1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজার্মানি

যানজট কমাবে ভবিষ্যতের গাড়ি-রোবট?

৪ ফেব্রুয়ারি ২০২৫

স্বয়ংক্রিয় গাড়ি-রোবট ভবিষ্যতে প্যাকেজ ডেলিভারি, শহরের গাছে পানি দেওয়া, বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজ করতে পারে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে এমন গাড়ি-রোবটের পরীক্ষা চলছে৷

ফ্রাঙ্কফুর্টে এক প্রদর্শনীতে স্বয়ংক্রিয় রোবট গাড়ি
এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে স্বয়ংক্রিয় এই রোবট গাড়িছবি: Andreas Arnold/dpa/picture alliance

জার্মানির ফ্রাঙ্কফুর্টে এমন গাড়ি-রোবটের পরীক্ষা চলছে৷

এই গাড়ি-রোবটের নাম সিটিবট৷ স্বয়ংক্রিয় এই বাহনটি একটি গাড়ি ও রোবটের হাইব্রিড৷ রাস্তায় থাকা সেন্সর থেকে পাওয়া নির্দেশনা মেনে এটি সামনে এগোয়৷

সিটিবট নিয়ে কাজ করা কোম্পানির নাম ইডিএজি৷ তার গ্লোবাল ডিজাইন ম্যানেজার ইয়োহানেস বার্কমান জানান, ‘‘সিটিবটের কাজ করা দেখতে সহজ মনে হলেও এর সঙ্গে অনেক জটিল প্রক্রিয়া জড়িত৷ এটি কোণাকুণিও নড়াচড়া করতে পারে৷ এটি সেন্সর থেকে অবস্থান সম্পর্কিত তথ্য নিয়ে থাকে৷ সেখান থেকে পাওয়া তথ্য নিয়ে এটি তার কাজ সম্পর্কে জানতে পারে এবং গাছে পানি দিতে এগিয়ে যায়৷''

উচ্চক্ষমতাসম্পন্ন স্বয়ংক্রিয় মেশিন সিটিবট আরও বেশি কিছু করতে সক্ষম৷ এর নির্মাতাদের বিশ্বাস, একদিন এটি দিয়ে গাছে আগা কাটা, আবর্জনা সংগ্রহ করা ও প্যাকেজ ডেলিভারি করা যাবে৷ ব্যাটারিচালিত এই বাহন ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে৷

কর্মী সংকটের সময় সিটিবট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ তবে এটি তার সম্ভাবনার ক্ষুদ্র একটি অংশ৷ বড় লক্ষ্য হচ্ছে, বর্তমান ও ভবিষ্যতের অন্যতম বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করা৷ স্বয়ংক্রিয় এই বাহনের লক্ষ্য, চলাফেরার বিষয়টি কার্বন নির্গমন-মুক্ত করা ও যানজট কমানো৷

ইয়োহানেস বার্কমান বলেন, ‘‘সবচেয়ে কার্যকর লজিস্টিক্যাল সিস্টেম থেকে আমরা অনুপ্রেরণা নিয়েছি৷ আর সেটি হচ্ছে মানুষের শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা৷ আমরা সফটওয়্যারের মাধ্যমে কোটি কোটি সিটিবটকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করে যানজট কমাতে চাই৷''

সিটিবট এখনও প্রশিক্ষণের মধ্যে আছে৷ ফ্রাঙ্কফুর্টে এক নিয়ন্ত্রিত পরিবেশে সিটিবটের পরীক্ষা চলছে, যেখানে মানুষ ও যানের সংখ্যা নিয়ন্ত্রিত৷ পেছনে থেকে একজন নিয়ন্ত্রক সিটিবটকে নিয়ন্ত্রণ করেন৷

নির্মাতাদের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে নগরগুলোতে যানজট অতীত ইতিহাস হয়ে উঠবে৷ তার পরিবর্তে রাস্তায় সেন্সর ও ৫জি প্রযুক্তি দ্বারা পরিচালিত সিটিবট চলবে৷

আন্দ্রেয়া ম্যুসার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ