1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনের জন্য ইউরোপের দুয়ার খোলা: ম্যার্কেল

২১ মার্চ ২০১৯

ইউরোপ শর্ত সাপেক্ষে ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে পারে বলে আভাস দিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ইইউ যুক্তরাজ্যের সাথে ভবিষ্যতে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জার্মান সংসদকে জানান তিনি৷

Merkel im Bundestag Regierungserklärung EU-Gipfel Brexit
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

ব্রিটেনকে যাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোনো চুক্তি ছাড়া বেরিয়ে যেতে না হয়, সেজন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছেন জার্মান চ্যান্সেল আঙ্গেলা ম্যার্কেল৷ তিনি জার্মান আইন প্রণেতাদের উদ্দেশ্যে এক বক্তৃতায় এই কথা বলেন৷

সময়সীমা অনুযায়ী আগামী দশ দিনের মধ্যে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে চুক্তি সহ বা চুক্তি ছাড়া বেরিয়ে যেতে হবে৷ তবে এই সময়সীমা মার্চের ২৯ তারিখের বদলে ৩০ জুন পর্যন্ত বাড়ানোর আবেদন করতে পারেদেশটি৷ এরই মধ্যে সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ককে লিখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিসা মে৷ এ নিয়ে তাঁর ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে৷

ম্যার্কেল বলেন, আইরিশ ব্যাকস্টোপ পরিকল্পনা নিয়ে যেই অগ্রগতি হয়েছে ইইউর জন্য তা টেরেসা মেকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে যথেষ্ট৷ যুক্তরাজ্যে যদি ভোটে ইতিবাচক ফলাফল না আসে তাহলে আরেকটি ইইউ সম্মেলনের আয়োজন করা যেতে পারে বলেও মত দেন তিনি৷

ব্রেক্সিটের পর যুক্তরাজ্য বিচ্ছিন্ন হয়ে পড়বে না

জার্মান সংসদ বুন্ডেসটাগে মে এই ভাষণ দিলেন ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের কিছুদিন আগে৷ যেখানে টেরিসা মে জুন পর্যন্ত ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে ইইউ নেতাদের প্রতি আহ্বান জানাতে যাচ্ছেন৷ ম্যার্কেল বলেন, বিচ্ছেদের পরে ব্রিটেনের সাথে সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নে থাকলে যতটা নিবিড় থাকত ততটা হয়ত আর থাকবে না৷ কিন্তু বন্ধুত্ব আর পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি৷ ‘‘ইইউ-তে থাকুক বা না থাকুক যুক্তরাজ্য সব সময়ই আমাদের চিন্তায় থাকবে৷ আন্তরিক সম্পর্কের দুয়ার বিস্তৃতভাবে খোলা থাকবে৷'' বলেন ম্যার্কেল৷

এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্কও সময়সীমা বাড়ানোর বিষয়টিকে বিকল্প হিসেবে বিবেচনার কথা জানিয়েছেন৷ তবে এ জন্য ২৯ মার্চের আগেই যুক্তরাজ্যের সংসদে বিচ্ছেদ চুক্তি পাসের শর্ত দিয়ে রেখেছেন তিনি৷

ভবিষ্যৎ ইউরোপ

ইইউ সদস্যদের ইউরোপের ভবিষ্যতেরদিকে মনযোগ দেয়ার আহ্বানও জানান ম্যার্কেল৷ বলেন, জোটবদ্ধ যে নীতি ইউরোপ গ্রহণ করেছে সেটি শান্তি বয়ে এনেছে, কিন্তু তা ক্রমাগত বেড়ে চলা হুমকীর মধ্যেও আছে৷ তিনি বলেন ইইউকে সব সময় এই পরিস্থিতি প্রতিহত করে যেতে হবে৷ আইন প্রণেতাদের স্মরণ করিয়ে দেন যে, ‘‘ইউরোপের মানে হল কথা বলা ও লেখা এবং যা সঠিক মনে হয় তা বিশ্বাস করার স্বাধীনতা৷''

এফএস/ডিজি (এপি) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ