1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল আবার গেলেন আংকারায়

৮ ফেব্রুয়ারি ২০১৬

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তুরস্ক গেছেন উদ্বাস্তু সংকট নিয়ে আলাপ-আলোচনার জন্য৷ বিশেষ করে আলেপ্পোয় যুদ্ধের ফলে হাজার হাজার ঘরছাড়া মানুষ এখন তুরস্ক সীমান্তে জমায়েত৷

Türkei Ankara Treffen zur Flüchtlingskrise Merkel und Davutoglu
ছবি: Getty Images/AFP/A. Altan

রবিবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ-এর সঙ্গে ম্যার্কেলের সাক্ষাতের পর উভয়েই উদ্বাস্তু সংকটের একটি ইউরোপীয় সমাধানের উপর জোর দেন৷

তার পর পরই ম্যার্কেল আবার গেলেন তুরস্কে, কেননা ম্যার্কেলের ‘ইউরোপীয় সমাধানের' একটি গুরত্বপূর্ণ অঙ্গ হলো এই দেশটি৷ গত অক্টোবর মাসেই ম্যার্কেল তুরস্কে গিয়েছিলেন৷ মন্ত্রী পর্যায়ে জার্মান-তুর্কি সরকারি আলাপ-আলোচনাও সম্পন্ন হয়েছে মাত্র মাসখানেক হলো৷ গত নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তিনশ' কোটি ইউরো পাবে উদ্বাস্তু ত্রাণ খাতে – পরিবর্তে তুরস্ক ইউরোপের বহির্সীমান্ত রক্ষায় সাহায্য করবে৷

ম্যার্কেলকে আংকারায় গার্ড অফ হনার দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু৷ দ্বিপ্রহরে ম্যার্কেল তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান-এর সঙ্গেও মিলিত হচ্ছেন৷

তুরস্কে ইতিমধ্যেই প্রায় সাতাশ লাখ সিরীয় উদ্বাস্তু অবস্থান করছে – অপরদিকে আলেপ্পোয় সরকারি সেনাদলের সাম্প্রতিক অভিযানের ফলে ৩৫ হাজারের বেশি উদ্বাস্তু এখন তুরস্ক সীমান্তে এসে জমা হয়েছে৷ এই নতুন স্রোতের মুখে তুরস্ক তার সীমান্ত সাময়িকভাবে বন্ধ করেছে, কিন্তু উদ্বাস্তুদের জন্য ত্রাণ পাঠাচ্ছে৷ ম্যার্কেল দৃশ্যত তুর্কি নেতৃত্বকে সীমান্ত খোলা রাখতে অনুরোধ করবেন – কিন্তু কোন সীমান্ত? যা নিয়ে টুইটারে ঠাট্টা চলেছে৷ অ্যান্ড্রু স্ট্র্যোলাইনের ভাষ্যে ম্যার্কেল আংকারাকে বলছেন, ‘সীমান্ত খুলে দাও! না, দাঁড়াও, ঐ সীমান্ত নয়৷ বরং অন্যটা...৷'

জার্মানিতেও সকলে যে ম্যার্কেলের এই নতুন তুরস্ক যাত্রায় সুখি, এমন নয়৷ ইউরোপীয় পর্যায়ে জার্মান উদারপন্থিদের নেতৃস্থানীয় রাজনীতিক আলেক্সান্ডার গ্রাফ লাম্সডর্ফ এই সফরকে অপ্রয়োজনীয় বলে চিহ্নিত করেছেন, এবং জার্মান সরকারের কাছ থেকে একটি ‘‘সংগঠিত উদ্বাস্তু নীতি'' দাবি করেছেন৷ এমনকি জার্মানির তুর্কি সমিতিও ম্যার্কেলকে তাঁর এই সফরে তুরস্কে মানবাধিকারের প্রসঙ্গটি উত্থাপন করতে বলেছে৷

‘গোলাপি সোমবারে' জার্মানির মানুষ কার্নিভাল নিয়ে মত্ত হলেও, তারাও উদ্বাস্তু সমস্যাকে ভুলে যাননি৷ কার্নিভালের এই ফ্লোটটিতে যেরকম লেখা রয়েছে: ‘তুমি কি আমাদের বোকা পেয়েছো? পিপে যে ছাপিয়ে উঠল! ‘‘আমরা পারব'', ও বাজে কথা, হে উকারমার্কের মেয়ে' – অর্থাৎ ম্যার্কেল

এসি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ