1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যাদের আছে এবং যাদের নেই - তাদের মধ্যে সমন্বয় করছে বি-স্ক্যান’

২৫ অক্টোবর ২০১১

২০০৯ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে ‘বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক’ বা বি-স্ক্যান৷ দুই প্রতিবন্ধী নারীর স্বপ্নের সেই সংগঠনটি এখন অনেকটাই সমৃদ্ধ৷

ছবি: picture-alliance/ beyond/Junos

ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হন সালমা মাহবুব৷ এরপর বাংলাদেশের আরো দশটি প্রতিবন্ধী মেয়ের মতো সালমাও চার দেয়ালে আটকা পড়ে যান৷ ঘর থেকে তেমন একটা বের হতেন না তিনি৷ মেধাবী মেয়ে সালমা৷ কিন্তু সেই মেধা কাজে লাগানোর খুব একটা সুযোগ তিনি অনেক দিন পাননি৷

২০০৭ সালে সালমা'র জীবনের মোড় ঘুরিয়ে দেয় ইন্টারনেট৷ কম্পিউটারের ছোট্ট মনিটর তাঁকে বাইরের জগতের সঙ্গে পরিচয় করে দেয়৷ সেই জগতেই পরিচয় সাবরিনা সুলতানা'র সাথে৷ প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করতে আগ্রহী ছিলেন দু'জনই৷ অবশেষে ২০০৯ সালের ১৭ জুলাই ফেসবুকে একটি ছোট্ট গ্রুপ তৈরি৷ ব্যস, শুরু হলো দুই প্রতিবন্ধী নারীর সংগ্রাম৷ অধিকার আদায়ের সংগ্রাম, সমাজে সচেতনতা তৈরির সংগ্রাম৷

সালমা মাহবুব এই প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘ফেসবুকে সাবরিনার সঙ্গে আমার পরিচয় হয়৷ তখন সে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করতে আমাকে অনুরোধ জানায়৷ আমিও এরকম একটা কিছু ভাবছিলাম৷ মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা আমার সবসময়ই ছিল''৷

সালমা মাহবুব (বামে) এবং সাবরিনা সুলতানাছবি: Sabrina Sultana

সালমা মাহবুব এবং সাবরিনা সুলতানা'র প্রতিষ্ঠিত সংগঠনের নাম ‘বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ এ্যাডভোকেসি নেটওয়ার্ক' বা বি-স্ক্যান৷ এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী মানুষের মৌলিক মানবিক অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিকেও এই অধিকার সম্পর্কে সচেতন করে তোলা৷ সালমা মাহবুব বলেন, ‘‘বি-স্ক্যানের কাজ হচ্ছে যাদের আছে এবং যাদের নেই - তাদের মধ্যে একটি সমন্বয় তৈরি করা৷ অনেকেরই টাকা আছে, অনেকের শিক্ষা দেওয়ার ক্ষমতা আছে, চাকুরি দেওয়ার ক্ষমতা আছে৷ আমরা যদি এই তিনটি দলকে একত্রিত করতে পারি, তবে কাজটি খুব একটা জটিল নয়''৷

তিনি বলেন, ‘‘আমরা যখন কাউকে হুইল চেয়ার দিচ্ছি, তখন আমাদেরকে সহায়তা করছে রোটারি ক্লাব৷ আবার আমরা কাউকে চিকিৎসা করাতে চাইলে বা কাউকে আর্থিক সহায়তা দিতে চাইলে ব্লগে লেখি৷ এবং ব্লগাররা এগিয়ে আসছেন''৷

ইতিমধ্যে দুই বছর অতিক্রম করেছে বি-স্ক্যান৷ দুই নারীর শুরু করা সংগ্রামে এখন সৈনিক অনেক৷ ক্রমশই প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের এক শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে বি-স্ক্যান৷

সংগঠনটি সম্পর্কে আরো জানতে ভিজিট করুন: http://b-scan.org/

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ