1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য চাইলে ব্রেক্সিট ঠেকিয়ে রাখতে পারবে: ইইউ কোর্ট

১০ ডিসেম্বর ২০১৮

ইউরোপীয় কোর্ট অফ জাস্টিস (ইসিজে) বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা না করেও যুক্তরাজ্য চাইলে একা সিদ্ধান্ত নিয়ে ব্রেক্সিট থেকে সরে আসতে পারে৷

Großbritannien Autokolonne Theresa May, Premierministerin
ছবি: Reuters/T. Melville

সোমবার এমন রায় দেয় ইসিজে৷ রায়টি এমন এক সময়ে এলো, যখনব্রেক্সিট সবশেষ চুক্তি নিয়ে যুক্তরাজ্যের সংসদে ভোটাভুটির একদিন বাকি৷ ভোট পেছানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

কথা ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট চুক্তিটি সংসদে উত্থাপন করবেন৷ আর সংসদ সদস্যরা তার ওপর ভোটে অংশ নেবেন৷ ধারণা করা হচ্ছিল, টেরেসা মে'র চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন সংসদ সদস্যরা৷

রায়ে বলা হয়, ‘‘যুক্তরাজ্য স্বাধীনভাবে ইইউ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে৷''

সোমবার মে জানান, তিনি সংসদে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন৷ এছাড়া ব্রেক্সিটের অন্য নেতারাও বক্তব্য দিতে পারেন৷ এ অবস্থায় অনেকেই ধারণা করছেন যে, ভোট পেছাতে পারে৷

২০ মাস আলোচনার পর তৈরিব্রেক্সিট চুক্তি নিয়ে মে'র কনজারভেটিভ পার্টিএবং যুক্তরাজ্য কয়েক ভাগে বিভক্ত৷ যাঁরা ব্রেক্সিটের কট্টর সমর্থক তাঁরা কোনো চুক্তি ছাড়াই ইইউ ছাড়তে রাজি৷ এছাড়া ব্রেক্সিটেরই বিপক্ষে আরেকটি জনপ্রিয় মতও চালু আছে৷

জেডএ/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ