1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে মিশ্র প্রতিক্রিয়া

২৫ সেপ্টেম্বর ২০১৩

ইউরো সংকটের প্রেক্ষাপটে জার্মানির নির্বাচনের গুরুত্ব শুধু জার্মানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না৷গোটা ইউরোপ তাকিয়ে ছিল ফলাফলের দিকে৷ আঙ্গেলা ম্যার্কেল আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরছেন৷ ফলে ইউরোপে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷

Wahlsiegerin Angela Merkel dominiert die Titelseiten von deutschen Tageszeitungen am 23.09.2013 in Berlin, einen Tag nach der Bundestagswahl. Foto: Maja Hitij/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

এতকাল ম্যার্কেল-এর সরকার ইউরো এলাকার দুর্বল দেশগুলিকে অনেক অপ্রিয় সংস্কার ও সরকারি ব্যয় সংকোচন কর্মসূচি চালাতে কার্যত বাধ্য করেছে৷ নির্বাচনে জয়ের পর ম্যার্কেল আবার বলেছেন, সংকটগ্রস্ত দেশগুলিকে দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠে প্রতিযোগিতার বাজারে ফিরতে হবে৷ অন্যদিকে অনেক পর্যবেক্ষক মনে করছেন, ম্যার্কেল-এর নেতৃত্বে আগামী সরকার আরও সহানুভূতির সঙ্গে এই সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করার বিষয়ে মনোযোগ দেবে৷ এতকাল তাঁর জোটসঙ্গী উদারপন্থি এফডিপি দল যে সব বাধা সৃষ্টি করে আসছিল, ভবিষ্যতে দুই সম্ভাব্য জোটসঙ্গীর মধ্যে কোনো দলই সে পথে যাবে না৷ কারণ সামাজিক গণতন্ত্রী ও সবুজ দল ইউরোপের সংকটগ্রস্ত দেশগুলির সাধারণ মানুষের কল্যাণে আরও পদক্ষেপ নেবার পক্ষে৷ ফলে চ্যান্সেলর হিসেবে ম্যার্কেল-এর তৃতীয় কার্যকাল ইউরো এলাকার দুর্বল দেশগুলির উপর চাপ কিছুটা হলেও কমাবে বলে মনে করছে একটি মহল৷

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক – ইসিবির প্রধান মারিও দ্রাগি ইউরো এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু কড়া কথা শুনিয়েছেন৷ তিনি বলেছেন, ইউরো এলাকা মন্দা কাটিয়ে প্রবৃদ্ধির পথে ফিরছে বটে, কিন্তু এখনো বেশ কিছু চ্যালেঞ্জ থেকে গেছে৷ চরম বেকারত্ব কাটছে না, আর্থিক স্থিতিশীলতার ঝুঁকিও রয়ে গেছে৷ ফলে মন্দা কাটলেও তা কতটা স্থায়ী হবে, তা এখনই বলা কঠিন৷ ছোট ও মাঝারি মাপের সংস্থাগুলি বাজার থেকে এখনো সহজে ঋণ পাচ্ছে না৷ দ্রাগি অবশ্য আশ্বাস দিয়েছেন, যে এই সব সমস্যার মোকাবিলার ক্ষেত্রে ইসিবি যা করণীয় অবশ্যই করবে৷ ব্যাংকগুলির কাছে যাতে যথেষ্ট অর্থ থাকে, তার জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে প্রস্তুত ইসিবি, বলেন দ্রাগি৷

বলা বাহুল্য, রবিবার জার্মানির সাধারণ নির্বাচনের দিকেই তাকিয়ে ছিল ইউরোপের পুঁজিবাজার৷ সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা থাকলেও ম্যার্কেল চ্যান্সেলর থেকে যাবেন, এমনটা স্পষ্ট হয়ে উঠেছে, যেটি বাজারের কাছে ইতিবাচক খবর৷ তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বাজারে সুদের হার বাড়ার বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করায় সোমবার ইউরোর বিনিময় মূল্য কিছুটা পড়ে গেছে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেড'-এর স্পষ্ট নীতির অভাবের ফলেও বাজার অশান্ত হয়ে উঠেছিল৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ