1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাজ্য

যুক্তরাজ্যে ট্রেন চালক সমিতি ও সরকারের সমঝোতা

১৫ আগস্ট ২০২৪

দীর্ঘ দুই বছর ধরে দফায় দফায় চলা কর্মবিরতি ও ধর্মঘট নিরসনে যুক্তরাজ্যের ট্রেন চালক ইউনিয়ন ও সরকার একটি বেতন প্রস্তাবের বিষয়ে একমত হয়েছে৷ দুই পক্ষই আশা করছে আলোচনার মাধ্যমে চলমান সংকটের অবসান হবে৷

যুক্তরাজ্যে রেলকর্মীদের বিক্ষোভ
চালকদের বেতন-ভাতা নিয়ে দুই বছর ধরেই ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছে রেলকর্মীদের ইউনিয়নছবি: Tayfun Salci/ZUMAPRESS/picture alliance

দেশটির সরকার এই চুক্তিকে একটি বড় অগ্রগতি হিসাবে বর্ণনা করে অবশেষে রেল ধর্মঘটের অবসান ঘটতে চলেছে বলে বিবৃতি দিয়েছে৷

ট্রেন চালকদের ইউনিয়ন (এএসএলইএফ) জানায়, ২০২২/২৩  এর জন্য ৫%, ২০২৩/২৪ এর জন্য ৪.৭৫% ও ২০২৪/২৫ এর জন্য ৪.৫% বেতন বৃদ্ধির প্রস্তাব তাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷ সংস্থাটি মনে করে, সদস্যদের এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া উচিত৷

ঐতিহাসিকভাবে শ্রমিকবান্ধব হিসেবে পরিচিত লেবার পার্টি গত নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর নতুন সরকার এএসএলইএফ-এর সঙ্গে আলোচনা শুরু করে৷

এএসএলইএফ-এর সাধারণ সম্পাদক মিক ভেলান বলেন, ‘‘আমরা আনন্দিত যে, অবশেষে আমরা একটি নতুন লেবার সরকার পেয়েছি, যারা রেলপথের কর্মী, যাত্রী ও করদাতাদের জন্য কাজ করতে চায়৷''

এএসএলইএফ গত বছর চালকদের নিয়োগকারী ১৬টি ট্রেন সংস্থার একটি প্রস্তাবকে ‘ঝুঁকিপূর্ণ' বলে প্রত্যাখ্যান করে দেয়৷ এতে বলা হয়, ২০১৯ সাল থেকে চালকদের বেতন বৃদ্ধি হয়নি, যার ফলে পরবর্তীতে বেতন কাটা হয়েছে৷

রেল ধর্মঘট ও ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত গত দুই বছরে ব্রিটিশ জীবনের একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছিল৷ দুই বছরে ট্রেন চালকরা সর্বমোট ১৮ দিন ধর্মঘট পালন করেছেন৷

পরিসংখ্যান বলছে, ২০২২ সালের জুন থেকে ধর্মঘটের কারণে রেলওয়ের রাজস্ব প্রায় ৮৫০ মিলিয়ন পাউন্ড (১.০৯ বিলিয়ন ডলার) কম আদায় হয়৷

এসএইচ/এসিবি (রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ