বড়দিনের আগের সন্ধ্যায় দেয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস সবাইকে ‘শান্ত আচরণ’ করার এবং ‘ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী’ কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, বড়দিন মানে হচ্ছে ‘আমরা কে তা আবিষ্কার করা৷’
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন ১০ হাজারেরও বেশি মানুষ৷ যাঁরা কম ভাগ্যবান তাঁদের প্রতি সমব্যাথী হতে বিশ্বের প্রায় ১২০ কোটি ক্যাথলিককে অনুরোধ করেন ৭৯ বছর বয়সি এই আর্জেন্টাইন পোপ৷
যাঁরা সম্পদ গড়ার নেশায় ‘উন্মত্ত’ রয়েছেন তাঁদের সাধারণ জীবনযাপনের ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন পোপ৷ তিনি বলেন, শিশু যিশু জন্মেছিলেন খুব সাধারণ পরিবেশে, গবাদিপশুর খাওয়ার পাত্রে৷ সবার উচিত যিশুর সাধারণ জীবনযাপন থেকে শিক্ষা নেয়া, বলেন পোপ ফ্রান্সিস৷
ক্যাথলিকদের উদ্দেশ্যে পোপ বলেন, তাঁদের উচিত অন্যের প্রতি ‘সহানুভূতিশীল, সমবেদনাময় ও ক্ষমাশীল’ হয়ে ওঠা৷ এদিকে, বড়দিন উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুরে প্রথা অনুযায়ী পোপ ‘উর্বি এট অর্বি’ শীর্ষক (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ দেবেন৷ এই বক্তব্যে সাধারণত পোপ বিশ্বের সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানিয়ে থাকেন৷ এবারের বক্তব্যে তিনি বিশ্বের বিবাদমান গোষ্ঠীগুলোকে এক হওয়ার আহ্বান জানাতে পারেন৷ কারণ চলতি বছর আফ্রিকায় জাতিগত দ্বন্দ্বে চরম নিষ্ঠুরতা দেখা গেছে আর তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর পাশবিকতার পরিচয় পাওয়া গেছে মধ্যপ্রাচ্যে৷
এছাড়া বিশ্বের অনেক স্থানের ক্যাথলিকদের সম্ভাব্য হামলার আশঙ্কা মাথায় নিয়েই বড়দিন পালন করতে হচ্ছে৷ ইসলামি জঙ্গিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় মুসলিম প্রধান সোমালিয়া এবার বড়দিন ও নববর্ষ উদযাপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷
জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)
The Pope's advice
04:12
যিশুর জীবন, জীবনযাপন আপনাকে কি অনুপ্রাণিত করে? জানান নীচের ঘরে৷
হোয়াইট ক্রিসমাস? কোথায়?
থার্মোমিটার দেখাচ্ছে, তাপমাত্রা দশ ডিগ্রির বেশ খানিকটা ওপরে৷ স্যান্টা ক্লস নিজেও জাব্বাজোব্বার বদলে টি-শার্ট পরে চালিয়ে দিচ্ছেন৷ ক্রিসমাসে উত্তর গোলার্ধে যেন শীতের বদলে বসন্ত!
ছবি: picture-alliance/dpa/C. Schmidt
মস্কোয় স্কেটিং রিংক বন্ধ
রাশিয়ার রাজধানী মানে প্রায় শীতের রাজধানী! সেখানেও এ বছর স্কেটিং রিংক বন্ধ রাখতে হয়েছে – বড্ড গরম বলে৷
ছবি: picture-alliance/dpa/V. Astapkovich
ওয়াশিংটনে গোলাপ ফুটেছে
ওয়াশিংটন ডি. সি. থেকে ডিডাব্লিউ-এর প্রতিনিধি ইনেজ পোল পাঠিয়েছেন এই ডিসেম্বর মাসে লাল গোলাপের শুভেচ্ছা৷ কেনা নয়, গাছে ফোটা৷ বড়দিনে নাকি ওয়াশিংটনে তাপমাত্রা বিশ ডিগ্রি ছাড়াতে চলেছে৷
ছবি: Ines Pohl
লন্ডনে শীত যে তা বোঝা দায়
লোকজন খাসা রোদ্দুরে হাঁটাচলা করছেন৷ পূর্ব ইংল্যান্ডের কোলচেস্টারে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-টি বন্ধ করে দিতে হয়েছে – আবহাওয়া ‘ভালো’ থাকার কারণে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Grant
#নোস্নো
সোশ্যাল মিডিয়া এবার ক্রিসমাসে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে উত্তাল৷ #নোস্নো (বরফ নেই) এই হ্যাশট্যাগে মানুষজন সেই সব জায়গা থেকে ছবি পাঠাচ্ছেন, যেখানে হোয়াইট ক্রিসমাস (বরফে ঢাকা বড়দিন) খুবই সাধারণ ব্যাপার৷ ডয়চে ভেলের ‘ইউজার’ ডেভিড বির্ন আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছে ডোনাবেট থেকে এই ছবিটি পাঠিয়েছেন৷
ছবি: David Byrne
বিয়ারিৎস-এ শীতে সাধারণত সার্ফবোর্ড বেরোয় না
ফ্রান্সের সুবিখ্যাত সৈকতাবাস বিয়ারিৎস-এ বড়দিনে বরফ পড়ে সৈকত সাদা হয়ে থাকবে, এমনটা সাধারণত না ঘটলেও, সেই সময় জলের তাপমাত্রা এতো কম থাকে যে, সার্ফাররা অন্তত তাদের বোর্ড কাঁধে করে বিচে এসে হাজির হয় না৷ এবার তাদের জলেই দেখা যাচ্ছে!
ছবি: Getty Images/AFP/I. Gaizka
এ নাকি বরফ পড়ার সময়?
জার্মানিতে এখন যেন সবে বসন্ত শুরু হতে চলেছে: গাছে গাছে ফুল ধরছে৷ হ্যাজেলনাট বাদামগাছটিতে সাধারণত ফেব্রুয়ারিতে ফুল ধরে, এবার ডিসেম্বরেই ফুল ধরেছে৷
ছবি: picture-alliance/dpa/I. Wagner
বরফ নেই, তো খানিকটা বানিয়ে নিলেই তো হল
জার্মানির রোটহার পাহাড়ির ভিন্টারব্যার্গ হল স্কি খেলার জায়গা৷ শীতে পাহাড়ের ঢাল বরফে সাদা হয়ে থাকার কথা৷ এবার শুধু স্কি স্লোপটায় বরফের কামান চালিয়ে অন্তত খানিকটা বরফের ব্যবস্থা করে রাখা হয়েছে৷