1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিরুদ্ধে ম্যার্কেলের দাদা!

রোজালিয়া রোমানিক/জেডএইচ১ এপ্রিল ২০১৩

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দাদা লুডভিশ কাজমিয়ারচাক প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ডের হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করেছেন৷

ছবি: picture-alliance/dpa

পোল্যান্ডের সর্বাধিক প্রচারিত সংবাদপত্র গাজেটা ভাইব্রোৎসা বলছে, জার্মান চ্যান্সেলরের দাদা পোল্যান্ডের নাগরিক ছিলেন এবং সম্ভবত, পোলিশ সেনা হিসেবে ১৯১৮ সালে জার্মানির বিরুদ্ধে লড়েছেন৷

প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি, রাশিয়া ও অস্ট্রিয়ার দখলে ছিল পোল্যান্ড৷ তাই পোলিশরা ফ্রান্সের সহায়তায় তাদের স্বাধীনতা ফিরে পেতে যুদ্ধ করেছিল৷

ম্যার্কেলের ফুফাতো ভাই সিগমুন্ট রিচলিস্কিছবি: picture-alliance/dpa

ইতিহাস

ম্যার্কেলের দাদার জন্ম পোল্যান্ডের পোজনান শহরে৷ সেখানে এখন থাকেন ম্যার্কেলের ফুফাতো ভাই সিগমুন্ট রিচলিস্কি৷ মার্চ মাসের মাঝামাঝি যখন রিচলিস্কি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারেন যে, বিয়ের আগে ম্যার্কেলের নাম ছিল ‘কাজনার' তখন তিনি কয়েকটি বিষয়ের মধ্যে যোগসূত্র স্থাপনের চেষ্টা করেন৷ যেমন তিনি ম্যার্কেলের বাবা হর্স্ট কাজনারের চিঠি ও পারিবারিক কয়েকটি ছবি বের করেন৷ একটি ছবিতে ম্যার্কেলের দাদাকে ইউনিফর্ম পরা অবস্থায় দেখা যাচ্ছে৷ এ থেকে পোলিশ ইতিহাসবিদরা নিশ্চিত হন যে, ম্যার্কেলের দাদা পোলিশ সেনাবাহিনীর সদস্য হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে লড়েছেন৷ ছবিটা যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর ১৯১৯ সালের বসন্তে তোলা বলে ধারণা করা হয়৷ সেসময় ম্যার্কেলের দাদা কেবলই যুদ্ধ শেষ করে ম্যার্কেলের দাদিকে নিয়ে পোজনানে ফিরেছেন৷ ম্যার্কেলের দাদি ছিলেন মার্গারেটে, যিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন৷ এরপর ম্যার্কেলের দাদা-দাদি বার্লিনে চলে যান এবং কাজমিয়ারচাক নাম বদলে কাজনার নাম নেন৷

ম্যার্কেলের দাদা-দাদির কাছে বাবা হর্স্ট কাজনারছবি: picture-alliance/dpa

যোগাযোগ ছিলই

রিচলিস্কি বলেন ম্যার্কেলের দাদা-দাদি বার্লিনে চলে গেলেও পোল্যান্ডের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন৷ তিনি বলেন, ১৯৪৩ সালে যখন তাঁর মা মারা যান তখন ম্যার্কেলের দাদা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পোজনানে গিয়েছিলেন৷

গর্ব অনুভব

রিচলিস্কি বলেন, ম্যার্কেলের সঙ্গে এমন পরিচয়ের কথা জেনে তিনি গর্বিত৷ তাই বলে ম্যার্কেলের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানান৷ কারণ তাঁর মতে, এর চেয়েও গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে ম্যার্কেলের৷ তবে ম্যার্কেল বা তাঁর ভাই বা বোন যদি ভবিষ্যতে পোজনানে আসতে চান, তাহলে তাদের স্বাগত জানানো হবে বলে জানান রিচলিস্কি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ