1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যে কনটেইনারে ৩৯ লাশ

২৩ অক্টোবর ২০১৯

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল এসেক্সের কাছে শিল্প এলাকায় একটি কনটেইনার লরিতে ৩৯ জনের মৃতদেহ পেয়েছে দেশটির পুলিশ৷

Großbritannien | 39 Leichen in LKW Container gefunden
ছবি: picture-alliance/empics/S. Rousseau

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল এসেক্সের কাছে শিল্প এলাকায় একটি কনটেইনার লরিতে ৩৯ জনের মৃতদেহ পেয়েছে দেশটির পুলিশ৷

বুধবার প্রথম প্রহরে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে লাশ পাওয়ার পর পুলিশ ওই লরির চালককে আটক করেছে৷ ২৫ বছর বয়সী ওই ট্রাক চালক নর্দার্ন আয়ারল্যান্ডের বাসিন্দা৷

নিহতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর৷ এসেক্স পুলিশের চিফ সুপারিটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার বলেন, "আমরা ভিকটিমদের শনাক্তের চেষ্টা করছি৷ তবে এজন্য দীর্ঘ সময় লাগবে বলে মনে হচ্ছে৷''

লাশ উদ্ধারের পর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে৷ এতে করে আশেপাশের অনেক ব্যবসায়ী তাদের কার্যালেয় প্রবেশ করতে পারছেন না৷

অ্যান্ড্রু মেরিনার বলেছেন, ‘‘পুলিশ এই ধারণা নিয়ে কাজ করছে যে ট্রাকটি বুলগেরিয়া থেকে এসেছিল এবং ১৯ অক্টোবর শনিবার হলিহেডে হয়ে এটি ব্রিটেনে প্রবেশ করে৷ আমরা নিবিড়ভাবে কাজ করছি৷‘‘

তবে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ট্রাকটি বুলগেরিয়া থেকে যাত্রা শুরু করেছিল কিনা, তারা এখনো তা নিশ্চিত হতে পারেনি৷

বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বেতানা ক্রাস্টেভা বলেন, ‘‘আমরা এখন ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত তথ্যগুলো যাচাই করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি৷''

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে লাশ উদ্ধারের ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে এতে তিনি হতবাক হওয়ার কথা জানিয়েছেন৷

এসআই/কেএম (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ