1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যের সংসদ স্থগিত বেআইনি: সুপ্রিম কোর্ট

২৪ সেপ্টেম্বর ২০১৯

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার এক আদেশে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ওই সিদ্ধান্ত বাতিল এবং এর কোনো কার্যকারিতা নেই৷

ছবি: Reuters/H. Nicholls

রায়ে সুপ্রিম কোর্টের প্রধান ব্রেন্ডা হেল বলেছেন, আদালত এই সিদ্ধান্ত নিতে বাধ্য... তাকে সংসদ ভেঙে দেওয়ার পরাশর্ম দেওয়ার সিদ্ধান্তও বেআইনি৷

গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট পরবর্তী পাঁচ সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়৷ এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী জনসন বলেছিলেন, আগামী ১৪ অক্টোবর রানি দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারের কার্মপরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভাষণ দেবেন৷ সেই কাজ সুষ্ঠুভাবে করতেই পার্লামেন্টের সর্বশেষ অধিবেশন মুলতবি করা হয়েছে৷

তবে ওই দিনই প্রতিনিধি পরিষদে জনসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন পার্লামেন্ট সদস্যরা৷ পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনির রায় যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের ১১ বিচারপতি সর্বসম্মতভাবে ঘোষণা করেছেন৷

সুপ্রিম কোর্ট বলেছে, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের সময়সীমা সামনে রেখে পার্লামেন্টের দায়িত্ব পালন বন্ধ করাটা ভুল ছিল৷ দেশের গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোর উপর এর প্রভাব ভয়াবহ বলেও রায়ে অভিমত দেয়া হয়েছে৷

ব্রেন্ডা হেল বলেন, রানিকে পার্লামেন্ট স্থগিতের অনুরোধের সিদ্ধান্ত আইনসম্মত ছিল না৷ কারণ এর প্রভাব ছিল হতাশাজনক৷ এর মধ্য দিয়ে যৌক্তিক কারণ ছাড়াই পার্লামেন্টের সাংবিধানিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা রদ করা হয়েছে৷
 
এখন কী হবে সে সিদ্ধান্তের ভার হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসের স্পিকারদের উপর ছেড়ে দিয়েছে আদালত৷ আর আদালতের রায়কে স্বাগত জানিয়ে হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ বলেছেন, আর দেরি না করে পার্লামেন্ট বসবে, জরুরি ভিত্তিতে দলগুলোর নেতাদের সঙ্গে পরামর্শ করবেন৷

এই রায়ের পর বরিস জনসনকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন অনেকেই৷ লেবার পার্টির নেতা এবং বিরোধী দলের প্রধান জেরেমি কর্বিন জনসনকে এখনই তার পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন৷

ব্রাইটনে লেবার পার্টির সম্মেলনে তিনি বলেছেন, ‘‘আমি বরিস জনসনকে ঐতিহাসিক ভাষায় তাঁর অবস্থান বিবেচনার আমন্ত্রণ জানাচ্ছি৷’’

অবৈধভাবে সংসদ স্থগিত করে জনসন গণতন্ত্র এবং আইনের শাসনকে অবজ্ঞা করেছেন বলেও অভিযোগ করেন কর্বিন৷

লিবারেল ডেমোক্র্যাটস নেতা জো সোয়েনসন বলেছেন, ‘‘আমরা যা জানতাম, বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নয়, এই রায়টি তাই নিশ্চিত করেছে৷ তিনি রানি এবং দেশকে ভুল পথে পরিচালনা করেছেন এবং জনগণের প্রতিনিধিদের অবৈধভাবে চুপ করিয়ে রেখেছেন৷’’

এসআই/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ