1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার প্রস্তাব বিদ্রোহীদের প্রত্যাখ্যান

১২ সেপ্টেম্বর ২০১৩

যুক্তরাষ্ট্রের আক্রমণ আপাতত স্থগিত হলেও সিরিয়ায় শান্তি ফেরার সম্ভাবনা খুব কম৷ যুক্তরাষ্ট্রের কাছে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরোধের পরিকল্পনা দিয়েছে রাশিয়া৷ কিন্তু সিরিয়ার বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করেছে৷

A Free Syrian Army fighter points his weapon as his fellow fighter watches in Aleppo's Al-Ezaa neighbourhood September 11, 2013. REUTERS/Aref Hretani (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST CONFLICT)
ছবি: Reuters

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আক্রমণ যে এখনও হয়নি তার কৃতিত্ব অনেকাংশেই রাশিয়ার৷ ২১শে আগস্ট দামেস্কে রাসায়নিক গ্যাস ছুড়ে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী ১৪ জন মানুষ হত্যা করেছে – এ অভিযোগে সিরিয়ায় হামলা চালানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরোধীতার কারণে যুক্তরাষ্ট্র সে পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রাখে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার এক ভাষণে যুদ্ধ পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথাও জানান৷ শর্ত ছিল, সিরিয়াকে রুশ প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী রাসায়নিক অস্ত্র প্রত্যর্পণ করতে হবে৷

রাশিয়ার দৈনিক কমারসান্ট জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে৷ এ পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা (ওপিসিডাব্লিউ)-র সদস্য হবে৷ পরের ধাপে জানাতে হবে দেশের কোথায় কোথায় রাসায়নিক অস্ত্র মজুদ আছে৷ তৃতীয় ধাপে সিরিয়াকে ওপিসিডাব্লিউ-এর পরিদর্শকদের রাসায়নিক অস্ত্র পরীক্ষা করে দেখার অনুমতি দিতে হবে৷ শেষ ধাপে পরিদর্শকদের পরামর্শ অনুযায়ী রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে সিরিয়াকে৷

রাশিয়ার দৈনিকটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে এই পরিকল্পনা পেশ করার খবরটা জানালেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ খবরটি জানিয়েছেন বুধবার৷ এদিকে সিরীয় বিদ্রোহীদের একটি সংগঠন সুপ্রিম মিলিটারি কাউন্সিল রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ