যুক্তরাজ্যে নির্বাচন: উপস্থাপক জ্ঞান হারানোয় বিতর্ক সমাপ্ত
২৭ জুলাই ২০২২
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হতে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক৷ মঙ্গলবার লাইভ চলাকালে উপস্থাপক জ্ঞান হারালে দুই প্রার্থীর বিতর্ক শেষ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
৩০ মিনিট ধরে চলার কথা ছিল বিতর্ক৷ নানা বিষয় নিয়েদুই প্রার্থী যখন একে অপরের উপর চড়াও হচ্ছিলেন ঠিক সেই সময় স্টুডিওতে কিছু একটা ধসে পড়ার মতো শব্দ হয়৷ সেই সময় ক্যামেরা ছিল ট্রুসের দিকে ফোকাস করা৷ ট্রুস চিৎকার করে ওঠেন, ‘ওহ মাই গড'৷ এর সঙ্গে সঙ্গে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয়া হয়৷ টক টিভি এবং সান সংবাদপত্র এই বিতর্কের আয়োজন করেছিল৷
পরে টক টিভি জানায় তাদের উপস্থাপক কেট ম্যাকক্যান জ্ঞান হারিয়েছিলেন৷ এই ঘটনার জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন চ্যানেল কর্তৃপক্ষ৷ টুইটারে তারা জানান, কেট সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন৷ তাই বিতর্কটি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না৷ ট্রুস এবং সুনাক পরে কেটের সুস্থতা কামনা করে টুইট করেন৷
বিতর্কে সুনাক বলেন, করোনা মহামারির কারণে যুক্তরাজ্যের বিপুল ব্যয় হয়েছে৷ এতে দেশের ঋণ বেড়েছে বলে জানান তিনি৷ বলেন, এই ঋণের বোঝা শেষ পর্যন্ত বইতে হবে দেশের পরবর্তী প্রজন্মগুলোকে৷ তবে এ নিয়ে দুশ্চিন্তা করতে নারাজ ট্রুস৷ তিনি বলেন, তিন বছরের মধ্যে ওই ঋণ পরিশোধ করা শুরু করবে যুক্তরাজ্য৷
যুক্তরাজ্যেরজাতীয় বিমার বাড়তি সুবিধা ও বাণিজ্যিক কর বাড়ানোর পরিকল্পনা বাতিল করতে চান লিজ ট্রুস৷ ঋষি সুনাক বলেছেন, যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো কর ছাড় দেবেন না তিনি৷
এর আগে সোমবার প্রথমবারের মতো বিতর্কে অংশ নিয়েছিলেন এই দুই প্রার্থী৷ বিবিসি সেই বিতর্কের আয়োজন করেছিল৷ সোমবারের বিতর্কের পর জরিপে এগিয়ে ট্রুস৷ কনজারভেটিভ সদস্যদের ৫০ ভাগ মনে করেন ট্রুস বিতর্কে ভালো করেছেন, আর ৩৯ ভাগ মনে করছেন সুনাক ভালো করেছেন৷
সেপ্টেম্বরের ৫ তারিখে অন্তত ২ লাখ কনজারভেটিভ সদস্য তাদের নেতা নির্বাচন করবেন৷
এপিবি/এসিবি (এপি, রয়টার্স)
ইইউ-যুক্তরাজ্য ব্রেক্সিট বাণিজ্য চুক্তিতে যা আছে
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পথ যতটা সম্ভব মসৃণ করতে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য৷ চলুন দেখে নেয়া যাক চুক্তির চুম্বক অংশগুলো....
ছবি: Getty Images/AFP/G. Kirk
শূন্য শুল্ক
যুক্তরাজ্য ইইউর বাজার ছাড়ার পর পণ্যের শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দেবে এই চুক্তি৷ এর ফলে ২০২১ সালের জানুয়ারিতেও দ্বিপাক্ষিক বাণিজ্য নির্বিঘ্নে চলবে, ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে৷ ওয়াইন, অর্গ্যানিকস, অটোমোটিভ ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালসের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোর জন্য কিছু বিশেষ সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে এ চুক্তিতে৷
ছবি: Aaron Chown/AFP/Getty Images
যাতায়াত
এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে অবাধ যাতায়াত, চাকরি, লেখাপড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা বা বসবাস করার সুযোগের অবসান হলো৷তবে সর্বোচ্চ ৯০ দিনের জন্য ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্যে যাওয়া আসার জন্য ভিসা লাগবে না৷ এছাড়া ইইউ বা যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দার যদি কোনো চাকরি, ব্যবসা বা অবসরভাতার মতো কোনো বিষয় কিংবা বাবা-মায়ের রেখে যাওয়া সম্পদ থাকে, সেগুলো তাদেরই থাকবে৷
ছবি: picture-alliance/empics/S. Parsons
বিমান চলাচল এবং নিরাপত্তাজনিত সহযোগিতা
যুক্তরাজ্যের যাত্রীবাহী বিমানগুলো ইউরোপীয় ইউনিয়নে আগের মতো মুক্তভাবে যাতায়াতের অধিকার হারাবে৷এখন থেকে দু পক্ষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বিমানের নিরাপদ চলাচল, নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে৷
ছবি: Markus Mainka/picture alliance
ডাক্তার-ইঞ্জিনিয়ারদের স্বীকৃতির প্রশ্ন
ইইউ এবং যুক্তরাজ্যের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার এবং এমন আরো কিছু পেশাজীবী যে আগে অবাধ স্বীকৃতি পেতেন, সেই সুযোগ আর থাকবে না৷
ছবি: Maciek Musialek/NurPhoto/picture alliance
জ্বালানি সহযোগিতা
ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীন জ্বালানি বাজার, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিউনিটি এবং ইইউর এমিশন ট্রেডিং সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন৷
ছবি: Gareth Fuller/empics/picture alliance
বিজ্ঞান, গবেষণা
শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তির ক্ষেত্রে এরাসমুস ইউনিভার্সিটি প্রোগ্রাম, গ্যালিলিও স্যাটেলাইট সিস্টেমসহ সব কর্মসূচি বন্ধ করবে যুক্তরাজ্য৷ তবে হরাইজন ইউরোপ, দ্য ইউরাটম রিসার্চ এবং ট্রেনিং প্রোগ্রামসহ ছয়টি কর্মসূচির সঙ্গে থাকবে ব্রিটেন৷
ছবি: Chris Ison/empics/picture alliance
ট্রাক যাতায়াত
যুক্তরাজ্যের ট্রাক আর আগের মতো অবাধে সীমান্ত পেরিয়ে ইইউ-তে আসতে পারবে না৷তবে একটি স্থান থেকে আরেকটি স্থানে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে এই চক্তিতে৷