1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলমার্ক গ্রুপ

১০ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশে সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্ক গ্রুপের সব সম্পদ ও সম্পত্তি সোনালি ব্যাংকের অধীনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন রূপালি ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবির৷

ছবি: DW

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালি ব্যাংকের একটি শাখা থেকে নিয়ম নীতি না মেনে সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে অখ্যাত শিল্প গ্রুপ হলমার্ক৷ যা নিয়ে এখন সারা দেশে সমালোচনার ঝড় বইছে৷ প্রশ্ন উঠেছে, হলমার্ক গ্রুপের ঐ পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ আছে কিনা৷ আর থাকলেও তা থেকে কীভাবে টাকা আদায় করা যায়৷ আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালি চেয়ারম্যান ড. আহমেদ আল কবির ডয়চে ভেলেকে জানিয়েছেন, আইন অনুযায়ী সোনালি ব্যাংক এখন হলমার্ক গ্রুপের সব স্থাবর অস্থাবর সম্পদ তাদের জিম্মায় নিয়ে নিতে পারে৷ এমনকি যে সব সম্পদ ঋণ নেয়ার সময় দেখানো হয়নি, তাও ব্যাংক নিয়ে নিতে পারে৷ আর তা থেকে ব্যাংক তার অর্থ আদায়ের উদ্যোগ নিতে পারে৷

তিনি বলেন, এই ব্যাংক ঋণ কেলেঙ্কারির সঙ্গে হলমার্ক গ্রুপ এবং ব্যাংকের কর্মকর্তা ছাড়া বাইরের লোকজনও জড়িত থাকতে পারে৷ তাদের চিহ্নিত করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন৷ তদন্ত কমিটির মাধ্যমে বের করে আনা সম্ভব এই ঋণ থেকে কারা কারা সুবিধা নিয়েছেন৷ তাদের কাছ থেকে টাকার একটি অংশ উদ্ধার করা সম্ভব৷ আর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে৷

ড. আহমেদ আল কবির জানান, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতের সুনাম ক্ষুণ্ণ হয়েছে৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সুনাম পুনরুদ্ধার খুবই জরুরি৷

তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতে আরো অনেক অনিয়ম আছে৷ যা হয়তো এখনো প্রকাশ পায়নি৷ তিনি জানান, অনেক ব্যাংক শত শত কোটি টাকা ঋণের সুদ মকুব করে দিয়েছে৷ যা আরো একটি বড় অনিয়ম৷ তাই ব্যাংকিং খাতে মনিটরিং জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ