1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্য ফেরত ২৮ জন করোনা পজিটিভ

২৬ জানুয়ারি ২০২১

সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ২৮ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেটে আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষার পর তা জানা যায়৷

সিলেটে যুক্তরাজ্য থেকে আসা ২৮ জন যাত্রীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে সিলেটে আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষার পর তা জানা যায়৷
প্রতীকী ছবি৷ছবি: Imago-Images/photothek/T. Trutschel

যাত্রীদের যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে আসার কথা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল৷  সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে চার দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে নেওয়া হয় এবং কোয়ারান্টিন শেষে তাদের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ২৮ জনের পজিটিভ ফল আসে৷ করোনা রোগীদের এখন খাদিমপাড়া হাসপাতালে চিকিৎসা চলছে৷

যুক্তরাজ্যে নতুন স্ট্রেইনের করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর ৪ জানুয়ারি থেকে দেশটি ফেরতদের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকার সরকারি নির্দেশনা রয়েছে৷ এ নির্দেশনার পর পাঁচটি ফ্লাইটে ৪০০ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন৷ এসব যাত্রীকে নিজ খরচে থাকার জন্য হোটেল নির্ধারণ করে দেওয়া হয়েছে৷

১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্তরাজ্য ফেরত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়৷ এতে বাধ্যতামূলক কোয়ারান্টিনের সময়কাল চার দিন এবং করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এলে বাড়িতে ১০ দিন কোয়ারান্টিনে থাকার কথা উল্লেখ করা হয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ