1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

যখন হার্টঅ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়

১৩ ডিসেম্বর ২০১৮

বড়দিন সম্ভবত বছরের সবচেয়ে বিপজ্জনক ছুটির সময়৷ একদল গবেষক এমনই মনে করছেন৷ তবে কেন সেই বিপদ ঘটে, সেই ব্যাখা তাঁরা দিতে পারেননি৷

Symbolbild: Frau mit gebrochenem Herzen an Weihnachten
ছবি: picture-alliance/Bildagentur-online

সুইডেনের গবেষকরা জানিয়েছেন, বড়দিনের ছুটির সময়ের অন্যান্য দিনের চেয়ে ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের আগের সন্ধ্যায়, মানুষের মধ্যে হার্টঅ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে৷ স্বাস্থ্য বিষয়ক জার্নাল বিএমজে এই তথ্য প্রকাশ করেছে৷

সুইডেনের ল্যুন্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডেভিড এরলিঙ্গে এই গবেষক দলের প্রধান৷ তিনি এবং তাঁর দলের সদস্যরা ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল অবধি হার্ট অ্যাটাকের কারণে সুইডেনের হাসপাতালে ভর্তি হওয়া ২৮০,০০-এর বেশি মানুষের তথ্য পর্যালোচনা করেছেন৷ তাঁদের গবেষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর রাত দশটার দিকে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে৷ এবং সেই দিন কোনো ছুটির আগের বা পরের দুই সপ্তাহের তুলনায় হার্টঅ্যাটাক ৩৭ শতাংশ বেড়ে যায়৷

বড়দিন এবং নতুন বছরের প্রথম দিনও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে, তবে নতুন বছরের আগের রাতে সেই ঝুঁকি বেশি নয়৷ গবেষকরা দেখেছেন, বয়স্ক এবং অসুস্থ মানুষের মধ্যে এই সময়ে হার্ট অ্যাটাক বেশি হয়, যা বাহ্যিক কোনো কারণে হয়ে থাকতে পারে৷ তবে সেই কারণ ঠিক কী তা এখনো শনাক্ত করতে পারেননি গবেষকরা৷ তাঁদের অনুমান হচ্ছে, মানুষের রাগ, উদ্বেগ, দুঃখবোধ এবং মানসিক চাপের কারণে এমনটা ঘটতে পারে৷

উল্লেখ্য, সুইডেনের চিকিৎসকরা এবারই প্রথম হার্ট অ্যাটাকের পেছনে একেবারে সম্পর্কহীন বাহ্যিক কোনো কারণ খুঁজে বের করেনি৷ এর আগে আরেক গবেষণায় তাঁরা জানিয়েছিলেন যে, ঠান্ডা এবং মেঘাচ্ছন্ন পরিবেশে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে৷

লুইস স্যান্ডারস ফোর /এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ