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ওবামা প্রশাসনের কাছে বিষয়টি শুরু থেকেই অস্বস্তিকর ছিল৷ ম্যার্কেল বলেছিলেন, বন্ধুদের মধ্যে গুপ্তচরবৃত্তি গ্রহণযোগ্য নয়৷ তবে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে জার্মানি প্রকাশ্যে কিছু করবে না, এমন একটা প্রত্যাশাও কাজ করছিল৷ এবার ফেডারেল প্রসিকিউটার-এর এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আরও চাপ সৃষ্টি করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ অন্যদিকে জার্মানির বিরোধী পক্ষ এবং জোট সরকারের শরিক সামাজিক গণতন্ত্রী দল শুধু ম্যার্কেলের ফোনে আড়িপাতার ঘটনা নিয়ে সন্তুষ্ট নয়৷ জার্মান নাগরিকদের ফোন, ই-মেল ইত্যাদির উপর ঢালাও আড়িপাতার ঘটনার তদন্তের দাবি করছে তারা৷ প্রায় ২০০ নির্দিষ্ট অভিযোগ জমা পড়া সত্ত্বেও ফেডারেল প্রসিকিউটার জানিয়েছেন, তদন্ত শুরু করার মতো যথেষ্ট প্রমাণ এখনো তাঁর কাছে নেই৷ ম্যার্কেলের মুখপাত্র বলেছেন, বিচার বিভাগের কাজের উপর কোনোরকম হস্তক্ষেপের ক্ষমতা সরকারের নেই৷ ফেডারেল প্রসিকিউটার আইন অনুযায়ী তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন৷

জার্মানিতে তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ ফলে সাধারণ মানুষও এনএসএ কেলেঙ্কারি নিয়ে চিন্তিত৷ যেখানে খোদ চ্যান্সেলর নিরাপদ নন, সেখানে তাদের উপর নজরদারি যে কোন পর্যায়ে পৌঁছেছে, তা বলাই বাহুল্য৷ বিশেষ করে যারা সাবেক পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা সংস্থা ‘স্টাসি'-র নজরদারির শিকার হয়েছেন, তাদের কাছে বিষয়টি আরও স্পর্শকাতর৷

আপাতত তদন্তের ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে সরাসরি দায়ী করা হচ্ছে না৷ কিন্তু তদন্তে অগ্রগতি ঘটলে এনএসএ-র প্রধান বা অন্য কারো বিরুদ্ধে অভিযোগ আনা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ ফেডারেল প্রসিকিউটার জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে চ্যান্সেলর ম্যার্কেলকে জেরা করার কোনো পরিকল্পনা নেই৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ