1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যক্ষা তরান্বিত করে এইডস রোগীর মৃত্যু

২৯ মার্চ ২০০৯

একটা সময় ছিলো যখন বলা হতো যার হয় যক্ষা তার নেই রক্ষা৷ চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেই মারণব্যাধি যক্ষারও প্রতিষেধক এখন মানুষের দোরগোড়ায়৷ তবে এরপরও কিন্তু যক্ষা থেকে মানব সভ্যতা পুরোপুরি রক্ষা পায়নি৷

এইডস রোগী যক্ষায় আক্রান্ত হলে কয়েক মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিতছবি: picture-alliance / dpa/dpaweb

এখনও বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন যক্ষা রোগকে পুরোপুরি নির্মূলের উপায় খুজে বের করতে৷ বিশেষ করে অনুন্নত দেশগুলোতে এখনও যক্ষা মরণব্যাধি হিসেবে রয়ে গেছে৷ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিগত ২০০৭ সালে গোটা বিশ্বে ১৭ লাখ ৭০ হাজার মানুষ যক্ষায় প্রাণ হারিয়েছে৷

তবে যে বিষয়টি সম্প্রতি গবেষকদের বিশেষ নজর কেড়েছে তা হলো এইডস রোগীদের যক্ষায় আক্রান্ত হওয়া৷ ২০০৭ সালে যেসব মানুষ যক্ষায় মারা গিয়েছে তাদের মধ্যে ৪ লাখ ৫৬ হাজার লোকই এইচআইভি তে আক্রান্ত৷ যদিও চিকিৎসকদের মতে বেশিরভাগ যক্ষারই চিকিৎসা সম্ভব৷ তবে এইচআইভি আক্রান্ত কোন ব্যক্তি যদি আবার যক্ষা রোগীও হয়ে থাকেন তাহলে তাঁর বেঁচে থাকা আর সম্ভব নয়৷ ইনফেকশাস ডিজিজ সেন্টার ফর গ্লোবাল হেলথ পলিসি এন্ড এডভোকেসি এর কো চেয়ারম্যান ড. ক্যারল হ্যামিলটন এ ব্যাপারে বেশ স্পষ্ট ভাবেই বলে দিলেন, এইচআইভিতে আক্রান্ত কেউ যক্ষায় আক্রান্ত হলে ছয় মাসের মধ্যে তাঁর মৃত্যু নিশ্চিত৷ এবং এর কোন চিকিৎসাও নেই৷ যক্ষার ব্যাপারে তিনি আরো বলেন, যক্ষা হচ্ছে ফুসফুসের সংক্রামক রোগ যা কয়েকশ বছর আগেও আবিষ্কার হয়েছে৷ এ রোগের প্রতিষেধকও আবিষ্কার হয়েছে অর্ধ শতাব্দি আগে৷ তা সত্ত্বেও ২০০৬ এর তুলনায় ২০০৭ সালে যক্ষা রোগীর সংখ্যা ছিলো বেশি৷

যক্ষা আক্রান্ত ব্যক্তির কফ থেকে এ রোগ ছড়াতে পারেছবি: AP

উল্লেখ্য, উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম থাকলে সহজেই যক্ষা ধরা পড়ে৷ দেখা যাচ্ছে যেসব এলাকায় এসব সুযোগ সুবিধা নেই সেসব এলাকার মানুষজন সহজেই যক্ষায় আক্রান্ত হচ্ছে৷ এছাড়া দেখা গেছে যক্ষার জীবাণু আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে৷ তাই আগের চেয়ে আরো শক্তিশালী ওষুধ আবিষ্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন ড. ক্যারল হ্যামিলটন৷ এক্ষেত্রে গবেষণার জন্য যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন সেটিও একটি বিবেচ্য বিষয়৷ তাই গবেষকরা মনে করছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে যক্ষা গবেষণায় আরো বেশি করে এগিয়ে আসতে হবে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ