1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত

৬ ফেব্রুয়ারি ২০২৪

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ক্যানসার হয়েছে। গত মাসে প্রোস্টেট অস্ত্রোপচারের সময় তা ধরা পড়ে।

দুবাইতে কপ ২৮ সম্মেলনে হেঁটে আসছেন রাজা তৃতীয় চার্লস।
রাজা তৃতীয় চার্লসের সম্প্রতি প্রোস্টেট অপারেশন হয়। তখন তার ক্যানসার ধরা পড়ে। ছবি: Rafiq Maqbool/AP Photo/picture alliance

আপাতত রাজা চার্লস জনসমক্ষে আসবেন না। তিনি চিকিৎসাধীন থাকবেন।

সোমবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, ''প্রোস্টেট অপারেশনের সময় চিকিৎসকেরা তার এই ক্যানসার-এর লক্ষণ দেখেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত।''

বাকিংহাম প্যালেস যা বলেছে

বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ''রাজা তৃতীয় চার্লস এখন নিয়মিত চিকিৎসাধীন থাকবেন। তাই তার পক্ষে জনসমক্ষে আসা সম্ভব হবে না। তবে তিনি সরকারি কাগজপত্র আগের মতোই দেখবেন।''

প্যালেস চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে জানিয়েছে, তারা দ্রুত কাজ করেছেন এবং রাজাও তার চিকিৎসার বিষয়ে খুবই ইতিবাচক এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি মানুষের সামনে আসতে চান।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, যাতে এই বিষয়ে কোনো জল্পনা না হয়, তাই তারা চার্লসের অসুখের বিষয়টি মানুষের সামনে রাখলেন। এর ফলে মানুষ প্রকৃত অবস্থার কথা বুঝতে পারবেন।

গত ২৬ জানুয়ারি চার্লসের প্রোস্টেট সার্জারি হয়। দুইদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক, হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল, বিরোধী লেবার পার্টির নেতা-সহ অনেক রাজনীতিবিদ চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

স্কটল্যান্ডে রাজা চার্লসের দ্বিতীয় অভিষেক

01:42

This browser does not support the video element.

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ