ময়মনসিংহে বাস- পিকআপ ভ্যান সংঘর্ষে মৃত চার
৭ নভেম্বর ২০২৩
কোতয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ দ্য ডেইলি সটারকে জানিয়েছেন, দুর্ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তারা সকলেই বাসের যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বাসটি ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের অফিসাররা ঘটনাস্থলে গিয়ে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ দুইটি গাড়িকে আটক করলেও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়েছে।
বাস ও কাভার্ডভ্যানে আগুন
ঢাকার মিরপুরে একটি বাসে ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে একটি কাভার্ডভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
ফতুল্লা থানার ওসি নূরে আযম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, রাত সাড়ে নয়টা নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয়। কাভার্ডভ্যানটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এমন সময় দুষ্কৃতীরা তাতে আগুন ধরায়।
পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। দুষ্কৃতীরা একটা মাইক্রোবাসে চেপে পালাতে গেছিল। পুলিশ তার চালককে আটক করেছে।
ঢাকার মিরপুর-৬ এলাকায় দুষ্কৃতীরা বিহঙ্গ পরিবহণের একটি বাসে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিস জানিয়েছে।
জিএইচ/এসজি