1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের গোরিলা করোনায় আক্রান্ত

১২ জানুয়ারি ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো সাফারি পার্কের চিড়িখানায় বেশ কয়েকটি গোরিলা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে৷

USA LA Zoo Flachlandgorilla Zucht
ছবি: Richard Vogel/AP Images/picture alliance

পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার জানিয়েছেন, মলের নমুনা টেস্ট করে দুটি গোরিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে৷ তবে চিড়িয়াখানায়একসাথে থাকা আটটি গোরিলা করোনা ভাইরাসে আক্রান্ত বলে তাদের বিশ্বাস৷ এরই মধ্যে বেশ কয়েকটি গোরিলার কাশি শুরু হয়েছে৷ এই পার্কের বন্যপ্রাণীদের যারা যত্ন করে তাদের একজনের কাছ থেকে ভাইরাসটি গোরিলাদের শরীরে সংক্রমিত হয়েছে৷

বর্তমানে করোনা আক্রান্ত গোরিলাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে৷  তাছাড়া ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় আপাতত গোরিলাদের ভিটামিনসহ খাবার দাবার দেওয়া হচ্ছে এবং তারা ভাল আছে৷ চিকিৎসকেরা অসুস্থ োগরিলাদের নিয়মিত দেখভাল করছেন৷

করোনাভাইরাসেরকারণে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানাটি গত ডিসেম্বর থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ৷

এনএস/কেএম(এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ