1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেলের মন জয়...

২৭ ফেব্রুয়ারি ২০১৪

ইউরোপীয় ইউনিয়ন সংস্কারে সমর্থন পেতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মন জয়ের চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তবে ম্যার্কেল ব্রিটেনের কিছু দাবির প্রতি সহানুভূতিশীল হলেও ইউরোজোন এক রাখতে অনড়৷

ছবি: Bertrand Langlois/AFP/Getty Images

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বৃহস্পতিবারের ব্রিটেন সফর আলাদা গুরুত্ব পাচ্ছে৷ ব্রিটেনের সংসদের উভয় কক্ষে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হয়েছে তাঁকে৷ ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো জার্মান রাষ্ট্রপ্রধান এই সুযোগ পেলেন৷

ম্যার্কেলের কাছে ব্রিটেনের প্রত্যাশা অনেক৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জার্মানিকে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংস্কার উদ্যোগ'-এ তাঁর দেশের ‘গুরুত্বপূর্ণ সঙ্গী' হিসেবে উল্লেখ করেছেন৷ জার্মানির অর্থনৈতিক শক্তি এবং ইউরোজোনে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থানের কথাও স্বীকার করেন হেগ৷ এসব কারণেই ইউরো সংস্কারে জার্মানিকে পাশে চায় ব্রিটেন

ইউরো চুক্তি সংস্কারের দাবিতে শুরু হওয়া ‘ফ্রেশ স্টার্ট' ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা, রক্ষণশীল আইনপ্রণেতা আন্দ্রেয়া লিডসম মনে করেন, বিভিন্ন ইস্যুতে ব্রিটেন এবং জার্মানির অবস্থান একই রকম৷ তাই ম্যার্কেলের এই ব্রিটেন সফর ইউরো সংস্কার পরিকল্পনাকে এগিয়ে নিতে সহায়তা করবে৷

বামে ব্রিটিশ আর ডানে জার্মান পররাষ্ট্রমন্ত্রীছবি: Reuters

ইতোমধ্যে ২৮ সদস্যের জোট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছেন ক্যামেরন৷ আগামী বছর আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এই বিষয়ে গণভোট আয়োজনের কথাও বলেছেন তিনি৷ ইইউর সঙ্গে সম্পর্কের ইস্যুতে নিজের দলের মধ্যেই প্রচণ্ড চাপে আছেন ক্যামেরন৷ পাশাপাশি ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকেও তাঁর উপর চাপ দেয়া হচ্ছে৷ ধারণা করা হচ্ছে, মে মাসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে ব্রিটেনের অধিকাংশ আসনই জয় করবে এই দল৷

বার্লিন অবশ্য ব্রিটেনের প্রত্যাশা পূরণের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না৷ ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন সিবার্ট জানিয়েছেন, জার্মানি তার নীতি নিয়ে সকল ইউরোপীয় সঙ্গীর সঙ্গে আলোচনায় প্রস্তুত আছে৷

ব্রিটেনের কিছু দাবির প্রতি সহানুভূতিশীল ম্যার্কেল৷ পাশাপাশি তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন, ইউরোজোনকে একসঙ্গে রাখার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে জার্মানি৷ বর্তমান জোট সরকারে ম্যার্কেলের সঙ্গী সামাজিক গণতন্ত্রী দল এসপিডিও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রয়েছে৷

চলতি মাসের শুরুর দিকে ব্রিটেন সফরকালে এসপিডি'র রাজনীতিবিদ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার জানান, ব্রিটেন এবং জার্মানি একই ধরনের চিন্তা করছে এমন বলাটা অতিরঞ্জিত হবে৷ এভাবে ভাবাটা ঠিক নয়৷

এআই/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ