1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

যুক্তরাজ্যে নির্বাচন ৪ জুলাই, সমীক্ষায় পিছিয়ে সুনাকের দল

২৩ মে ২০২৪

দিন ঘোষণা করে দিলো ঋষি সুনাকের অফিস, যুক্তরাজ্যে নির্বাচন আগামী ৪ জুলাই। সুনাক কি জিততে পারবেন?

প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সুনাক।
বৃষ্টির মধ্যে যুক্তরাজ্যে নির্বাচন নিয়ে বলছেন প্রধানমন্ত্রী সুনাক। ছবি: Hollie Adams/REUTERS

জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৪ বছর শাসন করার পর সুনাকের দল লেবার পার্টির অনেকটা পিছনে আছে।

বুধবার সারা দিন ধরে নির্বাচন নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। শেষপর্যন্ত এই ঘোষণায় সব জল্পনার অবসান হলো।

প্রধানমন্ত্রী যা বললেন

সুনাক বলেছেন, ''আমার সঙ্গে মহামান্য রাজার কথা হয়েছে। আমি তাকে পার্লামেন্ট ভেঙে দেয়ার সুপারিশ করেছি।''

তিনি জানিয়েছেন, ''এখন যুক্তরাজ্যের মানুষকে তাদের ভবিষ্যৎ বেছে নিতে হবে। তাদের ঠিক করতে হবে, তারা প্রগতির পথে যাবেন, নাকি আবার পুরনো অবস্থায় ফিরে যাবেন, যেখানে কোনো পরিকল্পনা থাকবে না, কোনো নিশ্চয়তা থাকবে না।''

সুনাক যখন এই কথাগুলো বলছেন, তখন তখন প্রবল বৃষ্টি পড়ছে। তিনি পুরো ভিজে যান। দেখা যায়, বিক্ষোভকারীরা চিৎকার করে বলছেন, 'থিংস ক্যান ওনলি গেট বেটার' বা 'পরিস্থিতি শুধু ভালো হতে পারে'। এটাই এবার লেবার পার্টির প্রচারের থিম সং।

সরকারি বৈঠকে যোগ দেয়ার জন্য মন্ত্রীরা তাদের বিদেশ সফর কাটছাঁট করে চলে আসেন। অনেকে তাদের কর্মসূচি বাতিল করেন। তখনই নির্বাচন নিয়ে জল্পনা আরো গতি পায়।

বিরোধীরা কী বলছে?

লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ''নির্বাচন মানে পরিবর্তনের সুযোগ এসেছে। লেবার পার্টিকে ভোট দেয়ার অর্থ, স্থায়িত্বের পক্ষে ভোট দেয়া, জীবনমুখি নীতির পক্ষে ভোট দেয়া এবং বিশৃঙ্খলা বন্ধ করতে ভোট দেয়া।''

সমীক্ষায় দেখা যাচ্ছে, সুনাকের নেতৃত্বে রক্ষণশীল দল স্টারমারের লেবার পার্টির থেকে প্রায় ২০ পয়েন্ট পিছিয়ে আছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ