1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাক্সারি বা বিলাস বলে কাকে?

উলরিকে ড্যোর/এসি১৯ জুন ২০১৫

লাক্সারি বা বিলাস বলে কাকে? এ এক আর্থ-সামাজিক, দার্শনিক-নান্দনিক প্রশ্ন৷ সমাজ বদলানোর সঙ্গে সঙ্গে নাকি লাক্সারির সংজ্ঞাও বদলে যায়৷

Ausstellung What is Luxury im Victoria & Albert Museum in London EINSCHRÄNKUNG
ছবি: Victoria and Albert Museum London

সাদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জনাথন ফায়ার্স গবেষণা করেন ‘‘লাক্সারি'', অর্থাৎ ‘বিলাস' নিয়ে - বিলাসব্যসন, বিলাসসামগ্রী৷ তিনি ‘‘লাক্সারি'' নামধারী একটি পত্রিকার প্রকাশক – এটিই হল প্রথম পত্রিকা, যা বিলাসব্যসনের নেতিবাচক দিকটি নিয়েও আলোচনা করে থাকে৷ লাক্সারি-র সংজ্ঞাও ক্রমশ বদলে যাচ্ছে৷ যা দুষ্প্রাপ্য, তাই আজ বহুমূল্য৷ ফায়ার্স বলেন, ‘‘ঊনবিংশ শতকে বাড়িতে নিজের বাথরুম থাকাটা চরম বিলাস বলে মনে করা হতো৷ পশ্চিমা বিশ্বে আজ সেটা একটা সামাজিক, এমনকি আইনগত প্রয়োজন৷ কাজেই আমরা দেখতে পাচ্ছি, কালের হিসেবে বিলাসের একটা নিজস্ব টাইম স্কেল আছে৷ কিন্তু কোথায় সেই টাইম স্কেল প্রয়োগ করা হচ্ছে, তার উপর সব কিছু নির্ভর করে৷ পশ্চিমি দুনিয়ায় বিলাস থেকে প্রয়োজনে পরিবর্তন ঘটে খুব তাড়াতাড়ি৷ অন্যান্য দেশে আবার নিত্যপ্রয়োজনীয় বস্তু কালে কালে বিলাস হয়ে দাঁড়ায়৷''

লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে চলছে প্রদর্শনীছবি: Victoria and Albert Museum, London

যেমন বেঁচে থাকার জন্য প্রয়োজন শুদ্ধ বাতাসের, যা কিনা বিশ্বের বহু অংশে একটা বিলাস হয়ে দাঁড়িয়েছে৷ অথবা শুদ্ধ পানীয় জল কিংবা শিক্ষা কিংবা খাদ্য৷

বিলাসের সংজ্ঞা

লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম৷ এখানে ‘হোয়াট ইজ লাক্সারি?' অর্থাৎ ‘বিলাস কী?' এই নাম দিয়ে একটি প্রদর্শনী চলেছে৷ মানুষের ডিএনএ পরীক্ষা করতে সমর্থ একটি ভেন্ডিং মেশিন সাবধান করে দিচ্ছে যে, আপনার প্রাইভেসির ক্ষতি হতে পারে – অর্থাৎ ব্যক্তিগত তথ্য একটি বিলাসসামগ্রীতে পরিণত হচ্ছে৷

পুরোনো স্থাপত্য রক্ষায় অভিনব উদ্যোগ

03:51

This browser does not support the video element.

খনিজ সম্পদ ফুরিয়ে যাচ্ছে, অন্যান্য সম্পদ বিরল হয়ে আসছে৷ যেমন প্লাস্টিকের তৈরি আসবাব একটি বিলাস হয়ে উঠছে, কেননা তা তৈরি করতে খনিজ তেল লাগে৷ বিলাস কী, সে বিষয়ে আমাদের সংজ্ঞা ক্রমেই বদলে যাচ্ছে, কেননা সমাজও ক্রমাগত বদলে চলেছে৷ ফায়ার্স বলেন, ‘‘আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, যখন ‘লাক্সারি' নামটি দুনিয়ার সর্বত্র – এমন একটা অবস্থা, যে কথাটার আর প্রায় কোনো মানে নেই৷ কিন্তু তবু তা পুরোপুরি উবে যাবে বলে আমি মনে করি না৷ ওটা ভবিষ্যতে আবার ফিরে আসবে, তবে সম্পূর্ণ অন্য মানে নিয়ে৷ সেটা হয়ত কোনো কিছু পাওয়ার পরিবর্তে কোনো কিছু বর্জন, কোনো কিছু খাওয়ার পরিবর্তে কোনো কিছু না খাওয়া হতে পারে!''

তবে এটা ঠিক যে, বিলাস সব সময়ে ঠিক বিলাস হয় না৷ বহু দশক আগে হয়ত এই সব জিনিসের খুব চাহিদা ছিল৷ আজ সেগুলো দুষ্প্রাপ্য হিসেবে অমূল্য হলেও, এগুলোকে আর বিলাসসামগ্রী বলা চলে না, কেননা এগুলো আর কোনো কাজে লাগে না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ