1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আমিও তোর সঙ্গেই আছি!'

২০ জানুয়ারি ২০১৬

একটিমাত্র ডিম্বাণুর বিভক্তি থেকে জন্ম৷ সে জন্যই হয়ত ‘আইডেনটিক্যাল টুইন' বা অভিন্ন এই যমজ শিশুর মধ্যে এত টান৷ তা না হলে সামনাসামনি হতেই একজন অন্যজনের হাত ধরে নিল? সত্যি, ইউটিউবের এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যাবেই৷

28.01.2015 DW Feature Buenos dias, Zwillinge

২০১৩ সালে একে-অপরের হাত আঁকড়ে ধরে জন্ম নিয়েছিল যমজ বোন জিলিয়ান আর জেনা৷ সে সময় সংবাদমাধ্যমে বেশ সাড়া ফেলে ওদের গল্প৷ মনে পড়ে, ওদের মা সারাও কেমন অবাক হয়েছিলেন দুই মেয়ের পরস্পরের হাত ধরে জন্ম নেওয়ার ঘটনায়৷

আসলে অভিন্ন যমজ শিশুদের মধ্যে একটা অলৌকিক টান থাকে বলে মনে করেন অনেকে৷ একজনের অসুখ করলে অন্যজনেরও করে, একটির মন খারাপ করলে বিষণ্ণ হয় অপরে, এমনকি একজনকে মারলে অন্যটির ব্যথা লাগে বলেও বিশ্বাস করেন অনেকে৷

তারপরও এ ঘটনাটা কম অবিশ্বাস্য নয়৷ একটি শিশু পুরোপুরি সুস্থ হলেও যমজ বোনটিকে এখনো রাখতে হয়েছে ‘ইনকিউবিটারে'৷ এখনও নিজের ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে পারছে না সে৷ আর তাই তো নিজের খুদে হাতটা বোনের দিকে এগিয়ে দিল অন্যজন৷ বাবা দু'জনকে বুকে তুলে নেওয়ার পর, ও যেন হাত বাড়িয়ে দিয়ে বললো, ‘ভয় পাস না, আমিও তোর সঙ্গেই আছি!'

ভিডিওটি এর মধ্যেই ৯০ হাজার বার ‘শেয়ার' হয়েছে এবং ৬৬ লাখেরও বেশি মানুষ এটিতে ‘লাইক' দিয়েছে৷ আপনারা দিয়েছেন তো?

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ