1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল-মাক্রোঁর প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ

২০ মে ২০২০

ইইউ সদস্য দেশগুলির মধ্যে ঋণের বোঝা বণ্টনের প্রশ্নে বিভাজন প্রকট হয়ে উঠছে৷ করোনা সংকটের জের ধরে অর্থনীতি চাঙ্গা করার প্রস্তাবের বিকল্প পেশ করতে চলেছে চারটি দেশ৷ ফলে ফ্রান্স ও জার্মানি কোণঠাসা হয়ে পড়ছে৷

ছবি: Reuters/Bundesregierung/S. Steins

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ করোনা সংকটের মুখে ইউরোপের অর্থনীতি চাঙ্গা করতে সোমবার এক যৌথ উদ্যোগ শুরু করেছেন৷ অতীতের মতপার্থক্য ভুলে তাঁরা ইইউ কমিশনের মাধ্যমে পাঁচ লাখ কোটি ইউরোর ঋণ গ্রহণের প্রস্তাব রেখেছেন৷ ইইউ বাজেটের মাধ্যমেই সেই অর্থ অনুদান হিসেবে বিতরণ করা হবে৷ এমন আপোশের ফলে বিশেষ করে ইউরোপের দক্ষিণের সংকটে জর্জরিত দেশগুলি আশার আলো দেখলেও উত্তরের অনেক দেশ ঋণের বোঝা ভাগ করে নেওয়ার বিরোধিতা করে চলেছে৷ এবার এই গোষ্ঠী একটি পাল্টা প্রস্তাব পেশ করতে চলেছে৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস মঙ্গলবার জানিয়েছেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে তাঁর দেশও ইইউ সদস্য রাষ্ট্রগুলির ঋণের বোঝা ভাগ করে নেবার বিষয়ে গভীর সংশয় প্রকাশ করছে৷ সংকটের ফলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি সংহতি দেখানোর প্রশ্নে একমত হলেও এই গোষ্ঠী অনুদানের বদলে ঋণ দেবার পক্ষে৷ কুয়র্ৎস বলেন, এই চারটি দেশের শীর্ষ নেতা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে বিকল্প প্রস্তাব পেশ করতে চলেছেন৷ তাঁর মতে, ঋণের বোঝা ভাগ না করেও ইউরোপের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব৷

শেষ পর্যন্ত ঐকমত্যের ভিত্তিতেই ইইউ দেশগুলিকে অর্থনীতি চাঙ্গা করার কর্মসূচি স্থির করতে হবে৷ হয় দুই শিবিরের প্রস্তাবের মধ্যে একটিকে ঘিরে সমর্থন দানা বাঁধবে, অথবা দুইয়ের সমন্বয়ে একটি আপোশ প্রস্তাবকে ঘিরে মতৈক্য তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সব দেশ রাজি হলে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনে বিষয়টি চূড়ান্ত হবে৷ ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল-কে সেই অসাধ্যসাধন করতে হবে৷ উল্লেখ্য, আগামী ২৭শে মে ইইউ কমিশন আনুষ্ঠানিকভাবে করোনা সংকট-পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা পেশ করতে চলেছে৷ তারপর জুন মাসে ইইউ নেতারা বিষয়টি চূড়ান্ত করতে সদস্য দেশের জাতীয় সংসদগুলিকেও সেই প্রস্তাব অনুমোদন করতে হবে৷ ফলে আরও জটিলতা ও বিলম্বের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

শুধু করনো সংকটের কারণেই নয়, দীর্ঘমেয়াদী ইইউ বাজেট নিয়ে ঐকমত্যের পথেও দুই শিবিরের মধ্যে সংঘাত চালু রয়েছে৷ ইটালি ও স্পেনের মতো ঋণভারে জর্জরিত দেশ সংহতির দাবি করে এলেও অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশ নীতিগতভাবে ঋণের বোঝা বণ্টনের ঘোর বিরোধী৷ জার্মানিও এতকাল সেই শিবিরকে শক্তিশালী করে রেখেছিল৷ ফ্রান্সের সঙ্গে মিলে আঙ্গেলা ম্যার্কেল সরকার এখন কিছুটা সুর নরম করেছে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ