1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাযুক্তরাজ্য

ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে কৃষ্ণাঙ্গ হত্যার দায় থেকে রেহাই

Sanjiv Burman২২ অক্টোবর ২০২৪

দুই বছর আগে লন্ডনে এক কৃষ্ণাঙ্গ পুরুষকে গুলি করে হত্যার দায় থেকে রেহাই পেয়েছেন ব্রিটেনের এক পুলিশ কর্মকর্তা৷ সেসময় বিষয়টি নিয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছিল৷

যুক্তরাজ্যের পুলিশ
আইন-শৃঙ্খলার কাজে দায়িত্বর যুক্তরাজ্যের পুলিশ৷ ফাইল ফটো ছবি: Hollie Adams/REUTERS

৪০ বছর বয়সি মার্টিন ব্লেককে ক্রিস কাবা হত্যার ঘটনায় নির্দোষ বলে রায় দিয়েছে আদালত৷ ২০২২ সালের ৫ সেপ্টেম্বর নিরস্ত্র কাবার মাথায় একটি গুলি করা হয়েছিল৷ আর তাতে মৃত্যু হয় তার৷

কাবা যখন গাড়ি চালানোর চেষ্টা করছিলেন, তখন তাকে গাড়ির উইন্ডস্ক্রিনের বাইরে থেকে গুলি করেন ব্লেক৷ গাড়িটি আগের সন্ধ্যায় এক গোলাগুলির ঘটনার সঙ্গে যুক্ত ছিল৷

লন্ডন মেট্রোপোলিটন পুলিশ ফোর্সের প্রধান মার্ক রউলি জানিয়েছেন যে, ব্লেক তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তিনি বলেন, ‘‘যে-কোনো প্রাণঘাতি শক্তি ব্যবহার বোধগম্যভাবেই বিভিন্ন গোষ্ঠির মধ্যে গভীর উদ্বেগ তৈরি করে, বিশেষ করে কৃষ্ণাঙ্গ গোষ্ঠী যাদের মধ্যে পুলিশের প্রতি আস্থা কম৷’’

‘‘আমাদের সেবার উপর আস্থা মজবুত করতে অনেক কিছু করা এখনো বাকি আছে,'' যোগ করেন তিনি৷

ব্রিটেনের রাজধানী লন্ডনের ওল্ড বেইলি কোর্টে তিন সপ্তাহ বিচারের পর এই রায় ঘোষণা করেন বিচারক৷ মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, পুলিশ হিসেবে দায়িত্ব পালনে ব্লেকের উপর আরোপ করা বাধাও দ্রুত তুলে নেয়া হবে৷

কাবার পরিবার রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘‘ক্রিস নিহতের পর থেকে যে অসহনীয় বেদনা আমরা অনুভব করছি তার সঙ্গে বিচার না পাওয়ার গভীর বেদনা যুক্ত হলো৷''

‘‘মার্টিন ব্লেককে খালাস দেয়াটা শুধুমাত্র আমাদের পরিবারের নয়, পুলিশ সহিংসতার শিকার সকলের জন্য ব্যর্থতা,’’ লেখা হয়েছে বিবৃতিতে৷

প্রসিকিউটর টম লিটেল বিচার শুরুর সময় বিচারকদের কাছে বলেছিলেন যে, কাবাকে গুলি করার ব্লেকের সিদ্ধান্ত ‘‘যুক্তিসঙ্গতভাবে ন্যায়সঙ্গত ছিল না৷’’

ব্লেক অবশ্য জানিয়েছেন যে তিনি মনে ভেবেছিলেন তখন তার সহকর্মীদের প্রতি হুমকি ছিল এবং তিনি কাবাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেননি৷

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানিয়েছে যে মামলাটি বিভিন্ন গোষ্ঠী, পুলিশ এবং পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে৷ তিনি বলেন, ‘‘বিচারক একটি উপসংহার পৌঁছেছেন... এবং এটির প্রতি সম্মান জানানো এবং রায়টি বুঝতে সবাইকে সময় দেয়া জরুরি৷''

এআই/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ