1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেল-মাক্রোঁ রাজি, কী করবে কাজি?

১৯ মে ২০২০

করোনা সংকটের ফলে ইউরোপের বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে জার্মান ও ফ্রান্স বিশেষ তহবিলের প্রস্তাব দিলেন৷ বাকি ইইউ দেশগুলি এমন সমাধানসূত্র মেনে নেবে কিনা, সে বিষয়ে সংশয় দেখা যাচ্ছে৷

ছবি: Reuters/K. Nietfeld

ইউরোপের চালিকা শক্তি বলে পরিচিত দুই দেশ – ফ্রান্স ও জার্মানির মধ্যে বেশ কিছুকাল ধরে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছিল৷ ফ্রান্সের ‘উচ্চাকাঙ্ক্ষী’ প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও জার্মানির ‘সতর্ক’ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ইউরোপ সংক্রান্ত অনেক প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়ে চলেছিলেন৷ ব্রেক্সিটের পরেও সেই যৌথ নেতৃত্ব যথেষ্ট দুর্বল থেকে গেছে৷ এবার করোনা সংকট দুই নেতাকে আবার পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে৷ করোনা সংকটের ফলে ইউরোপে ভয়ঙ্কর মন্দার পূর্বাভাষের মুখে তাঁরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চাইছেন৷

সোমবার ম্যার্কেল ও মাক্রোঁ এক ভিডিও কনফারেন্সের পর ইউরোপের অর্থনীতি আবার চাঙ্গা করতে তুলতে ইইউ-র উদ্দেশ্যে পাঁচ লাখ কোটি ইউরো অঙ্কের এক তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন৷ উল্লেখ্য, এতদিন তাঁদের মধ্যে এ বিষয়ে প্রবল মতপার্থক্য ছিল৷ মাক্রোঁ ইউরোপীয় স্তরে সব সদস্য দেশের জন্য এমন সহায়তার প্রস্তাব দিলেও ম্যার্কেল ঋণের দায় ভাগ করার আশঙ্কায় সেই ডাকে সাড়া দেন নি৷ নামে ‘করোনা বন্ড’ না হলেও এবার আর্থিক বাজার থেকে ইইউ-র নামে সেই অর্থ সংগ্রহ করে বিশ বছরের দীর্ঘমেয়াদী বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত দেশ ও অঞ্চলে অর্থনৈতিক পুনর্গঠনের কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন দুই নেতা৷ মাক্রোঁ বলেন, কোনো সদস্য দেশ নয়, বরং ইউরোপীয় কমিশনই এই ঋণের বোঝা বহন করবে৷ তাছাড়া এই এককালীন উদ্যোগ শুধু বর্তমান সংকটের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে৷

ঋণের বোঝা ভাগ করে নেবার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে৷ ফলে অর্থনীতিকে চাঙ্গা করতে ইইউ কমিশনের পক্ষে কোনো সুস্পষ্ট প্রস্তাব আনা বেশ কঠিন হয়ে উঠেছিল৷ এপ্রিল মাসের শুরুতে কিছু সার্বিক তা সত্ত্বেও আগামী ২৭শে মে আনুষ্ঠানিকভাবে কিছু প্রস্তাব পেশ করা কথা৷ তার আগে জার্মানি ও ফ্রান্সের যৌথ অবস্থানকে ‘গঠনমূলক' হিসেবে স্বাগত জানিয়েছে ইইউ কমিশন৷ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, তাঁরাও একই দিশায় এগিয়ে এমন সমাধানসূত্রের খোঁজ করছিলেন৷

ফ্রান্স ও জার্মানির ঐকমত্য সত্ত্বেও ঋণের প্রশ্নে ইউরোপের মধ্যে বিভাজন দূর হবার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷ জার্মানি সুর নরম করলেও অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন এখনো যে কোনো কাঠামোর আওতায় ঋণের বোঝা ভাগ করার বিরোধিতা করে চলেছে৷ অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস সোমবার এমন দাবি করেন৷ মতবিরোধ দূর না হলে ইইউ-র দীর্ঘমেয়াদী বাজেটের কাঠামোর মধ্যে ঋণের এই প্রস্তাব অনুমোদন করা কঠিন হবে৷ ফেব্রুয়ারি মাসের শেষে ইইউ শীর্ষ সম্মেলনে বাজেটের প্রশ্নে অগ্রসর হওয়া সম্ভব হয় নি৷ তারপর করোনা সংকট নিয়ে সব দেশ ব্যস্ত হয়ে পড়েছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

২৫ এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ