1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাত্রা শুরু করল গুগল মুন

২১ জুলাই ২০০৯

গুগল তাদের ‘আর্থ’ সংস্করণের সাথে যোগ করলো গুগল মুন৷ আর গুগল এই দীর্ঘ লম্ফটি দিয়েছে ঠিক চাঁদের বুকে মানুষের পদধুলি দেয়ার ৪০ বছর পূর্তির দিনে৷

গুগল আর্থের চন্দ্র অভিযান (ফাইল ফটো)ছবি: Google Earth

ইন্টারনেটে যে কোন তথ্য-উপাত্ত কিংবা অবস্থান খোঁজার জন্য ব্যবহৃত বিশ্বের জনপ্রিয় ‘সার্চ ইঞ্জিন' গুগল পৃথিবী থেকে এবার হাত বাঁড়ালো চাঁদে৷

গুগল আর্থের মূল ‘সার্চ ইঞ্জিন'এর শীর্ষ টুল বারটিতে এখন থেকে আর্থ, মার্স এবং স্কাই এর পাশাপাশি জায়গা করে দেয়া হলো মুন এর জন্যও৷ তবে গুগলের সাহায্য নিয়ে চন্দ্র অভিযানে নামতে হলে প্রয়োজন হবে গুগল আর্থ ৫.০ সফটওয়ার৷ অবশ্য এটি বিনামূল্যে ডাউনলাউড করার সুযোগ রেখেছে গুগল৷ এই ওয়েবসাইটে রয়েছে চাঁদে যাওয়ার জন্য ক্রমাগত চলমান পথের দৃশ্যপট৷ রয়েছে এ্যাপোলো অভিযানে তোলা নাসা'র সরবরাহ করা চন্দ্রপৃষ্ঠের ভিডিও চিত্র৷ এছাড়া থাকছে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চাঁদের আরো হরেক চেহারা৷ আর অনলাইনে চাঁদে অভিযানের এই নতুন যাত্রার বিবরণ দিয়েছেন এ্যাপোলো কর্মসূচির নভোযাত্রী জ্যাক স্মিট ও নভোযাত্রী এডুইন অল্ড্রিন৷

এডুইন অল্ড্রিনের কলমে গুগলের চাঁদ যাত্রা (ফাইল ফটো)ছবি: AP

গুগল আর্থের এই চাঁদ সংস্করণের উদ্বোধনে ওয়াশিংটন ডিসি'র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ্যাপোলো ১১ এর নভোচারী এডুইন অল্ড্রিন৷ ছিলেন গুগল, এক্স প্রাইজ ফাউন্ডেশন এবং নাসা'র কর্মকর্তারাও৷ গুগলের এই নতুন পরিষেবার ব্যবস্থাপক মাইকেল ওয়াইস-মালিক বলেন, চল্লিশ বছর আগে প্রথম দুই জন মানুষ চাঁদে পা রেখেছিলেন৷ আর এখন আমাদের পরিষেবার মাধ্যমে যে কোন ব্যক্তি তাঁদের পদচিহ্ন অনুসরণ করার সুযোগ পাবে৷ ওয়াইস-মালিক বলেন, আমরা এই পরিষেবার মাধ্যমে বিশ্বের কোটি কোটি মানুষকে এ্যাপোলো অভিযানের ত্রিমাত্রিক ছবি দেখার এক অভাবনীয় সুযোগ করে দিয়েছি৷

এক্স প্রাইজ ফাউন্ডেশনের ট্রাস্টি এবং বিশ্বের প্রথম নারী মহাকাশ পর্যটক আনুশেহ আনসারি বলেন, গুগলের এই পরিষেবার মাধ্যমে কোটি কোটি মানুষ মহাশূন্য এবং চাঁদসহ মহাকাশের বিভিন্ন স্তরে মানুষের অভিনব আবিষ্কার সম্পর্কে জানতে পারবে৷ তিনি বলেন, এই শিক্ষামূলক পরিষেবা ভবিষ্যতে তরুণ প্রজন্মের স্বপ্ন জাগরণে এবং নতুন নতুন দুঃসাহসী অভিযানে উৎসাহিত করবে৷ আনসারি বলেন, এখন থেকে বহির্জগত আর কোন দূরের বিষয় হিসেবে রইলো না৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সঞ্জীব বর্মন