তিনি জানিয়েছেন, ''এখন যুক্তরাজ্যের মানুষকে তাদের ভবিষ্যৎ বেছে নিতে হবে। তাদের ঠিক করতে হবে, তারা প্রগতির পথে যাবেন, নাকি আবার পুরনো অবস্থায় ফিরে যাবেন, যেখানে কোনো পরিকল্পনা থাকবে না, কোনো নিশ্চয়তা থাকবে না।''
সুনাক যখন এই কথাগুলো বলছেন, তখন তখন প্রবল বৃষ্টি পড়ছে। তিনি পুরো ভিজে যান। দেখা যায়, বিক্ষোভকারীরা চিৎকার করে বলছেন, 'থিংস ক্যান ওনলি গেট বেটার' বা 'পরিস্থিতি শুধু ভালো হতে পারে'। এটাই এবার লেবার পার্টির প্রচারের থিম সং।
কোন দেশের নির্বাচনে কত ব্যয়?
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ১৪.৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল৷ এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন৷
ছবি: Steffi Loos/Getty Images
ভারত
২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচন ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন ছিল৷ নতুন দিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ বলছে, ঐ নির্বাচনে প্রায় আট বিলিয়ন ডলার খরচ হয়েছে৷ রাজনীতিবিদেরা বিজ্ঞাপন, ব়্যালি, উপহার খাতে অনেক অর্থ খরচ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি৷
ছবি: Reuters/A. Dave
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের সাবেক সংস্থা ‘সেন্টার ফর রেসপনসিভ পলিটিক্স’ বা সিআরপির (বর্তমান ওপেনসিক্রেটস নামে পরিচিত) হিসেব বলছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ১৪.৪ বিলিয়ন ডলার খরচ হয়েছে৷ ২০১৬ সালে ব্যয় হয়েছিল প্রায় আট বিলিয়ন ডলার৷
ছবি: Jerry Mennenga/ZUMAPRESS.com/picture-alliance
ব্রাজিল
ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে প্রার্থীরা ২.৪ বিলিয়ন ডলার খরচ করেছিলেন৷
ছবি: Leandro Chemalle/TheNews2/IMAGO
যুক্তরাজ্য
২০১৯ সালের নির্বাচনের আগে প্রচারণার সময়কাল ছিল এক মাসের কিছু বেশি৷ নির্বাচনের আগে প্রার্থীদের ব্যয়ের বিষয়ে কঠোর সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল৷ সে কারণে দেশটির নির্বাচন কমিশনের হিসেবে ২০১৯ সালের নির্বাচনে প্রার্থী, রাজনৈতিক দল ও অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলো মাত্র ৬৮ মিলিয়ন ডলার খরচ করেছিলেন৷ যুক্তরাষ্ট্রের সিআরপি বলছে, ২০২২ সালে মিসৌরি রাজ্যে সেনেট নির্বাচনে খরচ হয়েছিল ৬৫ মিলিয়ন ডলার৷
ছবি: Getty Images/AFP/T. Akmen
ফ্রান্স
দেশটিতেও খরচের বিষয়ে কঠোর নীতিমালা রয়েছে৷ ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ১২ জন প্রার্থী ৮৮ মিলিয়ন ডলার খরচ করেছিলেন বলে দেশটির সরকার জানিয়েছে৷ এর মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সবচেয়ে বেশি ১৬.৭ মিলিয়ন ইউরো খরচ করেছিলেন৷
ছবি: Eric Gaillard/REUTERS
জার্মানি
২০১৭ সালের সংসদ নির্বাচনে দলগুলো ১০৯.৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিল বলে কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে৷ ২০২১ সালের সবশেষ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সেটি বেড়ে ১১৬ মিলিয়ন ডলার হতে পারে বলে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
ছবি: Stefan Zeitz/imago images
6 ছবি1 | 6
সরকারি বৈঠকে যোগ দেয়ার জন্য মন্ত্রীরা তাদের বিদেশ সফর কাটছাঁট করে চলে আসেন। অনেকে তাদের কর্মসূচি বাতিল করেন। তখনই নির্বাচন নিয়ে জল্পনা আরো গতি পায়।
বিরোধীরা কী বলছে?
লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ''নির্বাচন মানে পরিবর্তনের সুযোগ এসেছে। লেবার পার্টিকে ভোট দেয়ার অর্থ, স্থায়িত্বের পক্ষে ভোট দেয়া, জীবনমুখি নীতির পক্ষে ভোট দেয়া এবং বিশৃঙ্খলা বন্ধ করতে ভোট দেয়া।''
সমীক্ষায় দেখা যাচ্ছে, সুনাকের নেতৃত্বে রক্ষণশীল দল স্টারমারের লেবার পার্টির থেকে প্রায় ২০ পয়েন্ট পিছিয়ে আছে।