মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো সাফারি পার্কের চিড়িখানায় বেশ কয়েকটি গোরিলা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে৷
বিজ্ঞাপন
পার্কের নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার জানিয়েছেন, মলের নমুনা টেস্ট করে দুটি গোরিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে৷ তবে চিড়িয়াখানায়একসাথে থাকা আটটি গোরিলা করোনা ভাইরাসে আক্রান্ত বলে তাদের বিশ্বাস৷ এরই মধ্যে বেশ কয়েকটি গোরিলার কাশি শুরু হয়েছে৷ এই পার্কের বন্যপ্রাণীদের যারা যত্ন করে তাদের একজনের কাছ থেকে ভাইরাসটি গোরিলাদের শরীরে সংক্রমিত হয়েছে৷
মানুষ এবং গোরিলার মধ্যে মিল কতটা?
আমরা কি গোরিলাদের চেয়ে শুধুই কিছুটা আধুনিক? সামাজিক চেতনা এবং সংস্কৃতির বিচারে মানুষ এবং বানরের মধ্যকার ব্যবধান আমাদের মুগ্ধ করেছে৷ বার্লিনে এক প্রদর্শনীতে মানুষ এবং গোরিলার মধ্যকার মিল, অমিল শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে৷
ছবি: Filip Van Dingenen (Detail)
সাহিত্যে বনমানুষ
বিভিন্ন সময় নানা ধরনের শিল্পে স্থান পেয়েছে গোরিলা বা বানর৷ ই.টি.এ হফমান, ভিলহেল্ম হাউফ এবং ফ্রানৎস কাফকার মতো লেখকরা বনমানুষদের সাহিত্যে স্থান দিয়েছেন৷ সত্তরের দশকে নারী ‘টকিং গোরিলা’ কোকো বেশ সাড়া জাগিয়েছিল৷
ছবি: Les Films du Losange (Detail)
সুন্দরীর সঙ্গে শিম্পাঞ্জির প্রেম
বার্লিনের একটি মিউজিয়াম ‘হাউস ডেয়ার কুলটুরেন ডেয়ার ভেল্ট’ শিল্পকলায় বনমানুষদের অবস্থান নিয়ে গবেষণা করছে৷ এখানে একজন কূটনীতিকের স্ত্রী একটি শিম্পাঞ্জিকে বেছে নিয়েছেন প্রেমিক হিসেবে৷ ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি ‘মাক্স, মন আমোর’ বা ‘মাক্স, আমার প্রেমিক’-এর দৃশ্য এটি৷
ছবি: 2015 STUDIOCANAL GmbH, Berlin
বিশিষ্ট ভাবুক?
২০০৮ সালে শিল্পি ক্লাউস ভেবারের তৈরি এই ফটো কোলাজে একটি প্লাস্টিকের তৈরি বনমানুষকে ‘ভাবুক’ হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে৷ আর তার চারপাশে কমিক বাবলসের মতো রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তির মুখাবয়ব৷
ছবি: Klaus Weber
বানর এবং তার ক্ষমতা
ইন্দোনেশিয়ায় জাভার সংস্কৃতিতে ভগবান হনুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র৷ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মাস্কড মাংকিস’ ছবিতে জাভার বানর ও তাদের মালিকদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব এবং কর্মপরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে৷
ছবি: Anja Dornieden & Juan David González Monroy (Detail)
মানুষের মুখোশ
নিজের স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তৈরির ক্ষেত্রে ইউটিউব-এর একটি ভিডিও ছিল ফরাসি শিল্পী পিয়ের উইঘের প্রেরণা৷ ভিডিও-র ‘ফুকু-চান মাংকি ইন উইগ, মাস্ক, ওয়ার্কস রেস্টুরেন্ট’ ক্লিপে একটি পুরুষ বানরকে দেখানো হয়েছে, যে কিনা মুখোশ এবং পরচুলা পরে ছোট একটি মেয়ের রূপ নিয়ে একটা রেস্তোরাঁয় থাকে৷ এই ক্লিপটি দেখেই সেই বানরটি খুঁজে বের করেন উইঘ এবং তৈরি করেন ১৯-মিনিট দৈর্ঘ্যের ছবি ‘হিউম্যান মাস্ক৷’
ছবি: Marian Goodman Gallery, New York; Hauser & Wirth, London; Esther Schipper, Berlin; Anna Lena Films, Paris (Detail)
আমার মধ্যে বানর
এরিক স্টাইনব্রেশার ‘মাল্টিলেয়ার্ড ইমেজ’ বা বিভিন্ন ধরনের, নানা স্তরের ছবি ও ‘স্যাটায়ার’ বা ব্যঙ্গরচনা, তথা হাস্যরস নিয়ে কাজ করেন৷ তাঁর তৈরি ইনস্টলেশন আর্ট ‘এএফএফই’ বিভিন্ন প্রাকৃতিক এবং অজৈব উপাদান দিয়ে তৈরি৷ এই শিল্পবস্তুটির অর্থ নানারকম হতে পারে, অর্থাৎ দর্শকের চোখে তা ধরা পড়তে পারে ভিন্ন ভিন্নভাবে৷ বার্লিনে এই প্রদর্শনীটি চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত৷
ছবি: Andreas Meichsner (Detail)
6 ছবি1 | 6
বর্তমানে করোনা আক্রান্ত গোরিলাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে৷ তাছাড়া ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় আপাতত গোরিলাদের ভিটামিনসহ খাবার দাবার দেওয়া হচ্ছে এবং তারা ভাল আছে৷ চিকিৎসকেরা অসুস্থ োগরিলাদের নিয়মিত দেখভাল করছেন৷
করোনাভাইরাসেরকারণে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানাটি গত ডিসেম্বর থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ৷