যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান নয়: মালালা
১৭ এপ্রিল ২০১৭
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী, নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে ক্যানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে৷ সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সনদ তুলে দেন৷ পার্লামেন্টে দেয়া মালালার বক্তব্য এখন ভাইরাল৷
বিজ্ঞাপন
সনদ হস্তান্তর উপলক্ষে টরেন্টোর পিচ টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন৷ ক্যানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার দিক থেকে মালালা সর্বকনিষ্ঠ৷
পার্লামেন্টে দেয়া বক্তব্যে জাস্টিন ট্রুডোর উদ্দেশ্যে মালালা বলেন, ‘‘আমি ক্যানাডার সরকারকে ধন্যবাদ জানাই নারী শিক্ষাকে গুরুত্ব দেয়ার জন্য৷ পাশাপাশি মানবতা, শরণার্থী, নারীদের জন্য ক্যানাডার যে অবস্থান তা, অবশ্যই প্রশংসার দাবিদার৷'' নারী অধিকার, লিঙ্গ বৈষম্য ও শরণার্থীদের জন্য অবদান রাখায় ট্রুডোর প্রশংসা করেন মামালা৷
ক্যানাডার পার্লামেন্টে সর্বকনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন মালালা৷ বক্তব্যে মালালা বলেন, ‘‘২০১৪ সালে পার্লামেন্ট হিলে যে হামলা চালিয়েছিল সে নিজেকে মুসলিম বলে দাবি করেছিল, কিন্তু তার সাথে আমার বিশ্বাস মেলে না৷ বিশ্বের দেড়শ কোটি মুসলিম, যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদের বিশ্বাসের সঙ্গরেও ঐ ব্যক্তির বিশ্বাস মেলে না৷ কেননা ইসলাম ক্ষমা ও শান্তির প্রতীক৷ আমি একজন মুসলিম এবং আমি বিশ্বাস করি যদি তুমি ইসলামের নামে হাতে অস্ত্র তুলে নাও এবং অসহায়-নিষ্পাপ মানুষদের হত্যা করো তুমি কখনোই একজন মুসলমান হতে পারো না৷''
ট্রুডোর প্রসঙ্গে মালালা মজা করে বলেন, ‘‘শুনেছি তিনি যোগ ব্যায়াম করেন, শরীরে ট্যাটু আঁকেন এবং বিশ্বের অনেক মেয়েই এই তরুণ রাষ্ট্র প্রধানের জন্য পাগল৷ এখানে আসার পর আমি সেটার প্রমাণও পেয়েছি৷ কেননা আমি ক্যানাডার নাগরিকত্ব পেয়েছি বলে আমার সাথে দেখা করতে বা হাত মেলাতে মানুষ যতটা না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী ট্রুডোকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে৷''
‘নাও দিস পলিটিকস' নামের ফেসবুকের এই পাতায় ভিডিওটি পোস্ট করার পর এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার বার শেয়ার হয়েছে৷ দেখা হয়েছে ১ কোটিরও বেশি বার৷
এপিবি/ডিজি
শান্তিতে নোবেল জয়ী জুড়ি – মালালা এবং সত্যার্থী
সবচেয়ে কম বয়সে নোবেল জয় করেছেন মালালা ইউসুফজাই৷ তবে তিনি একা নন, ২০১৪ সালের নোবেল পুরস্কারটি যৌথভাবে তাঁকে এবং ভারতের কৈলাশ সত্যার্থী৷ এই নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Getty Images/AFP
শান্তিতে নোবেল জয়ী মালালা, কৈলাশ
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থী৷ নারী অধিকার নিয়ে গোটা বিশ্বের সোচ্চার মালালা ২০১২ সালে তালেবান জঙ্গিদের হামলায় গুরুতর আহত হন৷ মূলত এরপরই আলোচনায় আসেন তিনি৷ অন্যদিকে কৈলাস শিশু অধিকার অ্যাক্টিভিস্ট৷
ছবি: Reuters/Getty Images
সবচেয়ে কম বয়সি মালালা
এখন অবধি নোবেল জয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সি হচ্ছেন মালালা ইউসুফজাই৷ শুক্রবার নোবেল কমিটি যখন তাঁর নাম ঘোষণা করে, তখন তিনি ছিলেন লন্ডনের একটি স্কুলে৷ তাঁর বয়স ১৭ বছর৷ এর আগে ১৯১৫ সালে ২৫ বছর বয়সে পদার্থবিদ্যায় নোবেল জিতেছিলেন স্যার উইলিয়াম লওরেন্স ব্রেগ৷
ছবি: Reuters/L. MacGregor
প্রত্যাশা, প্রাপ্তি
বলাবাহুল্য, মালালার নোবেল জয়ের বিষয়টি অনেকেই প্রত্যাশা করছিলেন৷ বিশেষ করে গতবছর তিনি শান্তিতে নোবেল জয় করবেন বলে ধরে নিয়েছিলেন অনেকেই৷ তবে গতবছর শান্তিতে নোবেল জয় করে ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিকাল উইপনস৷’
ছবি: picture-alliance/AP Photo/S. Walsh
ফ্রিডম পুরস্কারে ভূষিত মালালা
মালালা ইউসুফজাই ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷ ২০১৩ সালে ইউরোপীয় পার্লামেন্টের ‘সাখারভ প্রাইজ ফর ফ্রিডম অফ থট’ পুরস্কারে ভূষিত হন তিনি৷
ছবি: Reuters
‘সবচেয়ে প্রভাবশালীর’ তালিকায় মালালা
২০১৩ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মালালা ইউসুফজাই৷ এর আগে ২০১২ সালের ডিসেম্বরে শান্তি এবং মানবিক কর্মকাণ্ড বিষয়ক ‘রোম প্রাইজ’ জয় করেন তিনি৷
ছবি: Reuters
পাকিস্তান সরকারের অভিনন্দন
শান্তিতে নোবেল জয়ের খবর প্রকাশের পর মালালাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ৷ দেশটির একমাত্র শান্তিতে নোবেল জয়ী মালালা৷
ছবি: picture-alliance/dpa
পাকিস্তানে সমালোচিত মালালা
প্রসঙ্গত, নারী শিক্ষা এবং নারী অধিকার নিয়ে সোচ্চার মালালা বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করছেন৷ তবে নিজের দেশে সমালোচিত তিনি৷ পাকিস্তানের অনেকে মনে করেন, মালালাকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে৷
ছবি: Getty Images
নিষিদ্ধ মালালার বই
এমনকি পাকিস্তানের কিছু স্কুলে মালালার লেখা বই ‘আই অ্যাম মালালা’ নিষিদ্ধ করা হয়েছে৷ বেসরকারি স্কুলগুলোর একটি সংগঠন দাবি করেছে, বইটি তরুণ শিক্ষার্থীদের নীতিভ্রষ্ট করতে পারে৷
ছবি: Andrew Cowie/AFP/Getty Images
‘সংগ্রামের স্বীকৃতি’
এদিকে মালালার সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, শিশুদের অধিকার নিয়ে আমাদের লড়াইয়ের স্বীকৃতি এই পুরস্কার৷ ৬০ বছর বয়সি কৈলাশ নোবেল কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন৷
ছবি: Ravi Raveendran/AFP/Getty Images
দক্ষিণ এশিয়ার শান্তিতে নোবেল জয়ীরা
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল জয় করেন বাংলাদেশের অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক৷ আর দক্ষিণ এশিয়ার প্রথম শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চি৷