1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যা চাচ্ছি তা লিখতে পারছি না: মাহফুজ আনাম

২৮ মে ২০১৯

‘‘আমি কমেন্ট্রি বলে একটা কলাম লিখতাম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লিখতাম, এখন সেটা লিখি না,'' ডয়চে ভেলেকে বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম৷

DW Bengali chief Khaled Muhiuddin talks to Daily Star Editor Mahfuz Anam
ছবি: DW/A. Islam

তিনি বলেন, ‘‘আমাদের সংখ্যা তো প্রচুর, কিন্তু স্বাধীনতার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি৷ সংখ্যায় বেশি হলেও কোয়ালিটি আরো উন্নত করার প্রয়োজন আছে৷ তো মোদ্দা কথা, সংখ্যায় বেশি, কিন্তু কোয়ালিটিতে অনেক কম৷ আর সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন ও দ্বিধা রয়েছে৷''

এই অবস্থা আপনার নিজের পত্রিকার ক্ষেত্রেও সঠিক কিনা জানতে চাইলে   মাহফুজ আনাম  বলেন, ‘‘আমি কমেন্ট্রি বলে একটা কলাম লিখতাম, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লিখতাম, এখন সেটা লিখি না৷ কয়েকদিন আগে হাইকোর্টের একটি আদেশ নিয়ে আমি একটা লেখা লিখেছি, কিন্তু কতরকম প্রশংসা যে আমাকে তার মধ্যে করতে হলো!''

ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘‘আমি অসহিষ্ণুতা দেখি সব ক্ষেত্রে৷ অসহিষ্ণুতার রাজনীতির ক্ষেত্রে, জুডিশিয়ারির ক্ষেত্রে, পুলিশ... বলা চলে সবক্ষেত্রে৷ সবাই যেন সাংবাদিকদের চাপে রাখার চেষ্টাই করছে৷''

তিনি বলেন, ‘‘লিখছি না এমন অনেক ইস্যু রয়েছে৷ অনেক ইস্যুতে লেখা উচিত, যেমন ধরেন, গত নির্বাচন, এছাড়াও আরো ছোট নির্বাচনগুলো নিয়ে লেখা উচিত, যা লিখছি না, বলা উচিত ইচ্ছা থাকা সত্ত্বেও লিখতে পারছি না৷''

কেএম/এসিবি

খালেদ মুহিউদ্দীন জ্যেষ্ঠ সাংবাদিক ও টিভি উপস্থাপক৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান।
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ