1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমস্যা দুটি, সমাধান একটি

২২ জুন ২০১৫

সমস্যা দুটি, সমাধান একটি৷ এমনই এক উপায় বের করেছেন ইন্দোনেশিয়ার তরুণ চিকিৎসক গামাল আলবিনসাঈদ৷

Local Heroes Artikelmotiv Bengali PNG
ছবি: DW

সমস্যা দুটির একটি যেখানে সেখানে পড়ে থাকা আবর্জনা৷ আর অন্যটি বিমা না থাকার কারণে গরিব মানুষের চিকিৎসা সেবা না পাওয়া৷ এই দুই সমস্যার সমাধান বের করেছেন আলবিনসাঈদ৷ সেটি হলো – গরিব মানুষেরা আবর্জনা সংগ্রহ করে ক্লিনিকে নিয়ে যাবে৷ তার বিনিময়ে তারা চিকিৎসা সেবা পাবে৷ আর ক্লিনিক ঐ ময়লাগুলো রিসাইকল করে সার ও কম্পোস্ট তৈরি করে সেগুলো বিক্রি করে অর্থ আয় করবে৷ এর মাধ্যমে ক্লিনিক ঐ দরিদ্র মানুষগুলোকে দেয়া চিকিৎসাসেবার বিনিময়মূল্য ফিরে পাবে৷ এতে লাভ হবে দুটো৷ এক, যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কার হবে৷ আর দুই, অর্থ না থাকা সত্ত্বেও গরিবেরা চিকিৎসাসেবা পাবে৷

বছর দুয়েক আগে বের করা আলবিনসাঈদের এই উপায়ে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বিমাহীন মানুষ চিকিৎসা সুবিধা পেয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘ফাস্ট কোম্পানি'৷ এই ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশই চিকিৎসা বিমা সুবিধার আওতার বাইরে রয়েছে৷

আলবিনসাঈদের নিজের কোম্পানি ‘গার্বেজ ক্লিনিক্যাল ইনসুরেন্স' এর ক্লিনিক সহ আরও চারটি ক্লিনিক এভাবে গরিবদের চিকিৎসা দিচ্ছে৷ দুই কেজির একটু বেশি পরিমাণ প্লাস্টিক বোতল কিংবা অন্যান্য প্লাস্টিক অথবা ৫ কেজি কার্ডবোর্ড জমা দিলে ঐ ক্লিনিকগুলোতে দুই মাস পর্যন্ত মৌলিক স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়৷

আলবিনসাঈদ জানান, ২০০৫ সালের একটি ঘটনা তাকে এই উপায় বের করতে অনুপ্রেরণা জুগিয়েছে৷ সেসময় তিন বছরের একটি মেয়ে বিমা না থাকার কারণে ডাক্তারের কাছে যেতে না পারায় ডায়রিয়ায় মারা গিয়েছিল৷ দুঃখজনক এই ঘটনার পর বিমা সমস্যার সমাধানে কয়েকটি উপায় বের করেছিলেন৷ কিন্তু সেগুলো সফল না হলেও বর্তমান এই মডেলটি সফলতার মুখ দেখেছে৷

আলোচিত এই বিষয়টি নিয়ে তৈরি করা একটি ভিডিওতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের মালং শহরের অবস্থা বর্ণনা করা হয়েছে৷ আলবিনসাঈদ জানান, ঐ শহরের মোট আবর্জনার মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ময়লা নিয়মিত সংগ্রহ করা হয়৷ বাকিগুলো যত্রতত্র পড়ে থাকে৷ তিনি বলেন, তাঁর বের করা উপায়ে হয়ত সমাজের অনেক বড় উপকার হচ্ছে না, কিন্তু গরিব মানুষগুলোর জীবনে এর বড় প্রভাব পড়ছে৷

জেডএইচ/ডিজি (ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ