যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ক্যানসার হয়েছে। গত মাসে প্রোস্টেট অস্ত্রোপচারের সময় তা ধরা পড়ে।
বিজ্ঞাপন
আপাতত রাজা চার্লস জনসমক্ষে আসবেন না। তিনি চিকিৎসাধীন থাকবেন।
সোমবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, ''প্রোস্টেট অপারেশনের সময় চিকিৎসকেরা তার এই ক্যানসার-এর লক্ষণ দেখেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তিনি ক্যানসারে আক্রান্ত।''
বাকিংহাম প্যালেস যা বলেছে
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ''রাজা তৃতীয় চার্লস এখন নিয়মিত চিকিৎসাধীন থাকবেন। তাই তার পক্ষে জনসমক্ষে আসা সম্ভব হবে না। তবে তিনি সরকারি কাগজপত্র আগের মতোই দেখবেন।''
রাজা তৃতীয় চার্লস সম্পর্কে অবাক করা ১০ তথ্য
ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তৃতীয় চার্লস৷ ছবিঘরে তার সম্পর্কে ১০টি তথ্য থাকছে যা হয়ত আপনাকে অবাক করবে৷
ছবি: ZUMA/Keystone/IMAGO
সংগীতে মেধা
ছোটবেলায় পিয়ানো, ট্রাম্পেটসহ বেশ কিছু ইন্সট্রুমেন্ট বাজানো শিখেছিলেন৷ স্কুলের গানের দলের সদস্য ছিলেন৷ আর কেমব্রিজে পড়ার সময় অর্কেস্ট্রায় চেলো বাজাতেন৷
ছবি: ZUMA/Keystone/IMAGO
ভিজ্যুয়াল আর্টপ্রেমী
জলরং দিয়ে ছবি আঁকতেন চার্লস৷ যেমন ছবিতে একটি সুইস স্কি রিসোর্ট দেখা যাচ্ছে৷ ১৯৯৩ সালে এটি এঁকেছিলেন তিনি৷ চার্লসের আঁকা ছবি নিয়ে উইন্ডসোর কাসেল ও রয়েল একাডেমিতে প্রদর্শনী হয়েছে৷ এগুলো বিক্রিও করা হয়৷ বিক্রির টাকা দাতব্য প্রতিষ্ঠানে চলে যায়৷
ছবি: Stefan Rousseau/dpa/picture alliance
ছোটদের লেখক
শিশুকালে ছোট দুই ভাই এডওয়ার্ড ও অ্যান্ড্রুকে গল্প বানিয়ে শোনাতেন৷ সেই গুন কাজে লাগিয়ে ছোটদের জন্য ‘দ্য ওল্ড ম্যান অফ লকনেগা’ নামে একটি বই লিখেছেন৷ ১৯৮০ সালে সেটি প্রকাশিত হয়৷ রাজপ্রাসাদের কাছে এক গুহায় বাস করা মানুষকে নিয়ে গল্পটি লেখা৷
জলবায়ু রক্ষায় কাজ করেন রাজা চার্লস৷ ওয়াইন ও চিজ ফার্মেন্টেশনের সময় যে অ্যালকোহলিক গ্যাস উৎপন্ন হয় তা দিয়ে তৈরি ইথানল দিয়ে অ্যাস্টন মার্টিন চালান তিনি৷ অন্য গাড়িগুলো ভাজাপোড়া তেল দিয়ে তৈরি বায়োডিজেল দিয়ে চলে৷
ছবি: Andy Buchanan/AFP/Getty Images
দুই বিমান
ব্রিটিশ রাজপরিবারের দুজন উত্তরাধিকারী হওয়ায় চার্লস তার ছেলে উইলিয়ামের সঙ্গে কখনও এক বিমানে চড়েননি৷ কারণ দুর্ঘটনা হলে একসঙ্গে দুজনের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে৷
ছবি: Omar Torres/AFP/Getty Images
শর্টব্রেড ও হুইসকি
১৯৯০ সালে অর্গানিক ব্র্যান্ড ‘ডাচি অরিজিনালস’ (বর্তমানে ওয়েট্রোজ ডাচি অর্গানিক) প্রতিষ্ঠা করেন চার্লস৷ রয়েল মিনারেল ওয়াটার ছাড়াও এই ব্র্যান্ডের হার্বাল ওষুধ, শর্টব্রেড, চা ও পোর্সেলিন রয়েছে৷ হুইস্কি ব্র্যান্ড ব্যারোগিলের সঙ্গেও চার্লস জড়িত৷ লাভের একটি অংশ স্কটল্যান্ডে বিভিন্ন প্রকল্পে কাজে লাগানো হয়৷
ছবি: Avalon/Photoshot/picture alliance
গুজব
চার্লসের জন্য নাকি প্রতিদিন সাতটি ডিম সিদ্ধ করা হত৷ এর মধ্যে কুসুম দেখে যেটি পছন্দ হত সেটি খেতেন তিনি৷ এই খবর বেশ কয়েকবারই অস্বীকার করতে হয়েছে তাকে৷ বরং চার্লস খাবার ফেলে দেয়ার বিপক্ষে ছিলেন৷
ছবি: Avalon/Photoshot/picture alliance
টি টাইম
ঠিক চারটার সময় চা পান করেন চার্লস৷ মধু ও দুধ দিয়ে দার্জিলিং চা পছন্দ তার৷ চায়ের সঙ্গে স্ন্যাক থাকে৷ কারণ তিনি নাকি দুপুরের খাবার খান না৷
ছবি: Matt Cardy/Photoshot/picture alliance
ড্রাকুলার বংশধর
ব্রিটিশ রাজপরিবারের বংশতালিকা তুলে ধরা বই ‘দ্য ব্রিটিশ ক্রনিকলসে’ নতুন রাজা চার্লসকে ১৫ শতকে ওয়ালেকিয়ার (রোমানিয়ার একটি অঞ্চল) রাজা ভ্লাট তৃতীয়র (ছবি) সঙ্গে সম্পর্কিত বলা হয়েছে৷ ব্র্যাম স্টোকারের ‘ড্রাকুলা’ উপন্যাসের মূল চরিত্রের মডেল হলেন ভ্লাট তৃতীয়৷ ২০১৭ সালে রোমানিয়া চার্লসকে ‘প্রিন্স অফ ট্রানসিলভেনিয়া’ উপাধি দেয়৷
ছবি: Fine Art Images/Heritage Images/picture alliance
চার্লসের নামে ব্যাঙ
রেনফরেস্ট রক্ষায় অবদানের জন্য ২০১২ সালে তাকে সম্মান জানিয়ে ইকুয়েডরের একটি বিরল ব্যাঙের নাম রাখা হয় ‘হিলোসসার্টাস প্রিন্সচার্লেসি’৷ এতে বেশ আনন্দিত হয়েছিলেন চার্লস৷
ছবি: Arthur Edwards/WPA/Getty Images
10 ছবি1 | 10
প্যালেস চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে জানিয়েছে, তারা দ্রুত কাজ করেছেন এবং রাজাও তার চিকিৎসার বিষয়ে খুবই ইতিবাচক এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি মানুষের সামনে আসতে চান।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, যাতে এই বিষয়ে কোনো জল্পনা না হয়, তাই তারা চার্লসের অসুখের বিষয়টি মানুষের সামনে রাখলেন। এর ফলে মানুষ প্রকৃত অবস্থার কথা বুঝতে পারবেন।
গত ২৬ জানুয়ারি চার্লসের প্রোস্টেট সার্জারি হয়। দুইদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক, হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েল, বিরোধী লেবার পার্টির নেতা-সহ অনেক রাজনীতিবিদ চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন।