1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জামাইকা জোট' জার্মানির জন্য মঙ্গলজনক

১৯ অক্টোবর ২০১৭

সিডিইউ-সিএসইউ, এফডিপি ও সবুজ দল মিলে জোট সরকার গঠন সম্পর্কে আলাপ-আলোচনা শুরু হয়েছে৷ ডয়চে ভেলের জেফারসন চেজ-এর মতে তাতে শঙ্কার কিছু নেই; জার্মানির মানুষ যা চেয়েছিলেন, ঠিক তাই পেতে চলেছেন৷

ছবি: picture-alliance/dpa/F. Rumpenhorst

কালো-হলুদ-সবুজ, এই তিনটি হলো জামাইকার জাতীয় পতাকার রঙ৷ জার্মানির রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী তথা খ্রিষ্টীয় সামাজিক দল, উদারপন্থি মুক্ত গণতন্ত্রী দল ও পরিবেশবাদী সবুজ দলের প্রতীকী রঙও যথাক্রমে কালো, হলুদ, সবুজ৷ তাই আপাতত বার্লিনে যে জোট সরকার গঠনের প্রচেষ্টা চলেছে, তার নামকরণ করা হয়েছে ‘জামাইকা জোট'৷

শোনা যাচ্ছে, জার্মানির পক্ষে আপাতত এটাই একমাত্র বাস্তবধর্মী সমাধান৷ তা হতে পারে৷ কিন্তু তাই বলে কিছু খারাপ সমাধান নয়৷ সিডিইউ-সিএসইউ, এফডিপি আর সবুজদের জোট একটা অভিনব মিশ্রণ, যা ফেডারাল পর্যায়ে জার্মান রাজনীতিতে এর আগে কখনো পরখ করা হয়নি৷ কিন্তু এই মিশ্রণ জার্মানিকে রাজনৈতিক সংস্কৃতি ও বাস্তব রাজনীতি, উভয় বিচারেই এগিয়ে নিয়ে যেতে পারে৷  

এ বছরের সংসদীয় নির্বাচনে বহু মানুষ রাজনৈতিক বৈপরীত্য ও বিতর্কের অভাব বোধ করেছেন৷ ২৪শে সেপ্টেম্বরের নির্বাচনে সিডিইউ-সিএসইউ ও এসপিডি দল, উভয়েই প্রচুর ভোট হারায়, যা একটি স্পষ্ট লক্ষণ যে, ভোটাররা আর এই দু'টি বড় দলের জোট দেখতে চাননি৷ অতএব, ম্যার্কেলের রক্ষণশীল দল ও দু'টি ছোট দলের জোটে জনতার ইচ্ছার প্রতিফলন ঘটবে৷ 

জার্মান রাজনীতিতে দক্ষিণ ও বামের মধ্যে ফারাক যে অনেকটা অর্থহীন হয়ে পড়েছে, এই জোট হবে তার প্রমাণ, কেননা, তথাকথিত জামাইকা জোট না দক্ষিণ না বাম, এমনকি অতীতের ‘বৃহৎ জোটের' মতো কট্টর মধ্যমপন্থিও হবে না৷ আদর্শ পরিস্থিতিতে জ্যামাইকা জোট হবে একটি ফোরাম, যেখানে সাবেক রাজনৈতিক বিভেদকে অগ্রাহ্য করে নিত্য নতুন ধারণা উপস্থাপিত হতে পারবে৷

বহুকাল জার্মান রাজনীতিতে ধরেই নেওয়া হতো যে, এফডিপি ও সবুজরা যে শুধু পরস্পরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, শুধু তাই নয়, এই দু'টি দলের ব্যবধান এতই বেশি যে, তাদের পক্ষে একত্রে কাজ করা সম্ভব নয়৷ কিন্তু অর্থনৈতিক বেগবত্তা ও পরিবেশ সুরক্ষা পরস্পরবিরোধী হতে পারে না – হওয়া উচিৎও নয়৷ দীর্ঘমেয়াদে যেসব পরিবেশবাদী উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করবে, তারা সফল হতে পারবে না৷ অপরদিকে যেসব অর্থনৈতিক উদ্যোগ পরিবেশের ক্ষতি করবে, সেগুলো ব্যর্থ হতে বাধ্য৷ অন্যান্য অনেক বিষয়ের মতো এক্ষেত্রেও উভয় দৃষ্টিভঙ্গির মধ্যে ব্যবধান কমলে জার্মানি উপকৃত বৈ অপকৃত হবে না৷

এফডিপি ও সবুজদের সামনে যে চ্যালেঞ্জ, তা শুধু নিজের দলের কট্টর সদস্যদের খুশি রাখার জন্য স্বকীয় বুনিয়াদি কর্মসূচিকে জাহির করা থেকে বিরত থাকাই নয়; বরং নিজেদের ধ্যানধারণাকে সর্বসাধারণের মঙ্গলের জন্য খাপ খাইয়ে নেওয়া ও একযোগে কাজ করা৷ পপুলিস্ট বক্তারা প্রায়ই প্রতিষ্ঠিত দলগুলির সমালোচনা করে থাকেন যে, তারা শুধু কোনো গোষ্ঠীর সঙ্কীর্ণ স্বার্থের প্রতিনিধিত্ব করে৷ জামাইকা জোট সেই সমালোচনা ভুল প্রমাণ করার সুযোগ এনে দেবে৷

জেফারসন চেজ, ডয়চে ভেলে

আর ম্যার্কেল ও তাঁর রক্ষণশীলদের কাজ কী হবে? ভোটের দিন সন্ধ্যায় পরাজিত এসপিডি প্রার্থী মার্টিন শুলৎস চ্যান্সেলর ম্যার্কেলের বিরুদ্ধে ভ্যাকুয়াম ক্লিনারের মতো অপরের আইডিয়াগুলো শুষে নেওয়ার অভিযোগ করেন৷ শুলৎস সেটা নেতিবাচক অর্থেই বলেছিলেন, কিন্তু ম্যার্কেলের সবচেয়ে বড় গুণ হলো এই যে, তিনি মতাদর্শ বাদ দিয়ে বাস্তব সমাধানের সন্ধান করতে পারেন৷ একাধিক ভিন্ন প্রকৃতি ও মতাদর্শের দলের ধ্যনধারণা নিয়ে পরীক্ষা চালানোর ল্যাবরেটরির মতো জোট সরকারে নেতৃত্বদানের জন্য ম্যার্কেল হলেন আদর্শ কর্ণধার৷

জামাইকা জোটের আরেকটি সুবিধা এই যে, এসপিডি দল বৃহত্তম বিরোধী দলের ভূমিকা নেবে৷ সামাজিক গণতন্ত্রী দল পুনরুজ্জীবিত হলে জার্মান গণতন্ত্রলাভবান হবে, কেননা, ম্যার্কেলের নেতৃত্বাধীনে দু'-দু'টি ‘বৃহৎ জোটে' অংশগ্রহণের ফলে এসপিডি দলের ভাবমূর্তি অনেকটা ম্লান হয়ে পড়েছে ও দল তার সাবেক জনপ্রিয়তা হারিয়েছে৷

এসিপিডি মুখ্য বিরোধী দল হওয়ার অর্থ উগ্র দক্ষিণপন্থি পপুলিস্ট এফডিপি দল সংসদে সেই ভূমিকা নিতে পারবে না৷ অর্থাৎ ‘জার্মানির জন্য বিকল্প' একটি প্রতিবাদের দলই থাকবে, যাদের অনেক সমর্থক শুধুমাত্র বিদ্বেষের উপর নির্ভর করে রাজনীতি করেন ও একটি আধুনিক, বৈচিত্র্যপূর্ণ গণতান্ত্রিক সমাজ, তথা সরকারের আদানপ্রদানের সংস্কৃতি সম্পর্কে বিশেষ ধারণা রাখেন না৷

‘বৃহৎ জোটের' সরকার গত চার বছরে যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে শাসনকাজ চালাতে পেরেছেন, জামাইকা জোটের পক্ষে তা সম্ভব হবে না, কিন্তু আমার মতে, সেটাই হবে তার মূল সুবিধা৷ পরস্পরের ঠোকাঠুকি থেকে যদি নতুন নতুন সৃজনশীল ধারণা জন্ম নেয়, তাহলে ২০১৭ সালের সংসদীয় নির্বাচনের পর জার্মানিতে সরকার গঠনের একমাত্র বাস্তবধর্মী বিকল্প অবস্থা বিশেষে শ্রেষ্ঠ বিকল্প হয়ে দাঁড়াতে পারে৷ 

জেফারসন চেজ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ