1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যে ট্রাম্প, বড় প্রতিবাদের প্রস্তুতি

৩ জুন ২০১৯

ব্রেক্সিট নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদের আশঙ্কায় লন্ডনে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে৷

England Besuch Donald Trump
ছবি: Reuters/S. Dawson

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এক রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছেছেন৷ তিনি এমন এক সময় এই সফর করছেন যখন ব্রেক্সিট নিয়ে তাঁর এক মন্তব্যকে ‘‘পুরোপুরি অগ্রহণযোগ্য হস্তক্ষেপ'' হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটেনের রাজনীতিবিদেরা৷ তাঁর এই সফরের প্রতিবাদে গত বছরের মতো এবারও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে ধারণা করা হচ্ছে৷

চলতি সফরে ট্রাম্প দম্পতি বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সৌজন্যে রাষ্ট্রীয় ভোজে অংশ নেয়া ছাড়াও প্রিন্স চার্লসের সঙ্গে চা পান এবং ডি-ডে'র স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন৷ পাশাপাশি সেদেশের প্রধানমন্ত্রী থেরেসা মে'র সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নেবেন তিনি৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সম্মানে আয়োজিত ভোজে ব্রিটেনের শীর্ষস্থানীয় কয়েকজন বিরোধী দলীয় নেতা অংশ নেবেন না বলে জানা গেছে৷ ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ ট্রাম্প কয়েকদিন আগে বলেছিলেন যে ব্রিটেনের উচিত ব্রেক্সিট আলোচনা থেকে বেরিয়ে আসা এবং যে ৪৫ বিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে মে ইতোমধ্যে সম্মত হয়েছেন, সেটা না দেয়া৷

ট্রাম্পের এই মন্তব্যকে ‘‘ব্রিটেনের গণতন্ত্রে পুরোপুরি অগ্রহণযোগ্য হস্তক্ষেপ'' হিসেবে আখ্যা দিয়েছেন ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরমি কোর্বেন৷ ব্রিটেন সরকার মার্কিন প্রেসিডেন্টের জন্য লাল গালিচা বিছানোর সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘‘এমন একজন মানুষের জন্য এটা করা হয়েছে যিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলো বাতিল করছেন, জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীদের সমর্থন করছেন এবং নারীবিদ্বেষী বাগাড়ম্বরপূর্ণ উক্তি করেন৷''

ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেয়ার সমালোচনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খানও৷ ট্রাম্পের আচরণ আদর্শ আমেরিকানদের সঙ্গে মানানসই নয় বলেও মন্তব্য করেন তিনি৷

এআই/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ