1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের উপর চীনের পাল্টা অবরোধ

২ ডিসেম্বর ২০১৯

হংকং নিয়ে যুক্তরাষ্ট্রের আইন পাসের পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির বেশ কয়েকটি এনজিওর উপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে চীন৷ সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের হংকং সফর বাতিল ঘোষণা করা হয়েছে৷

ছবি: picture-alliance/AP Photo/Ng Han Guan

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উপর অবরোধ দিতে যাচ্ছে চীন৷ এই তালিকায় আছে এনডোমেন্ট ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউস, ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট৷

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং জানিয়েছেন, এই সংস্থাগুলো গত ছয় মাসে হংকংয়ের অস্থিরতায় খুব ‘বাজেভাবে' কাজ করেছে৷

পাশাপাশি হংকংয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিদর্শনও তারা বাতিল ঘোষণা করেছে৷ 

এর আগে গত সপ্তাহে হংকং নিয়ে দুটি বিল পাস করেছে ওয়াশিংটন৷ এর ফলে মানবাধিকার লঙ্ঘনের জন্য ওয়াশিংটন হংকংয়ের উপর অবরোধ আরোপ করতে পারবে৷ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সেখানে যথাযথ স্বায়ত্তশাসন আছে কিনা তা পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র৷ আরেকটি আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র হংকংয়ে টিয়ারগ্যাস, পিপার স্প্রে, রাবার বুলেট, স্টেন গানসহ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷

সেই সময় এই আইনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ভয়ানক হস্তক্ষেপ এবং কর্তৃত্বপরায়ন আচরণ হিসেবে উল্লেখ করেছে দেশটি৷

‘‘আমরা যুক্তরাষ্ট্রকে ইচ্ছামতো আচরণ না করার পরামর্শ দিচ্ছি, নয়তো চীন দৃঢ়ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে,'' জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পরবর্তীতে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাডকেও তলব করেছে তারা৷

এফএস/এসিবি (এএফপি, এপি)

গত ১৬ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ