1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ম্যার্কেল যুগ' কি শেষ হতে চলেছে?

৪ নভেম্বর ২০১৫

জার্মান সংবাদ মাধ্যমেই প্রশ্ন – ম্যার্কেল যুগ কি শেষ হতে চলেছে? তবে ‘শরণার্থী সংকট' ইস্যুতে ইউরোপের সব দেশকে উদার হওয়ার আহ্বান জানিয়ে ম্যার্কেল বলেছেন, ‘শরণার্থী সংকটের প্রভাব শেষ পর্যন্ত ইউরোপ জুড়েই পড়বে৷'

Deutschland Zukunftskonferenz der CDU Angela Merkel
ছবি: picture-alliance/dpa/A. Heinl

মঙ্গলবার বার্লিনে প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন৷ ১,২০০ বিশিষ্টজনের এ সমাবেশে ‘শরণার্থী সংকট' নিরসনের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তিসঙ্গত হারে উদ্বাস্তু বণ্টনের ওপরও জোর দিয়েছেন তিনি৷ বলকান দেশগুলোর দিকে ইঙ্গিত করে ম্যার্কেল বলেন, ‘‘এই ইস্যুতে আমাদের ছোট মন নিয়ে চিন্তা করা ঠিক হবে না৷ আমি নিশ্চিত যে এই সমস্যা শুধু জার্মান-অস্ট্রিয়া সীমানাতেই শেষ করে দেয়া যাবেনা৷ ইউরোপে আজ যারা ভাবছে এই সংকটের প্রভাব তাদের ওপর পড়েনি, আজ হোক কাল হোক তাদের ওপরও একদিন প্রভাবটা ঠিকই পড়বে৷''

জার্মানিতে নিজের রাজনৈতিক অবস্থান আবার সুদৃঢ় করার উপায়ও খুঁজছেন ম্যার্কেল৷ তবে জোটের বাইরের বিরোধিতার তীব্রতা বাড়ছে এবং তার আঁচ তাঁর সরকারও পাচ্ছে৷ ড্রেসডেনে আবার অভিবাসীবিরোধী সমাবেশ করেছে পেগিডা৷ পেগিডা মনে করে, ম্যার্কেলের উদার অভিবাসন নীতি জার্মানির জন্য সর্বনাশ ডেকে আনছে৷ পেগিডা সমর্থকদের বাইরেও অবশ্য জার্মানদের একটা অংশ ব্যাপক হারে অভিবাসনপ্রত্যাশীর আগমনে শঙ্কিত৷

সব মিলিয়ে ম্যার্কেলের জন্য সময়টা সত্যিই খারাপ৷ এতটাই খারাপ যে ‘ডেয়ার স্পিগেল' প্রশ্ন রেখেছে, ‘আমরা কি ম্যার্কেল যুগের অবসান দেখতে চলেছি?' নিজের দল এবং জোট হয়তো সামলে নেবেন৷

কিন্তু এখনো তো প্রতিদিন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী আসছে৷ ‘শরণার্থী সংকটকে' বাগে আনতে না পারলে ম্যার্কেলের গদিটা কি থাকবে?

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

প্রিয় পাঠক, ম্যার্কেল কি তাঁর জনপ্রিয়তা ফিরে পাবেন? নীচে আপনার মতামত লিখে জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ