1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যখন ইচ্ছা যৌনকর্মের জন্য একাধিক স্ত্রী প্রয়োজন’

২ আগস্ট ২০১৯

ডয়চে ভেলের নতুন আয়োজন জাফরটকের প্রথম পর্বে বহুবিবাহ ইস্যু জন্ম দিয়েছে তুমুল বিতর্কের৷ উপস্থাপক জাফর আবদুল করিমের সঞ্চালনায় জর্ডানের রাজধানী বৈরুতে আয়োজন করা এক টক শোতে পক্ষে-বিপক্ষে যুক্তির সাড়া ফেলেছে দর্শকদের মধ্যেও৷

ছবি: DW/H. Baydoun

পুরুষদের কি একাধিক স্ত্রী থাকা যৌক্তিক? নাকি এই প্রথা সবসময়ই প্রশ্নবিদ্ধ ছিল, এখন একেবারেই অনৈতিক? এই প্রশ্নে আলোচনায় মুখোমুখি হয়েছিলেন দুই বক্তা, সৌদি আইনজীবী ইউসেফ আলকুয়াইত এবং ইরাকের নারী অধিকারকর্মী ও স্থপতি মোজ আলদারাজি৷ ইউসেফ আলকুয়াইতের নিজেরই তিন জন স্ত্রী রয়েছেন৷

আলকুয়াইত বলেন, পুরুষদের জন্য বহুবিবাহের ব্যবস্থা ঠিক আছে৷ এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘‘আমার যখনই যৌনকর্ম করতে ইচ্ছে করবে, তখনই আমার সামনে একজন নারী প্রয়োজন৷'' সঙ্গে সঙ্গেই আলদারাজি পালটা যুক্তি দেন, ‘‘আমারও যৌনকর্ম করতে ইচ্ছে হলে তাৎক্ষণিক একজন পুরুষ চাই৷''

তবে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য তুলে ধরেন আলকুয়াইত৷ তিনি বলেন, ‘‘নারীদের সাত দিনের ঋতুকালীন সময়ে তাকে স্পর্শ করা যায় না৷'' আলদারাজি বলেন, ‘‘তাহলে একজন পুরুষ সাত দিনের জন্য নিজেকে ধরে রাখতে পারে না?'' আলকুয়াইতের দিকে পালটা প্রশ্নও ছুঁড়ে দেন তিনি, ‘‘আমরা তাহলে শুধু যৌনকর্মের জন্যই আছি, আমাদের আবেগ-অনুভূতি বলে কিছু নেই?''

ব্যক্তিগত আক্রমণ

আলকুয়াইত এবার যুক্তি দেখান, সন্তান জন্মদানের পর ৪০ দিন নারী যৌনকর্ম করতে পারেন না৷ আলদারাজি বলেন, নারী যে সন্তান গর্ভে ধারণ করে, সে সন্তান পুরুষেরও৷ এর উত্তরে আলকুয়াইত বলেন, আলদারাজি একজন নারী বলেই তার পক্ষে পুরুষের মানসিকতা বোঝা সম্ভব নয়৷ এরপর ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যান সৌদি এই আইনজীবী৷ বলেন, ‘‘আপনার স্বামী আপনার জন্য যথেষ্ট নয়৷ বিছানায় তিনি নিষ্ক্রিয়৷''

এমন ব্যক্তিগত আক্রমণকে নারী অধিকারকর্মী আলদারাজি ভালোভবে নেননি, এবং সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ জানান৷ আলকুয়াইতও অবশ্য উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমা প্রার্থনাও করেন৷

ইসলামে বহুবিবাহ

আল কোরানে সুরা (নিসা) ৪ আয়াত ৩-এ বলা হয়েছে, ‘‘বিবাহ করো তোমাদের পছন্দের নারী- দু'জন অথবা তিনজন অথবা চারজন৷ কিন্তু সুরাটিতে আরো বলা আছে, ‘‘কিন্তু যদি আশঙ্কা করো যে, তোমরা (তাদের সাথে) ভারসাম্যপূর্ণ আচরণ করতে না-ও পারতে পারো- তাহলে মাত্র একজন৷''

আইনজীবী ও ইসলাম বিশেষজ্ঞ মাথিয়াস রোহে বলছেন, ‘‘ইসলামে একইসঙ্গে চার স্ত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবার বিধান রয়েছে৷ কিন্তু তা কেবলমাত্র যদি তাদের সবাইকে খরচ ও থাকার জন্য বাসা দেয়া হয়৷'' কিন্তু তিনি একই সঙ্গে উল্লেখ করেছেন, ‘দাসীর' সঙ্গে যৌনসম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা রাখা হয়নি৷

‘দাসী' শব্দের সংজ্ঞা অবশ্য বেশ বিতর্কিত৷ সৌদি আরব বিশেষজ্ঞ মাদাওয়ি আল রশিদ উল্লেখ করেছেন, এর মাধ্যমে প্রভাবশালী ওয়াহাবি আলেমরা প্রায়ই দক্ষিণপূরেব এশিয়া থেকে নিয়ে আসা তরুণীদেরও বোঝান, যারা আসলে আসেন গৃহকর্মী হিসেবে কাজ করতে, কিন্তু শিকার হন যৌন নিপীড়নের৷

বহুবিবাহ নিয়ে সম্প্রতি আলোচনা শুরু করেছেন বেশ কিছু ইসলামী আলেমও৷ মার্চে কায়রোর আল-আজহার মসজিদের বিশিষ্ট আলেম আহমাদ মোহাম্মদ আল-তায়েব বহুবিবাহের সমালোচনা করেন৷ তিনি বলেন, ইসলাম না বোঝার কারণেই অনেক মুসলিম বহুবিবাহের পক্ষে কথা বলেন, এবং এর শিকার হয় নারী ও শিশুরা৷ তিনি অবশ্য বহুবিবাহ নিষিদ্ধ করার কথা বলেননি৷

কের্স্টেন ক্নিপ/এডিকে

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ