1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল-মন্টি বৈঠক

৫ জুলাই ২০১২

ইউরো অঞ্চলের ঋণ সংকট কাটিয়ে ইউরোপীয় দেশসমূহের অর্থনৈতিক ভিত্তিকে আরো শক্তিশালী করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জার্মানি ও তার প্রতিবেশীরা৷ এর অংশ হিসেবে ইটালির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন আঙ্গেলা ম্যার্কেল৷

ছবি: AP

জার্মান চ্যান্সেলর ম্যার্কেল এবং ইটালীয় নেতা মন্টি বুধবার দ্বিপাক্ষিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানালেন দুই দেশের মধ্যে নিবিড় সম্পর্কের কথা৷ এছাড়া ইটালির ঋণ সংকট কাটাতে সংস্কার কর্মসূচি নিয়েও দুই নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে রোমের ঐতিহাসিক ভবন ভিলা মাদামা'য়৷ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দুই নেতা তাঁদের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক আলোচনার বিষয়সমূহ তুলে ধরেন৷ মন্টি বলেন, ‘‘তাঁর সরকার শীঘ্রই প্রবৃদ্ধির চাকা ঘোরাতে বাজেট ঘাটতি হ্রাস, অর্থনৈতিক শৃঙ্খলা এবং কাঠামোগত সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ৷''

রোমে ম্যার্কেল ও মন্টিছবি: AP

ইটালির ঋণের বোঝা লাঘব করতে এবং সরকারের বাজেট ঘাটতি হ্রাসের লক্ষ্য পূরণে গত বছর সরকারি খাতে কাটছাঁট করে এবং কর বৃদ্ধি করে মন্টি প্রশাসন৷ তবে তা যথেষ্ট না হলেও তাতে ইতিবাচক ফল পাওয়া গেছে৷ তাই শীঘ্রই আরেক দফা সরকারি খাতে খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মন্টি৷

এছাড়া ইটালীয় নেতা মন্টি জানান, দেশের ঋণ সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বেলআউট চাইবে না তাঁর সরকার৷ তাঁর সরকারের বাজেট ঘাটতি হ্রাসের পথে আশার কথাও শুনিয়েছেন মারিও মন্টি৷ তিনি বলেন, ‘‘চলতি বছরে ইটালির বাজেট ঘাটতি দেশটির গড় জাতীয় উৎপাদন তথা জিডিপি'র দুই শতাংশতে দাঁড়াবে, যা ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া বাজেট ঘাটতি সীমার প্রায় অর্ধেক৷'' আর পরের বছর কাঠামোগত পরিভাষায় প্রবৃদ্ধি ঘটবে বলে আশার বাণী শোনান মন্টি৷ তবে এর আগে ইটালির চলতি বছরে বাজেট ঘাটতি ১.৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছিল মন্টি সরকার৷ সেই হিসাবে এখন দুই শতাংশ ঘাটতির বিষয়টিকে নেতিবাচক হিসেবেই বিবেচনা করা হচ্ছে৷ অবশ্য ২০১১ সালে তাদের বাজেট ঘাটতি ছিল ৩.৯ শতাংশ৷

সংকট উত্তরণের ইটালির পক্ষ থেকে গৃহীত পদক্ষেপের সন্তোষ প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তাঁর ভাষায়, ‘‘আমাদের ৬০ শতাংশ রপ্তানি পণ্য যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশসমূহে৷ আর ৪০ শতাংশ রপ্তানি হয় ইউরো অঞ্চলের দেশগুলোতে৷ এর অর্থ হলো, আমাদের নিজেদের স্বার্থেই ইউরোপের সব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন৷ কারণ তা নাহলে জার্মানিও সমৃদ্ধি অব্যাহত রাখতে পারবে না৷''

এএইচ / ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ