1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে’

১১ নভেম্বর ২০২২

ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার মধ্যে থাকলেও বাংলাদেশের অর্থনীতি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: PID

‘‘যারা বলেছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে তাদের মুখে ছাই পড়েছে’’ উল্লেখ করে তিনি বলেন, ‘‘সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো দুর্ভিক্ষ হবে না৷ তার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে,’’ বলেন শেখ হাসিনা৷ 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার যুবলীগ আয়োজিত মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি৷

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশের উদ্বোধন করেন শেখ হাসিনা৷ মহাসমাবেশস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান যুবলীগের নেতা-কর্মীরা৷ পৌনে তিনটার দিকে তিনি মহাসমাবেশের উদ্বোধন করেন৷

জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করে সমাবেশের উদ্বোধন করা হয়৷ এ ছাড়া বেলুন ও পায়রাও ওড়ানো হয়৷ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল৷

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার ঢাকায় মহাসমাবেশ হয়েছেছবি: Mortuza Rashed/DW

শেখ হাসিনা তার বক্তব্যে সরকারের নানা উন্নয়ন উদ্যোগের চিত্র তুলে ধরেন৷ বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় থাকার সময় উন্নয়ন নয়, শুধু লুটপাট করেছে৷ যাদের নেতা খুন ও অর্থ পাচার মালার সাজাপ্রাপ্ত, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না৷’’

নেতা-কর্মীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘‘জাতির পিতা বলেছিলেন, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না৷ আমিও বিশ্বাস করি, কেউ দাবায় রাখতে পারবে না৷’’

শেখ হাসিনা আরো বলেন, ‘‘ওরা যত কথাই বলুক, বিভ্রান্ত হবার কিছু নেই৷ আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাবো৷ বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নের উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো৷’’

রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘‘রিজার্ভ জনগণের কল্যাণে ব্যয় করা হচ্ছে৷ দেশের টাকা দেশেই থাকছে৷ যারা বলেছিল দেশ শ্রীলঙ্কা হবে, তাদের মুখে ছাই পড়েছে৷’’

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণকারীরাছবি: Mortuza Rashed/DW

যুবলীগের কর্মীদের মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান শেখ হাসিনা৷ করোনাকালে যুবলীগের কর্মীরা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সে জন্য তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷

ছুটির দিনেও যানজট

মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করেন৷ ফলে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও রাজধানীর সড়কগুলোতে দেখা গেছে যানজট৷

রায়েরবাগ, বাবুবাজার ও গাবতলীতে দেখা যায়, কিছুক্ষণ পরপর সমাবেশের ব্যানার লাগানো বাসে করে আসছেন নেতা-কর্মীরা৷ সকালে যানজট ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পেরিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত৷ ঢাকায় ঢোকার প্রবেশমুখেও গাড়ির চাপ ছিল৷

একেএ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ