1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যথা সময়ের মধ্যেই তৈরি হবে পদ্মা সেতু’

১২ অক্টোবর ২০১১

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করলেও আশঙ্কার কোনো কারণ নেই৷ এই সেতুর ভবিষ্যত উজ্জ্বল৷ আর তাঁর কাছে বিশ্বব্যাংক সরাসরি দুর্নীতির কোনো অভিযোগ করেনি এখনও৷

Schriftzug "The World Bank" am Gebäude der Weltbank
‘বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করলেও আশঙ্কার কোনো কারণ নেই৷’ছবি: ullstein bild - Fotoagentur imo

সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করেছে৷ তার পরদিন, অর্থাৎ মঙ্গলবার, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন যে, বিশ্বব্যাংক তাঁর কাছে সরাসরি কোনো অভিযোগ এখনও উত্থাপন করেনি৷ তবে তিনি প্রথম যখন অভিযোগের কথা শোনেন, তখনই দুদক এবং টিআইবি'কে অভিযোগটি তদন্ত করতে বলেন৷

যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই৷ এই সেতুর ভবিষ্যত উজ্জ্বল৷ তাই যথা সময়ের মধ্যেই সেতু নির্মিত হবে৷

একই অনুষ্ঠানে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের আমলেই এই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে৷

পদ্মা সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার৷ বিশ্বব্যাংক এই সেতু প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২০ কোটি মার্কিন ডলার দেওয়ার চুক্তি করেছে৷ এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি দেবে ১৪ কোটি মার্কিন ডলারের ঋন সহায়তা৷ ঋন নিয়ে বিশ্বব্যাংকের পিছটানের পর, অন্য দাতাদের প্রতিক্রিয়া অবশ্য এখনও জানা যায়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ