জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ায় ম্যার্কেলের দল সিডিইউ ও জোটসঙ্গী এসপিডি দলের সমালোচনা করেন তিনি৷
১৮ মে আপলোড করা ৫৫ মিনিটের ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়৷ জার্মান ভাষার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় এক কোটি ৩৭ লাখ বার৷ উল্লেখ্য, জার্মানিতে রবিবার (২৬ মে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷
ইউরোপীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ম্যার্কেলের দল সিডিইউর ভোট গতবারের চেয়ে সাত শতাংশ কমে গেছে৷ এছাড়া ফল বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে, দলটি তরুণদের ভোট হারিয়েছে এবং ভোট দেয়ার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটি উল্লেখযোগ্য ইস্যু ছিল৷
রবিবার নির্বাচনের ফল ঘোষণার পরদিন সোমবার ম্যার্কেলের উত্তরসূরি ও সিডিইউ-র বর্তমান প্রধান আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার নির্বাচনের আগে অনলাইনে মত প্রকাশের ক্ষেত্রে নীতিমালা করা যায় কিনা, তা নিয়ে বিতর্কের প্রস্তাব করেন৷
তাঁর এই বক্তব্য বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছেন অনেকে৷ এছাড়া ‘আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর কোনো সেন্সরশিপ নয় মিসেস ক্রাম্প-কারেনবাউয়ার’ শীর্ষক একটি অনলাইন পিটিশনও শুরু হয়েছে৷ বৃহস্পতিবার জার্মান সময় দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ৭০ হাজার জন এতে স্বাক্ষর করেছেন৷
এদিকে, বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭২ শতাংশ জার্মান ক্রাম্প-কারেনবাউয়ারকে চ্যান্সেলর পদের উপযুক্ত মনে করেন না৷
অবশ্য চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ দলের অন্যান্য সহকর্মীদের সমর্থন পাচ্ছেন ক্রাম্প-কারেনবাউয়ার৷ তিনি বলেন, ‘‘আমি সিডিইউতে যাঁদের চিনি তাঁরা সবাই মৌলিক অধিকার হিসেবে বাকস্বাধীনতা সমর্থন করেন৷''
জেডএইচ/এসিবি (ডিপিএ)
গত বছরের ৮ অক্টোবরের ছবিঘরটি দেখুন...
ইউটিউবে তাঁর একের পর এক ভিডিও হিট৷ কখনো মিউজিক ভিডিও, কখনো আইটেম সং, কখনো রিমেক৷ নোরা ফাতেহির ‘বেলি ড্যান্স’ দেখতে আগ্রহীর শেষ নেই৷ কে এই নর্তকী?
ছবি: Getty Images/AFP/STRINGERএকবাক্যে নোরার পরিচয়: তিনি ক্যানাডায় জন্ম নেয়া মরক্কান বংশোদ্ভূত নর্তকী, মডেল এবং অভিনেত্রী৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় চলচ্চিত্রে তাহলে তাঁর আগমন কিভাবে? হিন্দি ভাষা শিখেছেন কোথায়? তাঁর মা তৃতীয় প্রজন্মের ভারতীয়৷ আর শুধু হিন্দি নয়, ইংরেজি, ফরাসি আর আরবি ভাষাও জানেন ছাব্বিশ বছর বয়সি এই ইউটিউব সেনসেশন৷
ছবি: Getty Images/AFP/S. Jaiswalভারতীয় চলচ্চিত্রে নোরার আগমন ‘রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবনস’ ছবির মাধ্যমে৷ তবে এই ছবি তাঁকে জনপ্রিয়তা অর্জনে তেমন একটা সহায়তা করতে পারেনি৷ বরং টলিউডের বেশকিছু ছবিতে আইটেম সংয়ে অংশ নিয়ে ভারতে দ্রুত পরিচিতি লাভ করেন তিনি৷ ‘কিক’ এবং ‘বাহুবলি’র মতো বড় বাজেটের ছবিতেও ইতোমধ্যে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাঁর৷
ছবি: picture-alliance/Everett Collection/Birch Tree Entertainmentভারতীয়দের নজর কাড়তে ইন্সটাগ্রামকে বেছে নিয়েছেন নোরা৷ সেখানে তাঁর অনুসারীর সংখ্যা ত্রিশ লাখের মতো, আর এই সংখ্যা দ্রুতই বাড়ছে৷ তবে নোরার ‘বেলি ড্যান্স’ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে ইউটিউবে৷ সাইটটিতে প্রকাশিত তাঁর যে কোনো গান প্রথম চব্বিশ ঘণ্টাতেই দর্শকের সংখ্যা কয়েক মিলিয়ন ছাড়িয়ে যায়৷ ‘দিলবার’-এর রিমেক তৈরি করেছেন তিনি, যা ইন্টারনেটে ইতোমধ্যে প্রায় এক বিলিয়ন বার প্রদর্শিত হয়েছে৷
ছবি: Getty Images/AFP/STRINGERবলিউড তারকা সালমান খানের বিশেষ ভক্ত নোরা ফাতেহি৷ শুধুমাত্র তাঁর জন্যই নাকি ‘বিগবস নাইন’ রিয়েলেটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি৷ আর ‘ভারত’ ছবিতে সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলেও ঘোষণা দিয়েছেন এই ক্যানাডিয়ান-মরক্কান ড্যান্সার৷
ছবি: imago/Hindustan Timesআপাতত ভারতের মূলধারার চলচ্চিত্র অঙ্গনেই নিজের ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর নোরা ফাতেহি৷ আইটেম গান আর রিমেকের পাশাপাশি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি৷ ‘মাই বার্থডে সং’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি৷ ভারতে বিদেশি অভিনেত্রীদের সম্পর্কে ‘প্রচলিত ধ্যানধারনায়’ পরিবর্তন আনতে চান নোরা৷ এটাই নাকি তাঁর মিশন!
ছবি: Getty Images/AFP/STRDEL